রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
বৃত্তির খবর

কমনওয়েলথ বৃত্তি

বাংলাদেশি শিক্ষার্থীদের কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এ বৃত্তির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের ২০১৭ শিক্ষাবর্ষে এক বছরের স্নাতকোত্তর এবং তিন বছরের পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় শ্রেণিসহ যেকোনো বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগি । বিস্তারিত জানতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইট (www.ugc.gov.bd) ভিজিট করুন। আবেদনফরমও এই সাইটে পাওয়া যাবে। আগ্রহীদেরকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। যথাযথভাবে আবেদনফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজসহ স্ক্যান করে [email protected] এ ঠিকানায় মেইল করতে হবে। উল্লেখ্য, একজন শিক্ষার্থী স্নাতকোত্তর কিংবা পিএইচডির যেকোনো একটি বিভাগে আবেদন করতে পারবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর