বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ডেন্টালে ভর্তির আবেদন শুরু

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ডেন্টাল [বিডিএস] কোর্সে প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া গত ১৫ অক্টোবর থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৪ অক্টোবর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত। আবেদন ফি এক হাজার টাকা টেলিটক সিম সংবলিত প্রিপেইড সংযোগের মাধ্যমে প্রদান করা যাবে।  ২০১৩ বা ২০১৪ সালে এসএসসি বা সমমান পরীক্ষা এবং ২০১৫ বা ২০১৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল আবেদন করতে পারবে। সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ ৯ থাকতে হবে। তবে সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে উভয় পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ ৮ হলেও চলবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫ এর নিচে হলে চলবে না। সেইসঙ্গে উল্লেখ্য যে সব ধরনের শিক্ষার্থীদেরই এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে প্রাপ্ত জিপিএ ন্যূনতম ৩.৫ হতে হবে। মোট ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জীববিজ্ঞানে ৩০ নম্বর, রসায়ন বিজ্ঞানে ২৫, পদার্থবিদ্যায় ২০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ১০ নম্বর থাকবে।  প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে। সেইসঙ্গে ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো পরীক্ষার্থী পাসের অযোগ্য বলে বিবেচিত হবে। অনলাইনে আবেদনের জন্য ভিজিট http://dghs.teletalk.com.bd. বিস্তারিত তথ্য পেতে ভিজিট www.dghs.gov.bd; www.mohfw.gov.bd.

সর্বশেষ খবর