রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

বিষয় : সাধারণ বিজ্ঞান

নবম-দশম শ্রেণির পড়াশোনা

কাজী ইস্কান্দার আলী

সাবেক শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ

পাবলিক কলেজ, ঢাকা।

 

১.         কোন পানিতে সর্বপ্রথম জীবের উৎপত্তি হয়েছিল?

            ক. সমুদ্রের          খ. ঝরনার       

            গ. নদীর            ঘ. পুকুরের

            উত্তর : ক. সমুদ্রের

২.         সাধারণত ছেলেমেয়েদের কত বছরের সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে?

            ক. ১০-১২     খ. ১০-১৫  গ. ১০-১৯    ঘ. ১০-১৭

            উত্তর : গ. ১০-১৯

৩.        বয়ঃসন্ধিকালে যে সব পরিবর্তন ঘটে তার জন্য দায়ী কোনটি?

            ক. হরমোন         খ. সাইটোপ্লাজম

            গ. প্রোটোপ্লাজম               ঘ. গলজি দ্রব্য

            উত্তর : ক. হরমোন

৪.         বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য কোন হরমোন দায়ী?

            ক. টেস্টোস্টেরন খ.  ইট্রোজেন   

            গ. প্রজেস্টেরন     ঘ. ইট্রোজেন ও প্রজেস্টেরন

            উত্তর : ক. টেস্টোস্টেরন

৫.         বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের জন্য মেয়েদের বয়স কমপক্ষে কত বছর?

            ক. ১৮            খ. ২১       গ. ১৬        ঘ. ২০

            উত্তর : ক. ১৮

৬.        সেক্স ক্রোমোজম কত জোড়া?

            ক. ১ জোড়া          খ. ২২ জোড়া

            গ. ২৩ জোড়া        ঘ. ২ জোড়া

            উত্তর : ক. ১ জোড়া

৭.         কন্যা সন্তান জন্মের জন্য দায়ী কে?

            ক. পিতা       খ. মা      গ. শুক্রাণু     ঘ. ডিম্বাণু

            উত্তর : ক. পিতা

৮.        কোন কোন ক্রোমোজোমের মিলনে কন্যা সন্তান হয়?

            ক. xy        খ. xx       গ. Yy          ঘ. xz

            উত্তর : খ. xx   

৯.         ছেলে সন্তানের জন্য কোন ক্রোমোজোমের মিলন ঘটে?

            ক. xx         খ. xy      গ. yy       ঘ. yz

            উত্তর : খ. xy   

১০. পৃথিবীর উৎপত্তির ঘটনার প্রবাহকে বলে—

            ক. অভিব্যক্তি      খ. ইভোলিশন

            গ. জৈব অভিব্যক্তি           ঘ. রাসায়নিক অভিব্যক্তি

            উত্তর : ঘ. রাসায়নিক অভিব্যক্তি

১১.       পৃথিবীতে প্রাণী প্রজাতির সংখ্যা—

            ক. ১০ লক্ষের বেশি          খ. ১৫ লক্ষের বেশি

            গ. ২০ লক্ষের  বেশি          ঘ. ২৫ লক্ষের বেশি

            উত্তর : ক. ১০ লক্ষের বেশি

১২. পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা—

            ক. ১ লক্ষ     খ. ২ লক্ষ     গ. ৪ লক্ষ   ঘ. ৫ লক্ষ

            উত্তর : গ. ৪ লক্ষ

১৩.      তিমির ফ্লিগার ব্যবহূত হয়—

            ক. উড়ার জন্য                খ. সাঁতারের জন্য

            গ. খাবারের জন্য ঘ. শ্বাস নেওয়ার জন্য

            উত্তর : খ. সাঁতারের জন্য

১৪. সংযোগকারী জীব কোনটি?

            ক. মানুষ            খ. ব্যাঙ

            গ. প্লাটিপাস        ঘ. রাজ কাঁকড়া

            উত্তর : গ. প্লাটিপাস

১৫.       জীবন্ত জীবাশ্ম কোনটি?

            ক. ব্যাঙ খ. আর্কিওপটে রিক্স 

            গ. স্ফোনোডন    ঘ. মানুষ

            উত্তর : গ. স্ফোনোডন

১৬.      জৈব বিবর্তনের জনক কে?

            ক. অ্যারিস্টটল                খ. জেনোফেন   

            গ. ডারউইন       ঘ. ল্যামার্ক

            উত্তর : গ. ডারউইন

১৭.       ডারউইনের মতে ১ জোড়া হাতি থেকে ৭৫০ বছরে কত হাতি জন্মাবে?

            ক. ১ কোটি         খ. ১ কোটি ৩০ লক্ষ

            গ. ১ কোটি ৭০ লক্ষ          ঘ. ১ কোটি ৯০ লক্ষ

            উত্তর : ঘ. ১ কোটি ৯০ লক্ষ

১৮.      জীবকে কয়টি পর্যায়ে সংগ্রাম করতে হয়?

            ক. ১টি      খ. ২টি       গ. ৩টি         ঘ. ৪টি

            উত্তর : গ. ৩টি

১৯.       অটোজোম কতটি?

            ক. ২২টি    খ. ২৩টি     গ. ৪৪টি     ঘ. ৪৬টি

            উত্তর : গ. ৪৪টি

২০.       প্রোটেভাইরাস সৃষ্টির আগে বায়ুমণ্ডলে যে গ্যাস ছিল তা হলো—

            i. অক্সিজেন           ii. হাইড্রোজেন      iii.নাইট্রোজেন

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii  

            গ.  ii ও iii          ঘ. i, ii ও  iiii

            উত্তর : গ

২১.       মেয়েদের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী—

            i. ইস্ট্রোজেন  ii. প্রেজেস্টেরন    iii. টেস্টোস্টেরন 

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. ii ও iii  

            গ.  i ও iii           ঘ. i, ii ও  iiii

            উত্তর : ক

২২.        প্রথম টেস্টটিউব বেবি জন্মায় কত সালে?

            ক. ১৯২১ সালে    খ. ১৯৫৯ সালে   

            গ. ১৯৭৮ সালে   ঘ. ১৯৯৩ সালে

            উত্তর : খ. ১৯৫৯ সালে

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর