শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আপডেট

১.         জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সম্প্রতি কোন দেশটি বাদ পড়েছে?

            উত্তর : রাশিয়া

২.         আন্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন?

            উত্তর : নবম। আগামী বছরের ১ জানুয়ারি থেকে পরবর্তী ৫ বছরের জন্য তার আনুষ্ঠানিক অভিষেক হবে।

৩.        ‘নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন’ কার্যক্রমে জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে মনোনয়ন পেয়েছেন কে?

            উত্তর : কমিক চরিত্র ‘ওয়ান্ডার ওম্যান’

৪.         যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা এফবিআই’র বর্তমান প্রধান জেমস কমি সংস্থাটির কততম পরিচালক?

            উত্তর : সপ্তম

৫.         সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার মধ্যে মুক্তবাণিজ্যবিষয়ক যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে তার নাম কি?

            উত্তর : ‘কম্প্রিহেনসিভ ইকোনোমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট’ অর্থাত্ সিটা। ৩০ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

৬. এ বছর অনুষ্ঠিত ৫৮তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে দেশটির কততম প্রেসিডেন্ট নির্বাচন করা হয়?

            উত্তর : ৪৫তম

৭. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী নির্বাচনকারী ইলেক্টরাল কলেজের মোট ভোটের সংখ্যা কত?

            উত্তর : ৫৩৮।

৮. এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল’র কততম আসর অনুষ্ঠিত হচ্ছে?

            উত্তর : পঞ্চম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর