সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা

বিষয় : সাধারণ জ্ঞান

১.         ভিটামিন এক প্রকার ------ পদার্থ।

            উত্তর : জৈব

২.         নোবেল পুরস্কার দেওয়া হয় কবে থেকে?

            উত্তর : ১৯০১

৩.        দাবা খেলার উৎপত্তি কোথায় এবং এর সর্বোচ্চ খেতাব কি?

            উত্তর : ভারত, গ্রান্ড মাস্টার

৪.         রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

            উত্তর : সাতক্ষীরা

৫.         বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কোথায়, এর দৈর্ঘ্য কত?

            উত্তর : কক্সবাজার/বাংলাদেশ/১১০ কি. মি.

৬.        অসমাপ্ত আত্মজীবনী কার লেখা?

            উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৭.         জাতীয় সংগীত সর্বপ্রথম কবে প্রকাশিত হয়?

            উত্তর : ১৩১২ বাংলা/১৯০৫ ইং

৮.        কে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন?

            উত্তর : তৎকালীন ডাকসুর ভিপি আসম আবদুর রব

৯.         রণসংগীতের সুরকার কে, এটি কবে প্রথম প্রকাশিত হয়?

            উত্তর : কাজী নজরুল ইসলাম, ১৩৩৫/১৯২৮ সালে

১০.       ATM এর পূর্ণরূপ লিখ?

উত্তর : Automated Teller Machine

১১.       বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

            উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১২.       ই-কমার্স কি?

            উত্তর : ইন্টারনেটের মাধ্যমে বেচাকেনা

১৩.      বাংলাদেশের প্রথম নারী ডিআইজি কে?

            উত্তর : ফাতেমা বেগম

১৪.       ঢাকা কখন বাংলার রাজধানী হয়?

            উত্তর : ১৬১০ সালে

১৫.       কবে দিনরাত উভয় সমান হয়?

            উত্তর : ২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর

১৬.      বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?

            উত্তর : নীলনদ

১৭.       পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?

            উত্তর : ওশেনিয়া

১৮.      পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?

            উত্তর : চাঁদ

১৯.       মিয়ানমারের পূর্বনাম কি? এর বর্তমান রাজধানীর নাম কি?

            উত্তর : বার্মা, নাইপিদো

২০.       জাপানের আইনসভার নাম কি?

            উত্তর : ভায়েট

২১.       বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম স্থানের নাম কি?

            উত্তর : শ্রীমঙ্গল (সিলেট), লালপুর (নাটোর)

২২.        কোন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই?

            উত্তর : গ্যাসীয় পদার্থ

২৩.       সেভেন আপ কোন ধরনের দ্রবণ?

            উত্তর : তরল-গ্যাস

২৪.       দ্রবণ=?

            উত্তর : দ্রব+দ্রাবক

২৫.       কোনটি তাপ পরিবাহিতা কম এবং বেশি?

            উত্তর : অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক

২৬.       মূসক এর পূর্ণ রূপ----

            উত্তর : মূল্য সংযোজন কর।

২৭.        দ্রুতি=?

            উত্তর : দূরত্ব/সময়

২৮.      নক্ষত্রগুলো আসলে কি?

            উত্তর : গ্যাসপিণ্ড

২৯.       বেগের একক কি?

            উত্তর : মিটার/সেকেন্ড

৩০. সূর্যে ব্যবহূত গ্যাসটির নাম?

            উত্তর : হাইড্রোজেন

৩১.      দেহের বৃদ্ধি সাধন করে কোনটি?

            উঃ আমিষ

৩২. ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা চ, ঘ এর পুত্র। চ এর সঙ্গে ক এর সম্পর্ক কি?

            উত্তর : ক এর চাচা।

৩৩.      ১১, ১৫, ২৩,----পরের সংখ্যা দুটি কত?

            উঃ ৩৯, ৭১

৩৪.      একজন লোক বলল তোমার মা আমার মায়ের ভাইয়ের নানী। তাহলে লোকটির সঙ্গে তার সম্পর্ক কি?

            উত্তর : নানী/নানা

৩৫. নিচের অমিল কোনটি?

            ক. নেপচুন         খ. পৃথিবী          

            গ. ইউরেনাম       ঘ. চাঁদ 

            উত্তর : চাঁদ

৩৬. মুজিবনগর কোন জেলায়?

            উত্তর : মেহেরপুর

৩৭. সবচেয়ে দ্রুততম পাখির নাম কি?

            উত্তর : সুইফট

৩৮. ঘঝঈ এর পূর্ণরূপ কি?

            Dt National Sports council.

সর্বশেষ খবর