রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এসো সহজে ইংরেজি শিখি

শরীফ খান

এসো  সহজে ইংরেজি শিখি

Future perfect tense এর ব্যবহার

ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো কিছু সংঘটিত বা কোনো কিছু সম্পন্ন  হয়ে থাকবে বোঝাতে আমরা প্রধানত Future Perfect tense ব্যবহার করি।[We use the Future Perfect tense to talk about actions that will be finished before some point in the future. We also use this tense to express situations that will last for a specified period of time at a definite moment in the future. The last use is to express certainty that an action was completed.]

প্রধানত তিনটি ক্ষেত্রে বা তিনটা অবস্থা বোঝাতে আমরা এই tense ব্যবহার করি। যেমন ভবিষ্যতে কোনো একটি নির্ধারিত সময়ের পূর্বে কোনো কিছু সম্পন্ন হওয়া বোঝাতে [Completion before a specified point in the future],  কোনো একটি ঘটনা বা অবস্থা ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময় ধরে স্থায়ী হওয়া বোঝাতে [ Actions or situations that will last in the future (for a specified time)] এবং নিকট অতীতে কোনো কিছু সংঘটিত বা সম্পন্ন হয়েছে এ ব্যাপারে নিশ্চয়তা বা আস্থা বোঝাতে [Certainty that an action was completed]

নিচে এই তিনটি ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো : 

ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময় বা মুহূর্তের পূর্বে কোনো কিছু সম্পন্ন হয়ে থাকবে বোঝাতে আমরা প্রথমত Future Perfect tense ব্যবহার করি। [The first use of this tense is to talk about future actions that will be finished before some specified point in the future.] নিচের উদাহরণগুলোর মাধ্যমে তা পরিষ্কার হওয়া যাক :

1. Before they come, we will have cleaned up the house. [তারা আসার পূর্বে আমরা বাড়িটি পরিস্কার করে ফেলব বা পরিষ্কার করে থাকব।]

2. Jonny will have eaten the whole cake, by the time the birthday party starts! [জন্মদিনের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই জনি পুরো কেকটি খেয়ে থাকবে।]

3. I will have graduated from university by December. [ডিসেম্বর নাগাদ আমি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন সম্পন্ন করে থাকব। অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যে যে আমার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়ে থাকবে তা বোঝাচ্ছে। এককথায় ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু সম্পন্ন হয়ে থাকবে বোঝাচ্ছে। তাই আমরা Future Perfect tense ব্যবহার করেছি।]

ভবিষ্যতে একটি সময়ব্যাপী কোনো কিছু বা কোনো অবস্থা বিদ্যমান, ঘটমান বা বিরাজমান থাকবে বোঝাতেও আমরা Future Perfect tense ব্যবহার করি। [We also use this tense to express situations that will last for a specified period of time at a definite moment in the future.] নিচের উদাহরণগুলো দেখুন :

1. By the next year, I will have known Monira for 30 years. [আগামী বছর নাগাদ তিরিশ বছর ধরে আমার মনিরার সঙ্গে সম্পর্ক বা জানাশোনা থাকবে। অর্থাৎ আগামী বছরের মধ্যে মনিরার সঙ্গে আমার সম্পর্কের মেয়াদ দাঁড়াবে ৩০ বছর।]

2. Patel will have lived in Hong Kong for 20 years by 2020. [২০২০ সাল নাগাদ পাটেল হংকংয়ে ২০ বছর ধরে বসবাস করে থাকবে।]

নিকট অতীতে কোনো কিছু ঘটেছে এ বিষয়ে নিশ্চয়তা, আস্থা বা বিশ্বাস বোঝাতেও আমরা Future Perfect tense ব্যবহার করি। [We also use it to express conviction or certainty that something happened in the near past. (Certainty About the Near Past)] উদাহরণগুলো লক্ষ্য করুন:

 

1. The train will have left by now. (I’m sure the train has left) [এর মধ্যে ট্রেনটি ছেড়ে গিয়ে থাকবে। অর্থাৎ ‘আমি নিশ্চিত যে ট্রেনটি ছেড়ে গেছে’ এর দ্বারা তা বোঝাচ্ছে।]

2. The guests will have arrived at the hotel by now. (I’m sure the guests have arrived at the hotel) [এ সময়ের মধ্যে অতিথিরা হোটেলটিতে উপস্থিত হয়ে থাকবেন। অর্থাৎ আমি নিশ্চিত যে তারা ইতিমধ্যে হোটেলটিতে উপস্থিত হয়ে গেছে এর দ্বারা তা বোঝাচ্ছে।]

লক্ষণীয় যে আমরা Future Perfect tense এর সঙ্গে সাধারণত নিম্নোক্ত Time expressions ব্যবহার করে থাকি।  যেমন By, By the time, Before, By tomorrow/7 o’clock/next month and Until/till.         

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর