শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এসো সহজে ইংরেজি শিখি

শরীফ খান

এসো  সহজে ইংরেজি শিখি

Simple past tense এর ব্যবহার

অতীতে কোনো একটি সময়ে কোনো কিছু সম্পন্ন বা সংঘটিত হয়েছে কিংবা ঘটেছে বোঝাতে আমরা সাধারণত simple past tense ব্যবহার করি। ঘটনাটির সময়কাল নিকট বা দূরবর্তী অতীত হতে পারে।  তবে এক্ষেত্রে সময়ের ব্যাপ্তি অর্থাৎ ঘটনাটি কতক্ষণ ধরে ঘটেছে তা গুরুত্বপূর্ণ নয়। [The simple past is used to talk about a completed action in a time before now. Duration is not important. The time of the action can be in the recent past or the distant past.]

যেসব ক্ষেত্রে বা যখন আমরা Simple past tense ব্যবহার করি [here’s when we use this tense] :

 ১. কোনো কিছু অতীতে মাত্র একবার সংঘটিত হয়েছে বা ঘটেছে বোঝাতে আমরা Simple past tense ব্যবহার করি। [We use the past tense to talk about something that happened once in the past.] wনচের উদাহরণগুলো দেখুন :

1. I met him in 2010. [তার সঙ্গে আমার ২০১০ সালে সাক্ষাৎ হয়েছিল বা ২০১০ সালে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। ]

2. We went to Spain for our holidays.

3. They got home very late last night. [গত রাতে তারা বেশ দেরিতে বাড়ি পৌঁছেছিল।]

কোনো কিছু যা অতীতে বারবার ঘটেছে বা সংঘটিত হয়েছে বোঝাতেও আমরা এই ঃবহংব ব্যবহার করি। [We use the past tense also to talk about something that happened again and again in the past.] নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন :

1. When I was a boy I walked a mile to school every day. [যখন আমি বালক ছিলাম তখন প্রতিদিন এক মাইল হেঁটে স্কুলে যেতাম।]

2. We swam a lot while we were on holiday. [ছুটিতে আমরা অনেক সাঁতার কেটেছিলাম।]

3. They always enjoyed visiting their friends. [বন্ধুদের দেখতে যাওয়াটা তারা সবসময় উপভোগ করেছিলাম।]

অতীতে কোনো কিছু একটা সময় ধরে বিদ্যমান ছিল বা ঘটেছিল বোঝাতেও আমরা Simple past tense ব্যবহার করি। [We also use the past tense to talk about something that was true for some time in the past.]  ˆযমন :

1. I lived abroad for ten years. [আমি দশ বছর বিদেশে বসবাস করেছিলাম।]

2. He enjoyed being a student.

3. She played a lot of tennis when she was younger.[ˆযৗবনকালে সে প্রচুর টেনিস খেলেছিল।]

অতীতে সমাপ্ত কোনো কাজ যেটির বর্তমানের সঙ্গে কোনো যোগসূত্র নেই বোঝাতে। [Finished events in the past with no connection to the present.] নিচের বাক্যদুটি দেখুন :

1. Leonardo painted the Mona Lisa.

2. The Vikings invaded Britain.

সমাপ্তিকর সময়নির্দেশক শব্দের সঙ্গেও আমরা Simple past tense  ব্যবহার করি। [We use it with a finished time word like yesterday, last week, at 2 o’clock, in 2003 etc.]

1. I went to the cinema yesterday. [আমি গতকাল সিনেমা হলে গিয়েছিলাম।]

2. We visited Japan in 2007. [আমরা ২০০৭ সালে জাপান সফর করেছিলাম।]

গল্প বা ঘটনাপ্রবাহ অর্থাৎ গল্প বা ঘটনার সিরিজ বোঝাতেও আমরা এই কাল ব্যবহার করি। [We use it for stories /lists of events.]  নিচের বাক্যদুটি দেখুন :

1. He went to a café, sat down and lit a cigarette. [ সে একটা ক্যাফেতে গেল, বসলো ও সিগারেট জ্বালাল।]

2. Yesterday ও went to the library, met a friend for lunch, and played tennis. [গতকাল আমি গ্রন্থাগারে গিয়েছিলাম, লাঞ্চের জন্য এক বন্ধুর সঙ্গে দেখা করলাম এবং টেনিস খেললাম।]

কোনো খবর বা ঘটনার বিস্তারিত বর্ণনা করতেও আমরা Simple past tense ব্যবহার করি। [ We also use this tense to express the details of a news.]

1. I’ve hurt my leg. I fell off a ladder when I was painting my bedroom. [আমি পায়ে ব্যথা পেয়েছি। আমার শোয়ার ঘর রঙ করার সময় আমি মই থেকে পড়ে গিয়েছিলাম। প্রথম বাক্যটি দ্বারা ঘটনা বোঝাচ্ছে। আর দ্বিতীয় বাক্যটি দ্বারা ঘটনার বিস্তারিত বলা হচ্ছে। তাই আমরা দ্বিতীয় বাক্যটিতে Simple past tense ব্যবহার করেছি। ]

2. I’ve been on holiday. ও went to Spain and Portugal. [আমি ছুটিতে ছিলাম। আমি স্পেন ও পর্তুগাল গিয়েছিলাম।]

সেকেন্ড কন্ডিশনালের অংশ হিসেবেও আমরা এটি ব্যবহার করি। [As part of the second conditional.]

1. If I won the lottery, I would buy a house in Dhaka. [আমি যদি লটারি জিততাম তাহলে ঢাকায় একটা বাড়ি কিনতাম।]

2. If she knew his phone number, she would call him. [যদি সে তার ফোন নম্বর জানত তাহলে তাকে কল দিত।]

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর