রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এসো সহজে ইংরেজি শিখি

শরীফ খান

এসো সহজে ইংরেজি শিখি

ভবিষ্যতে কোনো কিছু সংঘটিত হবে বা ঘটবে বোঝাতে আমরা সাধারণত simple future tense ব্যবহার করি। বিভিন্ন উপায়ে আমরা তা প্রকাশ করতে পারি যা নিয়ে ইতিমধ্যে আলোচনা  হয়েছে। ভবিষ্যত্ আমরা আরও বিভিন্নভাবে ব্যক্ত করতে পারি যা নিয়ে আজ আলোচনা করা হলো।

ভবিষ্যত্ বোঝাতে be going to ব্যবহৃত হয় :

কোনো কিছু করা বা না করার সিদ্ধান্ত বা ইচ্ছা ইতিমধ্যে নেওয়া হয়েছে বোঝাতে আমরা be going to ব্যবহার করি। [Intention or decision already made to do or not to do something.]

উদাহরণগুলো দেখুন :

1. They are going to move to Dhaka next month. [আগামী মাসে তারা ঢাকায় স্থানান্তর হতে যাচ্ছে। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে বোঝাচ্ছে।]

বর্তমান অবস্থার ভিত্তিতে ফলাফল সম্পর্কে ভবিষ্যদ্বাাণী বা পূর্বাভাস দিতে এটি ব্যবহৃত হয়। [Prediction of an outcome based on current situation.] ভবিষ্যত্বাণী করতে আমরা willI ব্যবহার করতে পারি যা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। নিচের উদাহরণটি দেখুন :

1. Look at the overcast sky. It is going to rain hard. [মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকান। ভারি বর্ষণ হতে যাচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তাই ভারি বর্ষণ হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে।]

নিকট ভবিষ্যত্ সম্পর্কিত কোনো পরিকল্পনা বা আয়োজন ঠিক যখন কথা বলা হচ্ছে তার আগেই নেওয়া হয়েছে বোঝাতেও আমরা be going to  ব্যবহার করি। [Plans or arrangements for the near future that are made prior to the time of speaking.] নিচের উদাহরণটি লক্ষ্য করুন :

1. We are going to visit the Mirpur zoo on Wednesday.[আমরা বুধবার মিরপুর চিড়িয়াখানা পরিদর্শন করতে যাচ্ছি।]

কোনো কিছু ঘটার বা হওয়ার সম্ভাবনা রয়েছে বোঝাতেও আমরা be going to ব্যবহার করি। [We use be going to when we can see that something is likely to happen.] উদাহরণটি দেখুন :

1. Be careful! You are going to fall. [সাবধান হও! তুমি পড়তে যাচ্ছ। অর্থাত্ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সাবধান হতে বলা হচ্ছে। তাই আমরা be going to ব্যবহার করেছি।]

এছাড়াও বিভিন্নভাবে আমরা ভবিষ্যত্ প্রকাশ করতে পারি। নিচে সেগুলো নিয়েই আলোচনা করা হলো :

ভবিষ্যত্ বোঝাতে অর্থাত্ ভবিষ্যতে কোনো কিছু সংঘটিত হবে বোঝাতে আমরা প্রায়শই কয়েকটি ক্রিয়া যেমন would like, plan, want, mean, hope, expect ব্যবহার করে থাকি। [We often use verbs like would like, plan, want, mean, hope, expect to talk about the future]. নিচের বাক্যগুলো দেখুন :

1. What are you going to do next year? I’d like to go to University. [তুমি আগামী বছর কী করতে যাচ্ছ? আমি পড়াশোনার জন্য ইউনিভার্সিটিতে যেতে চাই।]

2. We plan to go to London for our holidays. [ছুটি কাটাতে আমরা লন্ডন যাওয়ার পরিকল্পনা করছি।]

3. Sayma wants to buy a new car. [সায়মা একটি নতুন গাড়ি কিনতে চায়।]

ভবিষ্যত্ বোঝাতে সময়বাচক শব্দযুক্ত বাক্যাংশে আমরা present tense ব্যবহার করি। [In clauses with time words like when, after and until we often use a present tense form to talk about the future.] নিচের উদাহরণগুলো দেখুন :

1. I will come home when I finish work. [কাজ শেষে বা যখন কাজ শেষ হবে তখন আমি বাসায় ফিরব।]

2. You must wait here until your father comes. [তোমার বাবা না আসা পর্যন্ত তোমাকে এখানে অপেক্ষা করতে হবে।]

3. They are coming after they have had dinner.

4. I will resume work when I have breakfast.  [প্রাতঃভোজ শেষে আমি পুনরায় কাজ শুরু করব।]

ভবিষ্যত্ বোঝাতে রভ যুক্ত বাক্যাংশের সঙ্গে আমরা present tense ব্যবহার করি| [In clauses with if we often use a present tense form to talk about the future.]

1. We won’t be able to go out if it rains. [বৃষ্টি হলে আমরা বাইরে যেতে পারব না।]

2. If Barcelona win tomorrow, they will be champions. [বার্সেলোনা আগামীকাল জিতলে চ্যাম্পিয়ন হবে।]

ভবিষ্যত্ পরিকল্পনা, আগ্রহ ও ইচ্ছার ওপর জোরারোপ করতে be going to বা present continuous tense এর পরিবর্তে Avgiv future continuous tense ব্যবহার করতে পারি। [We can use future continuous instead present continuous for emphasis when we talk about plans, intentions etc.] উদাহরণ:

1. They’ll be coming to see us next week. [আগামী সপ্তাহেই তারা আমাদের দেখতে আসছে।]

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর