Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:১৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি
মো. রাইসুল ইসলাম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি

১৩১. সালভেদর ডালি কে ছিলেন?

     ক. চিত্রশিল্পী     খ. বিজ্ঞানী   গ. লেখক    ঘ. চিকিৎসক

১৩২. মানসলু পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত?

     ক. পাকিস্তান   খ. ভুটান   গ. নেপাল   ঘ. ভারত

১৩৩. ডেটন শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

     ক. ১৯৪৫  খ. ১৯৬৫  গ. ১৯৮৫ ঘ. ১৯৯৫

১৩৪. ‘PIA’ কোন দেশের বিমান সংস্থা?

     ক. পোল্যান্ড   খ. পেরু  গ. পাকিস্তান  ঘ. ব্রাজিল

১৩৫. পৃথিবীর কোন দেশে কোনো নদী নেই?

     ক. ডেনমার্ক খ. সৌদি আরব

     গ. পেরু    ঘ. গ্রীস

১৩৬. গণচীনের প্রতিষ্ঠাতা কে?

     ক. মাও সে তং    খ. সান ইয়াৎ সেন

     গ. চিয়াং কাইশেক  ঘ. লিও শাও চি

১৩৭. ডি-৮ এর সদর দপ্তর কোথায়?

     ক. ইস্তাম্বুল  খ. ব্যাংকক

     গ. জাকার্তা ঘ. জেনেভা

১৩৮. “হোয়াইট হল” অবস্থিত-

     ক. যুক্তরাষ্ট্রে খ. যুক্তরাজ্যে

     গ. ইতালিতে ঘ. কানাডায়

১৩৯. ২০১৬ অলিম্পিক গেমস কোথায়?

     ক. রিও  খ. লন্ডন  গ. সিডনি  ঘ. মস্কো

১৪০. বার্লিন প্রাচীর কোন সালে নির্মিত হয়েছিল?

     ক. ১৯৪৬  খ. ১৯৮৮  গ. ১৯৬১ ঘ. ১৯৬২

১৪১. জাপানের আইনসভার নাম কী?

     ক. কংগ্রেস  খ. নেসেট   গ. চেম্বার        ঘ. ডায়েট

১৪২. ‘স্ট্যাচু অব লিবার্টি’ কোথায় অবস্থিত?

     ক. ভেনিজুয়েলা     খ. মেক্সিকো   গ. কানাডা  ঘ. যুক্তরাষ্ট্র

১৪৩. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?

     ক. বেরিং   খ. বসফরাস

     গ. মালাক্কা  ঘ. পক

১৪৪. নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয়—

     ক. জুলু   খ. নিমস   গ. অস্ট্রিক     ঘ. মাউরি

১৪৫. কোন দেশের ক্রিকেটাররা প্রোটিয়া নামে পরিচিত?

     ক. দ. আফ্রিকা         খ. জিম্বাবুয়ে

     গ. নিউজিল্যান্ড   ঘ. ইংল্যান্ড

১৪৬. মসজিদুল হারাম কোথায় অবস্থিত?

     ক. জেরুজালেম   খ. মক্কা   গ. কায়রো ঘ. মদিনা

১৪৭. আকিয়াব কোন দেশের সমুদ্রবন্দর?

     ক. জর্ডান   খ. ইন্দোনেশিয়া

     গ. মিয়ানমার     ঘ. ফিলিপাইন

১৪৮. ‘বার্মা’ কোন দেশের পুরাতন নাম?

     ক. ঘানা   খ. বেনিন   গ. মিশর ঘ. মিয়ানমার

১৪৯. জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি?

     ক. অস্ট্রেলিয়া   খ. ভারত   গ. আমেরিকা    ঘ. চীন

১৫০. মেনডেল কোন দেশের বিজ্ঞানী?

     ক. দ. আফ্রিকা   খ. অস্ট্রিয়া   গ. নিউজিল্যান্ড     ঘ. ইংল্যান্ড।

 

উত্তরমালা : ১৩১.ক ১৩২.গ ১৩৩.ঘ ১৩৪.গ ১৩৫.খ ১৩৬.ক ১৩৭.ক ১৩৮.খ ১৩৯.ক ১৪০.গ ১৪১.ঘ ১৪২.ঘ ১৪৩.ক ১৪৪.ঘ ১৪৫.ক ১৪৬.খ ১৪৭.গ ১৪৮.ঘ ১৪৯.গ ১৫০.খ।

এই পাতার আরো খবর
up-arrow