রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এসো সহজে ইংরেজি শিখি

শরীফ খান

এসো  সহজে ইংরেজি শিখি

গত পর্বে আমরা উল্লেখ করেছি যে stative verbs dynamic verb [ˆয verb দ্বারা কোনো কিছু করা বা কোনো কিছু হওয়া বা ঘটা বোঝায়] হিসেবেও ব্যবহূত হয়। তবে me stative verbs dynamic verb নয়।  যে ক্রিয়াগুলো stative এবং dynamic উভয় হিসেবে ব্যবহূত হয় সেগুলো হলো have, taste, see, think and be. [Dynamic verbs (sometimes referred to as “action verbs”) usually describe actions we can take, or things that happen while stative verbs usually refer to a state or condition which is not changing or likely to change.] 

নিচের উদাহরণগুলোয় stative verb এবং dynamic verb এর মধ্যকার পার্থক্য লক্ষ্য করুন :

Stative এবং dynamic verb হিসেবে See এর ব্যবহার :

see (stative) = see with your eyes / understand

1. I see what you mean [তুমি কী বোঝাতে চাইছ তা আমি বুঝতে পারছি।]

2. I see her now, she’s coming along the road. [আমি তাকে এখন দেখতে পাচ্ছি, সে রাস্তাটি ধরে আসছে।]

see (dynamic) = meet / have a relationship with

1. I’ve been seeing Maria for three years [মারিয়ার সঙ্গে আমার তিন বছর ধরে সম্পর্ক আছে।]

2. I’m seeing Karim tomorrow. [করিমের সঙ্গে আমার কাল সাক্ষাৎ ঘটছে।]

Stative এবং dynamic verb হিসেবে taste এর ব্যবহার :

taste (stative) = has a certain taste [খাবার বা কোনো কিছুর নির্দিষ্ট এক ধরনের স্বাদ বোঝাতে]

1. This soup tastes great. [স্যুপটির স্বাদ চমৎকার।]

2. The coffee tastes really bitter. [কফিটি স্বাদে সত্যিই তিক্ত।]

taste (dynamic) = the action of tasting [কোনো কিছুর স্বাদ কেমন তা চেখে নেওয়া বোঝাতে।]

1. The chef is tasting the soup. [বাবুর্চি স্যুপটির স্বাদ দেখছেন। এক ধরনের কাজ বোঝাচ্ছে।]

Stative এবং dynamic verb হিসেবে have এর ব্যবহার :

have (stative) = own

1.I have a car. [আমার একটি গাড়ি আছে। একটি অবস্থা বোঝাচ্ছে]

have (dynamic) = part of an expression

2. I’m having a party / a picnic / a good time / a break now. [আমি এখন একটি পার্টি উপভোগ করছি/ একটি বনভোজন করছি/ভালো সময় কাটাচ্ছি/ বিরতি বা ছুটিতে আছি বা উপভোগ করছি।]

 Stative ‰es dynamic verb wnGmGe think এর ব্যবহার :

think (stative) = have an opinion [কোনো মতামত বোঝাতে]

1. I think that the coffee is great. [আমি মনে করি কফিটি চমৎকার।]

think (dynamic) = consider, have in the head. [কোনো কিছু বিবেচনা করা বা মাথায় আছে  বোঝাতে।]

2. What are you thinking about? I’m thinking about my next holiday. [ তুমি কী নিয়ে ভাবছ? আমি আমার পরবর্তী ছুটি নিয়ে ভাবছি।]

Stative এবং dynamic verb হিসেবে নব এর ব্যবহার :

be is usually a stative verb, but when it is used in the continuous it means ‘behaving’ or ‘acting’ [নব সচরাচর এKwU stative verb তবে এটি যখন continuous হিসেবে ব্যবহূত হয় তখন এর দ্বারা কারও আচরণ বা কর্মকাণ্ড বোঝায়।]

1. You are stupid. [তুমি বোকা। বোকামিটা ব্যক্তিত্বেরই অংশ তা বোঝাচ্ছে। it’s part of personality]

2. You are being [be ‰i continuous i…c] stupid. [তুমি বোকার মতো আচরণ করছ। এটা যথারীতি কোনো আচরণ বোঝাচ্ছে না। স্রেফ এখনকার কিছু বোঝাচ্ছে। only now, not usually]

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর