রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি

মো. রাইসুল ইসলাম, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়

১.   বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে  কত সালে?

     ক. ১৯৭৫ সালে    

     খ. ১৯৭২ সালে 

     গ. ১৯৭৩ সালে 

     ঘ. ১৯৭৪ সালে 

২.   হালদা নদী  বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

     ক. ব্রাহ্মণবাড়িয়া     খ. সিলেট

     গ. চট্রোগ্রাম  ঘ. ফেনী

৩.   বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ কোনটি?

     ক. বাংলার দূত

     খ. বাংলার সীমান্ত

     গ. বাংলার বহর    

     ঘ. বাংলার তীর

৪.   প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠান কে পরিচালনা করেন?

     ক. রাষ্ট্রপতি  

     খ. সাবেক রাষ্ট্রপতি

     গ. স্পিকার  

     ঘ. প্রধান বিচারপতি

৫.   বর্তমানে (২০১৬) ঢাকা জেলার ইউনিয়নের সংখ্যা কতটি ?

     ক. ৬০ টি    খ. ৬২ টি

     গ. ৬৪ টি    ঘ. ৫৮ টি।

৬.   বাংলাদেশের  সংবিধান কত সালে কার্যকর হয়?

     ক. ১৯৭১ সালে     খ. ১৯৭২ সালে

     গ. ১৯৭৩ সালে     ঘ. ১৯৭৪ সালে

৭.   বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য নয়?

     ক. ওআইসি  খ. এফএও

     গ. ন্যাটো     ঘ. কমনওয়েলথ

৮.   বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের সীমান্ত নেই?

     ক. যশোর     খ. শেরপুর

     গ. সাতক্ষীরা  ঘ. খুলনা

৯.   “মুহুরীর চর” কোথায় অবস্থিত?

     ক. সেন্ট মার্টিনে    

     খ. সুন্দরবনের দক্ষিণ উপকূলে

     গ. ভোলা জেলায়    ঘ. ফেনী

১০.  ডাকাতিয়া নদী কোথায় অবস্থিত?

     ক. নওগাঁ    খ. রাজশাহী

     গ. ফেনী     ঘ. খুলনা

১১.  বাংলাদেশ পর্যটন বোর্ড কর্তৃক চিহ্নিত পর্যটন স্পট কতটি ?

     ক. ৭৭০     খ. ৭৭৫  

     গ. ৭৮০          ঘ. ৭৮৫

১২.  মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয় কোনটি?

     ক. আগামী   খ. প্রত্যাবর্তন

     গ. নদীর নাম মধুমতি  

     ঘ. একাত্তরের বিজয়গাথা

 

উত্তরমালা : ১.ঘ ২.গ ৩.ক ৪.ক ৫.খ ৬.খ ৭.গ ৮.ঘ ৯.ঘ ১০.গ ১১.গ ১২.ঘ।

 

সর্বশেষ খবর