সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইংরেজির দক্ষতা যাচাই পরীক্ষা ‘পিটিই’

ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণে বহুল পরিচিত আন্তর্জাতিক টেস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টিং সিস্টেম আইইএলটিএস ও টেস্ট অব ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাংগুয়েজ টোফেল। এ দুটি টেস্ট ছাড়াও বিশ্বব্যাপী আরও কয়েকটি আন্তর্জাতিক পরীক্ষা রয়েছে। তেমনই একটি হচ্ছে পিয়ারসন টেস্ট অব ইংলিশ একাডেমিক বা পিটিই এ। আইইএলটিএস, টোফেলের মতো এটিও বিদেশে উচ্চশিক্ষা, অভিবাসনের ক্ষেত্রে পৃথিবীর অনেক দেশ বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কর্তৃক গৃহীত হচ্ছে। তবে বাংলাদেশে পিটিই অনেকটাই নতুন। এ সম্পর্কে স্থানীয় শিক্ষার্থী ও অভিবাসী প্রত্যাশীদের ধারণাও কম। এ লক্ষ্যে পিটিই প্রস্তুতির জন্য সহায়তা দিচ্ছে রাজধানীর শুক্রাবাদের নেইমান পিটিই স্টাডি সেন্টার। এ বিষয়ে আরও জানতে ০১৭১২১৬৪১৬৪। ভিজিট করতে পারেন www.pteinstitute.com

সর্বশেষ খবর