সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নোটিস বোর্ড

শিক্ষা ডেস্ক

শেকৃবিতে ভর্তির আবেদনের সময় বাড়ল

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বন্ধের দিনসহ নির্ধারিত যেকোনো সয়য়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.sau.edu.bd এ জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (নিয়মিত) ও ২০১৪ সালের (অনিয়মিত-মানোন্নায়ন) পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমএ, এমএসএস, এমবিএ, এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ ২৭ নভেম্বর থেকে শুরু হয়েছে। যা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

 

সাধারণ জ্ঞান

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  (www.nu.edu.bd/mf) থেকে জানা যাবে।

১.         মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে—

            উত্তর : হরমোন

২.         সিস্টোলিক চাপ বলতে বোঝায়—

            উত্তর : হূিপণ্ডের সংকোচন চাপ

৩.        কোথায় দিন-রাত্রি সমান হয়?

            উত্তর : নিরক্ষ রেখায়

৪.         উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কবে?

            উত্তর : ২২ ডিসেম্বর

৫.         Sylviculture বলতে কি বুঝায়?

            উত্তর : পুষ্প চাষ  

৬.        ফাইটোপ্লাংটন কি?

            উত্তর : ক্ষুদ্র ক্ষুদ্র জলজ উদ্ভিদ

৭.         হাইব্রিড ধানের জনক কে?

            উত্তর : প্রফেসর ইউয়েন লং পিং

৮.        নিম্নের কোনগুলো বিলুপ্তপ্রায় প্রাণী?

            উত্তর : চিতাবাঘ, বনগরু, শুশুক 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর