বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

৩৭তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

মো. শামসুল আলম, শিক্ষক, বিসিএস গাইডলাইন

৩৩.  তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে ‘না’ এর ব্যবহার হবে কী অর্থে?

     ক. না-বাচক       খ. হ্যাঁ বাচক     

     গ. বিস্ময় সূচক ঘ. প্রশ্ন বোধক

৩৪.  কোন বানানটি শুদ্ধ?

     ক. সমীচীন   খ. সমিচীন   

     গ. সমীচিন   ঘ. সমীচিন

৩৫.  বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?

     ক. শব্দ      খ. বর্ণ           গ. ধ্বনি         ঘ. চিহ্ন

৩৬.  জুম চাষের বিকল্প পদ্ধতি—

     ক. সল্ট           খ. খন্দক       

     গ. চারণ         ঘ. কোনটিই নয়।

৩৭.  ডায়মন্ড কী?

     ক. আলু       খ. তুলা         গ. বেগুন    ঘ. তরমুজ

৩৮.  জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম থানা—

     ক. জুড়াইছড়ি             খ. শার্শা       

     গ. আমতলী        ঘ. দীঘিনালা

৩৯.  নিচের কোনটি চাকমাদের বর্ষবরণ উৎসব?

     ক. বৈসুক    খ. সাংগ্রাই      গ. বিঝু     ঘ. সান্দ্রে

৪০.  ‘বিটিভি ওয়ার্ন্ড’ স্যাটেলাইট সম্প্রচার শুরু করে?

     ক. ১১ এপ্রিল, ২০০৪ খ. ১১ জুন, ২০০৪

     গ. ১ জুন ২০০৪    ঘ. ১ ডিসেম্বর, ২০০৪

৪১.  সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হয়?

     ক. ১৯৭৯     খ. ১৯৮৯     গ. ১৯৬৯    ঘ. ১৯৯৯

৪২.  উপমহাদেশের প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কোন আমলে?

     ক. রাজপুত্র আমলে   খ. পাকিস্তান আমলে

     গ. মোঘল আমলে    ঘ. শায়েস্তা খাঁর আমলে

৪৩.  বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?

     ক. টঙ্গি      খ. কোনাবাড়ি 

     গ. যশোর         ঘ. গাজীপুর

৪৪.  বাংলাদেশের প্রথম মহিলা ভাস্কর—

     ক. নভেরা আহমদ    খ. আফিয়া আক্তার

     গ. সুরাইয়া মান্নান    ঘ. আমিরাহ হক।

৪৫.  বাংলাদেশে প্রথম বিশ্ব ইজতেমা শুরু হয় কত সালে?

     ক. ১৯৩১ সালে     খ. ১৯৪৬ সালে

     গ. ১৯৬২ সালে     ঘ. ১৯৮৪ সালে

৪৬.  ‘আইনের শাসন’ কথাটি সংবিধানের কোথার উল্লিখিত আছে?

     ক. ১ম তফসিলে     খ. ২য় তফসিলে

     গ. ২৭ অনুচ্ছেদে    ঘ. প্রস্তাবনায়

৪৭.  ‘বাক স্বাধীনতা’ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লিখিত আছে?

     ক. ৩৩(২)  খ. ৩৫(১) 

     গ. ৩৯ (২)ক ঘ. ৩৯ (২) খ

৪৮.  ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়?

     ক. ৯৪         খ. ৯৫       গ. ৯৬     ঘ. ৯৭

৪৯.  উত্তর বঙ্গের প্রবেশদ্বার বলে

     ক. চাঁপাইনবাবগঞ্জ   খ. রাজশাহী    

     গ. নাটোর         ঘ. বগুড়া

৫০.  বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?

     ক. বাঙালি         খ. আর্য           

     গ. নিষাদ        ঘ. আলপাইন।

উত্তরমালা : ৩৩.খ ৩৪.ক ৩৫.ক ৩৬.ক ৩৭.ক ৩৮.ক ৩৯.গ ৪০.ক ৪১.ক ৪২. গ ৪৩.খ ৪৪.ক ৪৫.খ ৪৬.ঘ ৪৭.গ ৪৮.গ  ৪৯.ঘ ৫০.গ।

সর্বশেষ খবর