শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
উচ্চশিক্ষা

ব্রিটিশ প্রযুক্তি ডিগ্রি এখন ডিআইএ

শিক্ষা ডেস্ক

দেশেই ব্রিটেনের গ্রীনিচ বিশ্ববিদ্যালয়ের বিএসসি অনার্স ইন বিজনেস ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে ঢাকার পান্থপথের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি ডিআইএ। এককথায়, প্রোগ্রামটি হচ্ছে অল্প খরচে দেশেই বিদেশি ডিগ্রি অর্জনের সুযোগ। মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর এই ৪টি সেশনে প্রেগ্রামটি করা যায়। চাকরিজীবীদের জন্যও রয়েছে সান্ধ্যকালীন শিফট। আরও জানতে ফোন  ০১৭১৩৪৯৩১৬৩। ভিজিট www.daffodil.ac যে কোনো গ্রুপে এইচএসসি/এ লেভেল অথবা সমমান উত্তীর্ণরা প্রোগ্রামটি করতে পারে। এছাড়া ৪ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারীরাও দুই বছরে প্রোগ্রামটি শেষ করতে পারবে। মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ১০-১০০ শতাংশ পর্যন্ত ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তির সুবিধা। এছাড়া মুক্তিযোদ্ধা ও স্কুল শিক্ষকের সন্তান এবং মেয়েদের জন্য রয়েছে বিশেষ বৃত্তি। প্রোগ্রামটি ব্রিটেনে করতে খরচ পড়বে ৮০-৯০ লাখ টাকা অথচ ডিআইএতে মাত্র ৮ লাখ টাকায় এটি করা যায়। খরচ মাসিক কিস্তিতেও পরিশোধ করা যায়।

সর্বশেষ খবর