শিরোনাম
সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্যাডেটে ভর্তি পরীক্ষা প্রস্তুতি

বিষয় : বাংলা

ক্যাডেটে ভর্তি পরীক্ষা প্রস্তুতি

 শেখ শামীম আহমেদ

পরিচালক, শহীদ ক্যাডেট একাডেমী, উত্তরা

 

১.         পৃথিবীর আদি ভাষার নাম কি?

            উত্তর : ইন্দো-ইউরোপীয়ান

২. ‘অরণ্য’ এর স্ত্রীবাচক শব্দ লিখ?

            উত্তর : অরণ্যানী

৩.        যোগরূঢ় শব্দ কোনটি?

            ক. রাজপুত         খ. হস্তী              

            গ. সবুজ ঘ. বাঁশি 

            উত্তর : রাজপুত্র

৪.         বাংলা গদ্য রীতিতে চলিত রীতির প্রবর্তন করেন কে?

            -উত্তর : প্রমথ চৌধুরী

৫.         আল মাহমুদের গ্রামের নাম কি?

            উত্তর : মোড়াইল

৬.        জর্জ সিক্সথ স্কুল কোন জেলায় অবস্থিত?

            উত্তর : ব্রাহ্মণবাড়িয়া

৭.         যোগেন বসাক চরিত্রটি কোন ধরনের চরিত্র?

            ক. সুবিধাভোগী   খ. স্বার্থপর         গ. অহংকারী       ঘ. বেহায়া          উত্তর : সুবিধাভোগী

৮.        কোন কোন পদে সাধু ও চলিত রীতির পার্থক্য দেখা যায়?

            উত্তর : সর্বনাম ও ক্রিয়া

৯.         কার নাম পাল মশায়ের মনে থাকে না?

            উত্তর : জয়নুল আবেদীন

১০.       ছেলে তো নয় যেন ননীর পুতুল- বাক্যটিতে কি অর্থ প্রকাশ পেয়েছে?

            ক. ব্যাঙ্গ প্রকাশ খ. বিরক্তি প্রকাশ গ. আদর প্রকাশ     ঘ. বিকল্প প্রকাশ

            উত্তর : ব্যাঙ্গ প্রকাশ

১১.       কোন কবি বিদেশি কবিতা বাংলায় অনুবাদ করেছেন?

            উত্তর : সত্যেন্দ্রনাথ দত্ত

১২.       হাইফেন(-) এর পর কতক্ষণ থামতে হয়?

            উত্তর : থামতে হয় না

১৩.      ঐহিক এর বিপরীত শব্দ লিখ।        উত্তর : পারত্রিক

১৪.       মৃন্ময় এর সন্ধি বিচ্ছেদ কর।

            উত্তর : মৃৎ+ময়

১৫.       মন্দ কথা বলতে নেই - এখানে ‘মন্দ’ কোন পদ?

            উত্তর : বিশেষণ

১৬.      নিতান্ত অলস-কোন বাগধারা দিয়ে প্রকাশ করবে—

 ক. বকধার্মিক    খ. গোঁফ খেজুরে 

            গ. বুদ্ধির ঢেঁকি    ঘ অর্ধচন্দ্র

            উত্তর : গোঁফ খেজুর

১৭.       মাদার তেরেসা শেষ কবে বাংলাদেশে এসেছিলেন?

            উত্তর : ১৯১৯ সালে

১৮.      কবি পকেট থেকে কি বের করেন?

            উত্তর : ছড়ার বই

১৯.       রোকনুজ্জামান খান সম্পাদিত বইয়ের নাম কি?

            উত্তর : আমার প্রথম লেখা

২০.       কোন জগতে মিনুর শত্রুমিত্র সবই আছে?

            ক. অন্তরের         খ. কল্পনার  

            গ. আকাশের       ঘ. শুকতারার 

            উত্তর : কল্পনার

২১.       টাকায় কিনা হয়-‘ টাকায়’ কোন কারকে কোন বিভক্তি?

            উত্তর : করণে সপ্তমী

২২. তুমি ভাত খেয়ে। এটা কোন ক্রিয়ার উদাহরণ।

            উত্তর : অসমাপিকা ক্রিয়া

২৩.       রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?

            উত্তর : ভানুসিংহ

২৪.       কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?

            ক. ধীরে চলুন     খ. সে গুণবান    

            গ. ঘোড়া খুব দ্রুত চলে     ঘ. মেটে কলসি 

            উত্তর : ঘোড়া খুব দ্রুত চলে

২৫.       চারুপাঠ বইয়ের শেষ গল্পের নাম কি?

            উত্তর : কতকাল ধরে

২৬. যে পুরুষ বিয়ে করেছে-এক কথায় প্রকাশ লিখ।

            উত্তর : কৃতদার

২৭.        কোন বিশ্ববিদ্যালয় কবি কামিনী রায়কে জগত্তারিণী পদকে ভূষিত করে?

            উত্তর : কলকাতা

২৮.      ভাষার জগতে বাংলা ভাষার স্থান কত তম?

            উত্তর : চতুর্থ/৪র্থ

২৯.       বাক্যতত্ত্বের অপর নাম কি?

            উত্তর : পদক্রম

৩০. প্রত্যেক ভাষার মৌলিক অংশ থাকে? 

            উত্তর : ৪টি

৩১.      “জঙ্গি দমনে করণীয়” সম্পর্কে ১০টি বাক্য লিখ।    ৫

৩২.       বঙ্গানুবাদ কর     ৫

There is a river close to our village. Every morning and evening we go out for a walk by the bank of the rivers. There are rows of trees by the both sides of the rivers. There is a field by the side of the river. There grows plenty of paddy in the field.

আমাদের গ্রামের পাশে একটি নদী আছে। প্রতি সকাল ও সন্ধ্যায় আমরা নদীর তীরে বেড়াতে যাই। নদীর উভয় তীরে গাছের সারি রয়েছে। নদীর পাশে একটি মাঠ আছে। সে মাঠে প্রচুর পরিমাণ ধান জন্মে।

সর্বশেষ খবর