বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

এসো সহজে ইংরেজি শিখি

শরীফ খান

এসো  সহজে ইংরেজি শিখি

ইংরেজিতে অনেক শব্দ আছে যেগুলোর শুধু একটি নয়, একাধিক অর্থ বা ব্যবহার রয়েছে। বিশেষ করে স্পোকেন ইংলিশে এ ধরনের শব্দের ব্যবহার বহুল প্রচলিত ও বেশ তাৎপর্যপূর্ণ। তেমনই একটি শব্দ হলো বেঃ । ইংরেজি শব্দভাণ্ডারের সবচেয়ে বেশি ব্যবহূত শব্দগুলোর মধ্যে এটি হচ্ছে একটি। নিচে এই শব্দটির নানাবিধ ব্যবহার নিয়েই আজ আলোচনা করা হলো :

কোনো কিছু গ্রহণ করা, পাওয়া, ব্যবহার করা বা করা বুঝাতে আমরা মবঃ ব্যবহার করি [We use get to mean receive, have, use or give something] নিচের ব্যবহারগুলো লক্ষ্য করুন :

1.         Can I get some apples? [আমি কী কয়েকটি আপেল পেতে পারি বা আমাকে কী কয়েকটি আপেল দেওয়া যেতে পারে?]

2.         Could I get a train ticket to Chittagong? [আমি কী চট্টগ্রাম যাওয়ার বা চট্টগ্রামের একটি ট্রেনের টিকিট পেতে পারি?]

3.         He gets the train to work usually. [সে সচরাচর ট্রেনে করে কাজে যায় বা সে কর্মস্থলে যেতে সচরাচর ট্রেন ব্যবহার করে।]

4.         Actually, can I get plastic instead? 5. Are you getting a refund?

6.         Are you getting any reception? [তুমি কী কোনো সংবর্ধনা পাচ্ছ বা গ্রহণ করছো?]

7.         It’s important for me that I get this internship.

8.         I only got four hours of sleep last night. [গত রাতে আমি মাত্র চার ঘণ্টা ঘুমিয়েছি।]

9.         I’ve gotten a lot of positive feedback on it. [এ ব্যাপারে আমি অনেক ইতিবাচক ফিডব্যাক পেয়েছি।]

যখন কোনো adjective এর পূর্বে আমরা get ব্যবহার করি তখন এর দ্বারা কোনো অবস্থার পরিবর্তন বোঝায়| [get means become or changes from one state to other] নিচের বাক্যগুলো দেখুন :

1.         Everybody in the room gets angry seeing the minister. [কক্ষে উপস্থিত প্রত্যেকে মন্ত্রীকে দেখে ক্রুদ্ধ হয়ে উঠলো। অর্থাৎ তাদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন বোঝাচ্ছে। ]

2.         Even after taking the medicine, my daughter’s fever gets worse. [এমনকি ওষুধ খাওয়ার পরও আমার মেয়ের জ্বর আরও খারাপ হল।]

3          get lost every time I go to New York. It’s such a big city.

4.         Even after she took the medicine, her cold just got worse and worse.

5.         He got really angry when she was late for the third time this week.

6.         She doesn’t want to get old. She wants to stay a teenage forever.

7.         You are getting more beautiful day by day. [দিনে দিনে তুমি আরও বেশি সুন্দর হয়ে উঠছ।]

বেঃ দ্বারা কোথাও যাতায়াত বা যাওয়া, ভ্রমণ করা, পৌঁছা বা উপস্থিত হওয়া বোঝায় [get usually means travel, go, arrive] । নিচের উদাহরণগুলো দেখুন :

1.         My wife will kill me if I don’t get home soon. [তাড়াতাড়ি বাসায় না পৌঁছলে আমার স্ত্রী আমাকে মেরে ফেলবে।]

2.         What time do you get to office usually? [সচরাচর তুমি কখন অফিসে পৌঁছাও?]

3.         I usually go straight to sleep as soon as I get home. [বাসায় পৌঁছামাত্রই আমি সচরাচর সোজা ঘুমাতে যাই।]

যখন আমরা up, away, back, off, to এ ধরনের শব্দের পূর্বে get ব্যবহার করি তখন এর দ্বারা এক ধরনের চলাচল বোঝায় [ When we use ‘get’ before a word like up, out, off, to, away etc. it usually means movement of some kind.]| নিচের বাক্যগুলো লক্ষ্য করুন :

1.         We need to get off the bus at the next stop. [পরবর্তী স্টপিজেই আমাদের বাস থেকে নামা দরকার।]

2.         When I get back from work, I like to watch TV for a bit. [যখন আমি কাজ থেকে বাসায় ফিরি তখন কিছু সময়ের জন্য আমি টিভি দেখতে পছন্দ করি বা কাজ থেকে বাসায় ফেরার পর কিছু সময়ের জন্য টিভি দেখতে আমার ভালো লাগে।]

3.         Do you know how to get to the cinema from here? [এখান থেকে কীভাবে সিনেমা হলে যেতে হয় তা কী তুমি জান?]

বেঃ দ্বারা কোনো কিছু বোঝা বা বুঝতে পারা বোঝায়। [get means understand] । নিচের উদাহরণ থেকে তা বোঝার চেষ্টা করুন :

1. Do you get what I am saying? [আমি কী বলছি তা তুমি বুঝতে পারছ?]

2. I don’t get it. [আমি এটা বুঝতে পারছি না।]         

3. She was asking something about her travel arrangements, but I didn’t quite get what she wanted.

4. It is hard to get you. [তোমাকে বোঝা কষ্টসাধ্য।]

5. Try to get what your boss is expressing. [তোমার বস কী বলছে তা বোঝার চেষ্টা কর।]

কোনো কিছু নিজে করা বা নিজের জন্য করা বোঝাতে াবত্ন এর  ঢ়ধংঃ ঢ়ধত্ঃরপরঢ়ষব এর পূর্বে আমরা মবঃ ব্যবহার করি| (When we use ‘get’ with a past participle (driven, eaten, spoken etc), it often has a reflexive meaning [something that we do to ourselves]) নিচের উদাহরণগুলো দেখুন :

1. They’re getting married next month. [তারা আগামী মাসে বিয়ে করতে যাচ্ছে।]

2. She gets dressed really quickly. [সে সত্যিই দ্রুত কাপড়চোপড় পড়ে।]

3. You need to get washed before going to bed. [বিছানায় যাওয়ার পূর্বে তোমার নিজেকে ধৌত করা দরকার।]  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর