শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এসো সহজে ইংরেজি শিখি

শরীফ খান

এসো সহজে ইংরেজি শিখি

Present perfect continuous tense এর ব্যবহার  Present perfect continuous tense কে present perfect progressiveও বলা হয়। প্রধানত দুটি ক্ষেত্রে বা দুটি প্রধান সময়ে আমরা এই tense ব্যবহার করে থাকি। তবে stative verb এর সঙ্গে আমরা present perfect tense ব্যবহার করলেও কখনোই Present perfect continuous tense ব্যবহার করি না।

যে দুটি সময় আমরা এই tense ব্যবহার করি তা নিয়ে নিচে আলোচনা করা হলো : [There are two main times we use this tense.]

কোনো অসমাপ্ত কাজ বা অবস্থা কত সময় ধরে চলছে বা বিদ্যমান আছে বোঝাতে since ও for এর সঙ্গে আমরা present perfect progressive ব্যবহার করি। একই অবস্থায় আমরা present perfect tenseও ব্যবহার করি তবে সেক্ষেত্রে ক্রিয়াটি অবশ্যই stative verb হতে হয়। নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন :

1. I’ve been living in Dhaka for ten years.[আমি দশ বছর ধরে ঢাকায় বসবাস করছি।]

2. She’s been working here since 2004.[ সে ২০০৪ সাল থেকে এখানে কাজ করছে।]

3. We’ve been waiting for the bus for hours. [আমরা কয়েক ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি।]

তবে 1. I have known him for ten years.

not : I have been knowing him for ten years. কারণ শহড় িহচ্ছে একটি stative verb । তাই আমরা এর সঙ্গে present perfect tense ব্যবহার করেছি।

কোনো একটি অ্যাকশন এইমাত্র সমাপ্ত বা শেষ হয়েছে বা থেমে গেছে এবং যার ফলাফল বর্তমানে দৃশ্যমান বা অনুভূত হচ্ছে বোঝাতেও আমরা Present perfect continuous tense ব্যবহার করি। একই অবস্থায় Avgiv present perfect tenseও ব্যবহার করে থাকি যা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। [With actions which have just stopped and have a result, which we can often see, hear, or feel, in the present (focus on action), we can also use Present perfect continuous tense instead of present perfect tense. (See the present perfect for a similar use which focuses on the result of the action)] নিচের বাক্যগুলো দেখুন :

1. I’m so tired, I’ve been studying. [আমি খুবই ক্লান্ত, (কারণ) আমি পড়াশোনা করছিলাম। [পড়ার কাজটি এইমাত্র বা খুব অল্প সময় পূর্বে শেষ হয়েছে বোঝাচ্ছে।]

2. I’ve been running, so I’m really hot.

3. It’s been raining, the pavement is wet.[বৃষ্টি হচ্ছিল তাই ফুটপাত ভেজা। একটু আগে বৃষ্টি হয়েছে বোঝাচ্ছে।]

4. I’ve been reading your book, it’s very good. [আমি তোমার বইটি পড়েছি; এটা খুবই ভালো একটা বই।] 

উপরোক্ত অবস্থায় আমরা present perfect tenseও ব্যবহার করতে পারি। যেমন—

1.  It has just rained, the pavement is wet. 

2.  I have read your book. It’s really good.

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর