বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস ২০১৬

শীর্ষে এমআইটি

শীর্ষে এমআইটি

গবেষণা প্রতিষ্ঠান কিউএস গত ৬ সেপ্টেম্বর চলতি বছরের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় পঞ্চমবারের মতো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি [এমআইটি]। শুধু তাই নয়, তালিকার শীর্ষ তিনটি ইউনিভার্সিটিই যুক্তরাষ্ট্রের। শীর্ষ তিনের বাকি ২টি হলো স্টানফোর্ড [২] ও হার্ভার্ড ইউনিভার্সিটি [৩]। ২০০৪ সালে এই র্যাংকিংস চালুর পর থেকে এই প্রথম যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ শীর্ষ তিনে নেই। গত বছর এটি স্টানফোর্ডের সঙ্গে যৌথভাবে তিন নম্বরে থাকলেও এবার পিছিয়ে ৪ নম্বরে রয়েছে। তবে শীর্ষ দশটির মধ্যে দেশটির আরও তিনটি ইউনিভার্সিটি রয়েছে। এগুলো হলো ইউনিভার্সিটি অব অক্সফোর্ড ছয় নম্বরে, ইউনিভার্সিটি কলেজ লন্ডন সাতে এবং ইমপেরিয়াল কলেজ লন্ডন নয় নম্বরে। এদিকে র্যাংকিংয়ে শীর্ষ দশের বাকি প্রতিষ্ঠানগুলো হলো ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি [ক্যালটেক] ৫ নম্বরে, সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি  [ইটিএইচ জুরিখ] ৮ নম্বরে এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগো দশ নম্বরে।

উল্লেখ্য, এবার বিশ্বের ৯৩৬টি ইউনিভার্সিটির ওপর র্যাংকিংসটি করা হয়েছে। এর মধ্যে নিচের দিকের তিনশ’ ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। এছাড়া তালিকায় ভারতের ১৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, বেঙ্গালুরু তালিকায় ১৫২তম স্থানে এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, দিল্লি ১৮৫তম স্থানে রয়েছে। সূত্র : দ্য টেলিগ্রাফ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর