রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি

মো. রাইসুল ইসলাম, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়

১১৮. দুধে থাকে কোন এসিড?

     ক. সাইটিক এসিড    খ. নাইট্রিক এসিড

     গ. ল্যাক্টিক এসিড    ঘ. এসিটিক এসিড

১১৯. “মাইকোসফট” এর প্রতিষ্ঠাতা কে?

     ক. বিল গেটস খ. টিম বার্নার্স লি

     গ. মার্ক জুকারবার্গ   ঘ. অ্যান্ডি গ্রোভ

১২০. বিশ্বের বৃহত্তম বই মেলা কোথায় হয়?

     ক. ঢাকা খ. কোলকাতা

     গ. লন্ডন    ঘ. ফ্রাঙ্কফুট

১২১. আন্তর্জাতিক নারী দিবস কবে?

     ক. ৫ জুন     খ. ৮ মার্চ

     গ. ১৪ এপ্রিল ঘ. ১১ জুলাই

১২২. ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?

     ক. রাজেন্দ্র প্রাসাদ    খ. ড. রাধাকৃষ্ণান

     গ. প্রণব মুখার্জি     ঘ. ভি.ভি. গিরি

১২৩. সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার চালু হয় কত সালে?

     ক. ১৯৪৮   খ. ১৯৫৫

     গ. ১৯৬৯    ঘ. ১৯৮১

১২৪. বেইজিং নগরের পূর্বনাম কি?

     ক. হ্যানয়  খ. সায়গন

     গ. পিকিং  ঘ. কুনচিয়া

১২৫. ‘MRTA’ কোন দেশের গেরিলা সংস্থা?

     ক. জার্মানি  খ. বেলজিয়াম

     গ. জাপান   ঘ. পেরু

১২৬. বিশ্বের ক্ষুদ্র রাষ্ট্র কোনটি?

     ক. মোনাকো খ. মন্ট্রিল

     গ. মালদ্বীপ   ঘ. কিউবা

১২৭. মহাশুন্য থেকে আগত কণা বা রশ্মিকে বলা হয়?

     ক. আলফা রে  খ. বিটা রে

     গ. গামা রে     ঘ. কসমিক রে

১২৮. কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়?

     ক. জার্মানি   খ. চীন

     গ. পাকিস্তান  ঘ. ইরান

১২৯. যুক্তরাষ্ট্রের  সংবিধান  রচিত হয় কোন সালে?

     ক. ১৭৮০   খ.১৭৮৭

     গ. ১৮৭০   ঘ. ১৮৮৯।

 

উত্তরমালা : ১১৮.খ ১১৯.খ ১২০.গ ১২১.খ ১২২.খ ১২৩.গ ১২৪.খ ১২৫.খ ১২৬.ঘ ১২৭.খ ১২৮.ক ১২৯.ক।

সর্বশেষ খবর