রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জেএসসি বাংলা দ্বিতীয়পত্রের মডেল টেস্ট

(রচনামূলক ও নৈর্ব্যক্তিক) ফারুক আহম্মদ, সহকারী শিক্ষক আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

জেএসসি বাংলা দ্বিতীয়পত্রের মডেল টেস্ট

 রচনামূলক

১। (ক) সারাংশ  লিখ :    ৫

কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কী জন্ম নেয় মানুষের মতো? বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি এক হাজার বছর আগে তা ঠিক এমন ছিল না। সে ভাষায় এ দেশের মানুষ কথা বলত, গান গাইত, কবিতা বানাত। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার।

অথবা, (খ) সারমর্ম লেখ :

সাম্যের গান গাই-

আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই।

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির- কল্যাণকর

অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

বিশ্বে যা কিছু এলো পাপ-তাপ বেদনা অশ্রুবারি

অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।

জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান

মাতা ভগ্নি ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।

কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,

কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।

কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা,

বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?

কোনো কালে একা হয়নি কোনো জয়ী পুরুষের তরবারি,

প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী।

 

২। যে কোন একটি ভাব-সম্প্রসারণ কর :    ৫

     (ক) বাংলার ইতিহাস এ দেশের মানুষের রক্ত দিয়ে

           রঞ্জিত করার ইতিহাস

     (খ)  জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে

           চিরস্থির কবে নীর হয় রে জীবন নদে?

৩।   (ক) অনুধাবন শক্তি পরীক্ষা : ৫

     স্থান, কাল ও সমাজভেদে ভাষার রূপভেদ হয় বলে পৃথিবীর সব দেশের সব জনগোষ্ঠীর মানুষের ভাষা এক নয়। আবার একই ভাষার এক হাজার বছর আগের রূপ আর আজকের রূপ হুবহু মেলে না। সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষারূপের এই পরিবর্তন হয়। এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবহমান নদীর সঙ্গে তুলনা করা হয়।

     ক. পৃথিবীতে কত হাজার ভাষা প্রচলিত আছে। ১   

     খ. ভাষাকে প্রবহমান নদীর সঙ্গে তুলনা করা হয় কেন? ২   

     গ. ‘পৃথিবী’ শব্দের দুইটি প্রতিশব্দ দিয়ে বাক্য তৈরি কর। ২

     অথবা

     (খ) অনুচ্ছেদ  লেখ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

৪.   (ক) মনে কর তুমি নিবিড়। তোমার বন্ধুর নাম রাহুল। সে খুলনায় থাকে। 

     বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লেখ।

অথবা (খ) সম্প্রতি তোমার বাবার বদলি হয়েছে। তাই তোমাকেও তার সঙ্গে চলে যেতে হবে। এজন্য ছাড়পত্র চেয়ে তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে একখানা দরখাস্ত লেখ।

 

৫।   যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর :    ১০

     ক. অধ্যবসায় : সংকেত : সূচনা, অধ্যবসায় কী, ছাত্রজীবনে অধ্যবসায়, অধ্যবসায় ও প্রতিভা, অধ্যবসায়ের উদাহরণ, উপসংহার]।

     খ. স্বদেশপ্রেম : সংকেত : সূচনা, স্বদেশপ্রেমের সংজ্ঞার্থ, স্বদেশ প্রেমের অনুভূতি, ছাত্রজীবনের স্বদেশ প্রেম, বাঙালির স্বদেশ প্রেম, স্বদেশ প্রেম ও বিশ্বপ্রেম, উপসংহার]।

     (গ) বাংলাদেশের কৃষক : [সংকেত : সূচনা, কৃষকের অতীত অবস্থা, বর্তমান অবস্থা, কৃষকের উন্নয়ন, উপসংহার]।

    

নৈর্ব্যক্তিক অভিক্ষা : ২০

১.   অঞ্চলিক ভাষার অপর নাম কী?

     ক. সাধু ভাষা       খ. চলিত ভাষা      গ. অঞ্চলিক ভাষা    ঘ. উপভাষা

২.   অদ্যপি এর চলিত ভাষা কোনটি?

     ক. আজ      খ. আজও     গ. আদি     ঘ. আজকাল

৩.   অভিধান এখানে ‘অ’ এর উচ্চারণ কেমন?

     ক. স্বাভাবিক        খ. অস্বাভাবিক      গ. বিকৃত   ঘ. সংক্ষেপ 

৪.   য, য়, শ-এর উচ্চারণ স্থান কোনটি?

     ক. কণ্ঠ্য     খ. তালব্য   গ. মূর্ধন্য    ঘ. ওষ্ঠ্য

৫.   স-জাত বিসর্গসন্ধি  কোনটি?

     ক. পুনর্মিলন খ. পুনর্জন্ম  গ. পুনর্বার   ঘ. নমস্কার

৬.   উন্নত প্রাণীবাচক শব্দ কোন বহুবচনে ব্যবহূত হয়? 

     ক. রাজি     খ. বর্গ      গ. সকল     ঘ. মালা

৭.   ‘শ্রবণ’ কোন বিশেষ্য পদের উদাহরণ?

     ক. নামবাচক       খ. শ্রেণিবাচক গ. সমষ্টিবাচক ঘ. ভাববাচক

৮.   নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?

     ক. কবিরাজ  খ. সত্মা     গ. দাই     ঘ. সতীন

৯.   জীবজন্তুর ধ্বনির অনুকার কোনটি?

     ক. ভেউ ভেউ       খ.  ঘেউ ঘেউ      গ. ঘচাঘচ    ঘ. কুট কুট

১০.  সাইরেন বেজে উঠল- কোন ক্রিয়া?

     ক. সকর্মক  খ. অকর্মক  গ. দ্বিকর্মক   ঘ. যৌগিক ক্রিয়া

১১.  মৌলিক ধাতুর অপর নাম কী?

     ক. ণিজন্ত ধাতু      খ.  নাম ধাতু      গ. সিদ্ধ ধাতু       ঘ. সাধিত ধাতু

১২.  দুঃখ এবং বিপদ একসঙ্গে আসে- কোন বাক্যের উদাহরণ?

     ক. সরল  খ. জটিল গ. মিশ্র     ঘ. যৌগিক

১৩.  আমি হব সকাল বেলার পাখি- কোন কালের উদাহরণ?

     ক. সাধারণ ভবিষ্যৎ        খ. ঘটমান ভবিষ্যৎ       

     গ. পুরাঘটিত ভবিষ্যৎ       ঘ. সাধারণ অতীত

১৪.  হাইফেনকে বাংলায় কোন চিহ্ন বলা হয়?

     ক. সংযোগচিহ্ন      খ.  লোপচিহ্ন       গ.  বিকল্পচিহ্ন      ঘ.  কোলনচিহ্ন

১৫.  অভিধান শব্দের অর্থ কী?

     ক. শুদ্ধতার প্রতীক    খ. বানানের প্রতীক 

     গ. উচ্চারণের প্রতীক        ঘ. উৎস

১৬.  ‘প্রকাশ’-এর বিপরীত শব্দ  কোনটি?

     ক. বিকাশ  খ.  গোপন   গ. উজ্জ্বল    ঘ. উত্তম

১৭.  ‘পালের গোদা’ বাগ্ধারাটির অর্থ কী?

     ক. অকাট মূর্খ      খ. অপদার্থ   গ. দলপতি  ঘ. সুখে থাকা

১৮.  ‘রবি’-এর সমার্থক শব্দ  কোনটি?

     ক. কেশ     খ. ঢেউ     গ. দিবাকর        ঘ. শশাঙ্ক

১৯.  মিনা ইংরেজিতে পাকা-এখানে পাকা শব্দের অর্থ কী?

     ক. পরিপক্ব        খ. নিপুণ   গ. পুরোপুরি  ঘ. অপূর্ণ

২০. সঠিক বানান কোনটি?

     ক. বিদেশী   খ. সোনালী   গ. বুদ্ধিমতী  ঘ. গিতাঞ্জলী

সর্বশেষ খবর