রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

মো. শামসুল আলম, শিক্ষক, বিসিএস গাইডলাইন

৪০.  ‘বিটিভি ওয়ার্ন্ড’ স্যাটেলাইট সম্প্রচার শুরু করে?

     ক. ১১ এপ্রিল, ২০০৪         খ. ১১ জুন, ২০০৪

     গ. ১ জুন ২০০৪            

     ঘ. ১ ডিসেম্বর, ২০০৪

৪১.  সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হয়?

     ক. ১৯৭৯     খ. ১৯৮৯    

     গ. ১৯৬৯      ঘ. ১৯৯৯

৪২.  উপমহাদেশের প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কোন আমলে?

     ক. রাজপুত্র    খ. পাকিস্তান

     গ. মোঘল     ঘ. শায়েস্তা খাঁর

৪৩.  বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?

     ক. টঙ্গি      খ. কোনাবাড়ি গ. যশোর    ঘ. গাজীপুর

৪৪.  বাংলাদেশের প্রথম মহিলা ভাস্কর—

     ক. নভেরা আহমদ         খ. আফিয়া আক্তার

     গ. সুরাইয়া মান্নান         ঘ. আমিরাহ হক

৪৫.  বাংলাদেশে প্রথম বিশ্ব ইজতেমা শুরু হয় কত সালে?

     ক. ১৯৩১    খ. ১৯৪৬

     গ. ১৯৬২       ঘ. ১৯৮৪

৪৬.  ‘আইনের শাসন’ কথাটি সংবিধানের কোথার উল্লিখিত আছে?

     ক. ১ম তফসিলে         

খ. ২য় তফসিলে

     গ. ২৭ অনুচ্ছেদে ঘ. প্রস্তাবনায়

৪৭.  ‘বাক স্বাধীনতা’ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লিখিত আছে?

     ক. ৩৩(২)    খ. ৩৫(১)     গ. ৩৯ (২)ক  ঘ. ৩৯ (২) খ

৪৮.  ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়?

     ক. ৯৪  খ. ৯৫ গ. ৯৬   ঘ. ৯৭

৪৯.  উত্তর বঙ্গের প্রবেশদ্বার বলে

     ক. চাঁপাইনবাবগঞ্জ খ. রাজশাহী     গ. নাটোর          ঘ. বগুড়া

 

উত্তরমালা : ৪০.ক ৪১.ক ৪২. গ ৪৩.খ ৪৪.ক ৪৫.খ ৪৬.ঘ ৪৭.গ ৪৮.গ   ৪৯.ঘ

সর্বশেষ খবর