রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

বাংলা প্রথমপত্র

ফারুক আহম্মদ, সহকারী শিক্ষক

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা 

 

অধ্যায় : পড়ে পাওয়া

—বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ‘পড়ে পাওয়া’ গল্প থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর ছাপানো হলো:

১.   বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

     ক. ১৮৮৪  খ. ১৮৯৪       গ. ১৮৯৯  ঘ.  ১৯০৭

২.   বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোন গ্রামে?

     ক. দুমকা   খ. ফতেপুর  

     গ. মুরাতিপুর       ঘ. বারাকপুর 

৩.   বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনায় নিখুঁতভাবে অঙ্কিত হয়েছে—

     র. প্রকৃতির অনাবিল সৌন্দর্য

     রর.  সাধারণ মানুষের জীবনাচরণ

     ররর. রাজা-বাদশাদের জীবনাচারণ

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii                      

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৪.   ‘পথের পাঁচালী’ কোন ধরনের রচনা?

     ক. কাব্যগ্রন্থ   খ. উপন্যাস  গ. প্রবন্ধ  ঘ. নাটক

৫.   বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনটি কিশোর উপন্যাস?

     ক. চাঁদের পাহাড়    খ. অপরাজিতা

     গ. মৌরীফুল ঘ. স্মৃতির রেখা

৬.   ‘পড়ে পাওয়া’ কোন ধরনের রচনা?  

     ক. কিশোর উপন্যাস   খ. কিশোর গল্প    

     গ. কিশোর কবিতা    ঘ. কিশোর নাটিকা

৭.   বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় কত সালে?

     ক. ১৯২৮  খ. ১৯৩৮     গ. ১৯৫০   ঘ. ১৯৬০

৮.   ‘পড়ে পাওয়া’ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

     ক. চাঁদের পাহাড়    খ. পথের পাঁচালী   

     গ. নীলগঞ্জের ফালমান সাহেব 

     ঘ. দেওঘরের স্মৃতি

৯.   অনাদৃত অর্থ কী?

     ক. অবহেলিত খ. অসহায়  

     গ. চমৎকার ঘ. অলংকার

১০.  ‘পড়ে পাওয়া’ গল্পে কিশোরদের মধ্যে পাওয়া যায়—

     i. সততা ii.  কর্তব্যপরায়ণতা

     iii. নৈতিকতা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii    খ. i ও iii                       গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১১.  ধানের খড়ের স্তূপকে কী বলা হয়?

     ক. চণ্ডীমণ্ডপ  খ. বিচুলিগাদা                  গ. বেরিবেরি ঘ. বোষ্টম

১২.  কাপালিরা কোন সম্প্রদায়ের লোক?

     ক. মুসলমান  খ. খ্রিস্টান  গ. হিন্দু   ঘ. ইহুদি

১৩.বিধু, সিধু, তিনু ও বাদল কখন নাইতে গিয়েছিল?

     ক. সকালে  খ. দুপুরে    গ. বিকালে  ঘ. সন্ধ্যায়

১৪.  বিধু, সিধু, তিনু ও বাদল কোথায় নাইতে গিয়েছিল?

     ক. পুকুরে    খ. বাঁওরে              

     গ. হাওড়ে    ঘ. নদীর ঘাটে

১৫.  কিশোরদের দলের মধ্যে বড় কে ছিল?

     ক. বিধু খ. সিধু      গ. তিনু       ঘ. বাদল

১৬.  কোন আকাশে ক্ষীণ গুড়গুড় আওয়াজ শোনা গিয়েছিল?

     ক. পশ্চিম   খ. পূর্ব       গ. উত্তর    ঘ. দক্ষিণ

১৭.  নিধুকে কে ধমক দিয়েছিল?

     ক. বিধু   খ. সিধু          গ. তিনু   ঘ. বাদল

১৮.‘বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস’- এখানে ‘মেঘ ডাকা’ কথাটিতে প্রকাশ পেয়েছে—

     ক. ঝগড়ার আভাস   খ. বন্যার আভাস               গ. বিপদের আভাস   ঘ. ঝড়ের আভাস

১৯.  এখন জলে নামব না বলতে কী বোঝানো হয়েছে?

     ক. আম কুড়াতে যাবে    খ. ঘুড়ি উড়াতে যাবে               

     গ. দল বেঁধে মাঠে যাবে                                 ঘ. বৃষ্টিতে ভিজতে যাবে

২০. কালবৈশাখীর ঝড় মানে—

     i. আম কুড়ানো ii. বৃষ্টিতে ভেজা

     iii. নাইতে যাওয়া

     নিচের কোনটি সঠিক?

     ক. i   খ. i ও iii  গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

উত্তরমালা: ১.খ ২.ঘ ৩.ক  ৪.খ ৫.ক  ৬.খ ৭.গ ৮.গ ৯.ক ১০.ঘ ১১.খ ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.ঘ ১৯. ক ২০.ক।

সর্বশেষ খবর