শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এসো সহজে ইংরেজি শিখি

শরীফ খান

এসো  সহজে ইংরেজি শিখি

simple future tense এর ব্যবহার

ভবিষ্যতে কোনো কিছু সংঘটিত হবে বোঝাতে আমরা সাধারণত simple future tense ব্যবহার করি। এটির ব্যবহার ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কোনো কিছুকে আমরা কীভাবে দেখে থাকি তার উপর নির্ভর করে।  ইংরেজিতে বিভিন্ন উপায় রয়েছে যা দিয়ে আমরা ভবিষ্যত প্রকাশ করতে পারি। তেমনই কয়েকটি উপায় হলো 

1. Will   2. Be going to  3. Be to

4. Be about to  5. Simple Present

6. Present continuous

Future tense এ সাহায্যকারী ক্রিয়া হিসেবে প্রধানত shall ও রিষষ ব্যবহূত হয়। first persin singular এবং plural এর সঙ্গে shall ব্যবহূত হয়ে আসছে। তবে এক্ষেত্রে এখন রিষষ এর ব্যবহার বাড়ছে। নিচে future auxiliary verb রিষষ এর নানাবিধ ব্যবহার নিয়ে আলোচনা করা হলো :

ভবিষ্যতে কোনো কিছু নিশ্চিতভাবে ঘটবে বোঝাতে আমরা রিষষ ব্যবহার করি। [We use will to say something that we are certain will occur in the future.] নিচের উদাহরণটি দেখুন :

1. The meeting will be held next Monday at 2 p.m. [আগামী সোমবার বিকাল ২টায় সভাটি অনুষ্ঠিত হবে। নিশ্চিতভাবেই ঘটবে তা বোঝাচ্ছে।]

 

ভবিষ্যতে কোনো কিছু ঘটবে কিনা এ ব্যাপারে ততটা নিশ্চিত নয় বোঝাতে  [ to say something that we are not so certain will happen.] নিচের বাক্যগুলো লক্ষ্য করুন:

1.I think he will phone me later. [আমার মনে হয় সে আমাকে পরে ফোন করবে। নাও করতে পারে এই সম্ভাবনা রয়েছে। ]

পূর্বাভাস বা ভবিষ্যত্বাণী করতে [To make a prediction]. নিচের উদাহরণ দুটি দেখুন :

1. The rain will stop soon. [শিগগিরই বৃষ্টি থামবে বা থামতে পারে।]

২. I think Donald Trump will win the US Presidential election. [আমার মনে হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হবে।]

ভবিষ্যৎ সত্য বা বাস্তব কিছু প্রকাশ করতে। [to state a future fact or fact] নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন :

1. The Sun will rise at 7 am. [৭টায় সূর্যোদয় হবে।]

2. Oil will float on water. [তেল পানিতে ভাসবে।]

কাউকে কোনো আদেশ প্রদান করতে। [to give a command.]

1. You will report to the Boss at eight o’clock tomorrow.[আগামীকাল সকাল ৮টায় তুমি বসের নিকট রিপোর্ট করবে।]

প্রতিশ্রুতি, অনুরোধ, প্রত্যাখ্যান, আগ্রহ প্রকাশ করতে [To express promises /requests /refusal /willingness]

1. I’ll help you with your homework. [তোমার হোমওয়ার্কে আমি সাহায্য করব। প্রতিশ্রুতি ব্যক্ত করছে।]

2. Will you give me a hand? [তুমি আমাকে সাহায্য করবে? অনুরোধ প্রকাশ করছে।]

3. I will give up smoking. [আমি ধূপমান ছেড়ে দেব। আগ্রহ বা ইচ্ছা প্রকাশ করছে।

4. He will give up his current লড়ন.

[সে তার বর্তমান চাকরি ছেড়ে দেবে। আগ্রহ প্রকাশ করছে।]

ভবিষ্যতে কোনো কিছু করার আগ্রহ প্রকাশ করতে। [to express willingness to do something in the future.]

1. I will help you clear the rat-infested storeroom in a moment.[মুহূর্তের মধ্যে ইঁদুর আক্রান্ত স্টোররুম পরিস্কার করতে আমি তোমাকে সাহায্য করব।]

কথা বা আলাপের মুহূর্তে তাত্ক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয়া বোঝাতে [to make a sudden decision at the moment of speaking.]

1. There’s a noise outside. I will go and check.

2. I’m cold. I’ll close the window.

ভবিষ্যৎ বোঝাতে Be to এর ব্যবহার : ভবিষ্যতে অবশ্যই ঘটতে যাচ্ছে এমন কোনো কিছু বোঝাতে আমরা be to + infinitive ব্যবহার করি। দিকনির্দেশনা, বাধ্যবাধকতা এবং কোনো আয়োজন বা ব্যবস্থা বোঝাতে এটি ব্যবহূত হয়। [Be to (am/is/are/ was/were + infinitive) refers to an action that is to take place in the future. It is used for instructions, obligation and something that is arranged. However, other forms of usage are possible.] নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন :

1. You are not to answer any questions from any one of the reporters. (instruction) [কোনো প্রতিবেদকের কোনো প্রশ্নের উত্তর আপনি দিবেন না। আদেশ বা নির্দেশনা বোঝাচ্ছে। ]

2. You are to hand this packet over to him before noon. (obligation) [দুপুরের আগে আপনাকে এই প্যাকেটটি তার কাছে হস্তান্তর করতে হবে।]

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর