রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নবম ও দশম শ্রেণির পড়াশোনা

বিষয় : শারীরিক শিক্ষা

সুধীর বরণ মাঝি

সাবেক শিক্ষক, ড. মালেকা কলেজ, ধানমন্ডি

 

ষষ্ঠ অধ্যায়

১. কোনটির আক্রমণে এইডস রোগ হয়? 

   ক. ছত্রাক        খ. ব্যাকটিরিয়া 

গ. ভাইরাস         ঘ. এক্সাবিমা 

   ২.      ক্যান্সার কি?      

ক. দেহকোষের অস্বাভাবিক বৃদ্ধি 

খ. ছত্রাকের আক্রমণ

গ. দেহ কোষের ক্ষয়             

ঘ. জীবাণুর আক্রমণ।                                                                                         

৩.        প্রথম কত সালে এইডস শনাক্ত হয় –

    ক. ১৯৮১      খ. ১৯৮২ 

গ. ১৯৮৩          ঘ. ১৯৮৪ সালে                                                                                    

৪.         এইচআইভি ভাইরাস শরীরের কি ধ্বংস করে দেয়? 

ক. লোহিত রক্ত কণিকা   

            খ. শ্বেতরক্ত কণিকা

            গ. অণুচক্রিকা             

            ঘ. হিমোগ্লেবিন।                                                           

৫.         মাদকাসক্ত হওয়ার জন্য কাদের প্রভাব বেশি?   

  ক. ভাই-বোন    খ. বন্ধুবান্ধব 

গ. প্রতিবেশী       ঘ. স্থানীয় প্রশাসন                                                                                  

৬.        তুমি মাদক সেবনের প্রস্তাব প্রত্যাখ্যান করতে না পারলে কী করবে?      

   ক. উত্তেজিত হয়ে পড়বে 

খ. অন্যের মাধ্যমে নিষেধ করবে      গ. কৌশলে পরিস্থিতি এড়াবে

ঘ. প্রস্তাবকারীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিবে                                             

৭.         এইডস আক্রান্ত ব্যক্তির কর্মক্ষমতা কমে যাওয়া কোন ধরনের প্রভাব?   

ক. শারীরিক    খ. সামাজিক          গ. অর্থনৈতিক  ঘ. পারিবারিক                                                             

৮.        এইডস প্রতিরোধের উপায় কয়টি?  

 ক. ৫টি  খ. ৬টি  গ. ৭টি  ঘ. ৮টি                                                                                                                

৯.         কোন ভাইরাস মানবদেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা একেবারে ধ্বংস করে দেয়।    

   ক. এইডস  খ. এইচআইভি  

গ. বিপি             ঘ. টিবি  

১০.       এইচআইভি ভাইরাস মানবদেহের কোথায় থাকতে পারে?  

   ক. শিরায়  খ. মুখে  গ. রক্তে  ঘ. মস্তিস্কে

১১.       মারাত্মক ব্যাধি প্রতিরোধের উপায় কী?  

     i. ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার  ii. আবেগ প্রশমন  ররর. ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান নিচের কোনটি সঠিক 

ক. i ও ii            খ. i ও iii 

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১২.       ভাইরাস কী ?

            ক. একটি রোগের নাম     

            খ. একটি মৃতজীবী প্রাণী      গ. একটি অণুজীব          

            ঘ. এইডসের প্রতিষেধক 

১৩.      এইডস এক ধরনের—

            ক. ভাইরাসজনিত রোগ     

            খ. ব্যাকটেরিয়াজনিত রোগ     গ. ভিরিওডস জনিতরোগ

            ঘ. একটি নোমাইসিটি জনিত রোগ

১৪.       এইডস কীভাবে ছড়ায়?

            ক. বায়ুর মাধ্যমে

            খ. এইচআইভি সংক্রমিত ব্যক্তির রক্তগ্রহণের মাধ্যমে    গ. খাদ্যের মাধ্যমে  

            ঘ. হাঁচি-কাশির মাধ্যমে 

১৫.       এইডস রোগীর শেষ পরিণতি কী?  

ক. বিকলাঙ্গ              খ. অঙ্গহানি 

 গ. অকাল মৃত্যু  ঘ. প্যারালাইসিস                                                                                      

            জিকু ও পিকু দু’জনে বন্ধু। জিকুর ইনজেকশনের মাধ্যমে ড্রাগ সেবনের অভ্যাস আছে এবং সে ইতিমধ্যে এইচআইভি দ্বারা আক্রান্ত হয়েছে । সে একদিন পিকুকে ড্রাগ নেওয়ার প্রস্তাব দেয়। প্রথমদিকে অস্বীকৃতি জানালেও জিকুর পীড়াপীড়িতে পিকু রাজী হয়।      

  উদ্দীপকের আলোকে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।

১৬.      জিকুর প্রস্তাবের প্রেক্ষিতে পিকুর উচিত ছিল—    

i. প্রস্তাবের ক্ষতিকর দিক তুলে ধরা  ii.নিজের অবস্থানে দৃঢ় থাকা      

     iii.জিকুকে শাসন করা।         নিচের কোনটি সঠিক?    

   ক. i ও ii            খ. i ও iii  গ. ii ও iii    ঘ. i, ii ও iii                                                                         

১৭.       এইচআইভি কে অত্যন্ত মারাত্মক ভাইরাস বলার কারণ—        

     i. এ ভাইরাসের আক্রমনে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয়                ii. মানুষ অন্ধ হয়ে যায় 

            ররর. রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়।       নিচের কোনটি সঠিক ?   

  ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii    ঘ. i, ii ও iii                                                                                            

 উত্তরমালা  ১.গ ২.ক ৩.ক ৪.খ ৫.খ ৬.গ ৭.গ ৮.ক ৯.খ ১০.গ ১১.ঘ ১২.গ ১৩.ক ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.খ।

সর্বশেষ খবর