সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণির পরীক্ষা প্রস্তুতি

বিষয় : বাংলা প্রথমপত্র

ফারুক আহম্মদ, সহকারী শিক্ষক

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা।

 

বই পড়া

প্রমথ চৌধুরী

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ‘বই পড়া’ গল্প থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো :

 

১          প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?

            উত্তর : ১৮৬৮ সালে

২.         প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?

            উত্তর : পাবনা

৩.        প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?

            উত্তর : বীরবল

৪.         সবুজপত্র পত্রিকার সম্পাদক কে?    

            উত্তর : প্রমথ চৌধুরী

৫.         চলিত ভাষা প্রবর্তনে কোন পত্রিকা অগ্রণী ভূমিকা পালন করে?   

            উত্তর : সবুজপত্র

৬.        বাংলা সাহিত্যে কার নেতৃত্বে নতুন গদ্যধারা সূচিত হয়?         

            উত্তর : প্রমথ চৌধুরী

৭.         মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কী?

            উত্তর : বই পড়া

৮.        কত সালে প্রমথ চৌধুরীর মৃত্যু হয়?

            উত্তর : ১৯৪৬ সালে

৯.         ‘বই পড়া’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নির্বাচন করা হয়েছে?

            উত্তর : প্রবন্ধ সংগ্রহ

১০.       দানের প্রবাদতুল্য পুরুষ কে?

            উত্তর : দাতাকর্ণ 

১১.       ভাঁড়ে মা ভবানী অর্থ কী?

            উত্তর : শূন্য

১২.       ‘বই পড়া’ প্রবন্ধটি কোথায় পঠিত হয়েছিল?

            উত্তর : লাইব্রেরির বার্ষিক সভায়

১৩.      শিক্ষাব্যবস্থার ত্রুটির জন্য কী ঘটেছে?

            উত্তর : পাঠ্যচর্চার অনভ্যাস

১৪.       প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কী দরকার?

            উত্তর : সাহিত্যচর্চা

১৫.       আমরা জাত হিসেবে কী নই?

            উত্তর : শৌখিন

১৬.      গায়ের জ্বালা ও চোখের জ্বালা কে দূর করবে?

            উত্তর : শিক্ষা

১৭.       ‘বই পড়া’ প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কীসের ওপর স্থান দিয়েছেন?  

            উত্তর : হাসপাতাল

১৮.      শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কী?

            উত্তর : সাহিত্যচর্চা

১৯.       সাহিত্যের সার্থকতা কে বোঝে না?

            উত্তর : ডেমোক্রেসি         

২০.       ডেমোক্রেসি কীসের সার্থকতা বোঝে?

            উত্তর : অর্থের

২১.       কোন সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে পারিনি?

            উত্তর : ইংরেজি

২২.        প্রমথ চৌধুরীর জন্ম কোন জেলায়?

            উত্তর : যশোর

২৩.       আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি কীসের উপর পড়ে আছে?

            উত্তর : অর্থের

২৪.       ‘বীরবলের হালখাতা’ গ্রন্থটি কার রচিত?           

            উত্তর : প্রমথ চৌধুরীর

২৫.       কারা একখানা কাব্যগ্রন্থও কিনতে প্রস্তুত নন?   

            উত্তর : ল-রিপোর্টাররা

২৬.       যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির—   

            উত্তর : ভাঁড়ে মা ভবানী

২৭.        সাহিত্যচর্চার জন্য কী দরকার?

            উত্তর : লাইব্রেরি

২৮.      লাইব্রেরির সার্থকতা কার চাইতে একটু বেশি?

            উত্তর : স্কুল-কলেজের

২৯.       সুশিক্ষিত লোক মাত্রই—

            উত্তর : স্বশিক্ষিত

৩০.      শিক্ষকের সার্থকতা কোথায়?

            উত্তর : প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলা       

৩১.      ‘সোল্লাসে’ শব্দের অর্থ কী?

            উত্তর : আনন্দে

৩২.       কীসের রেজিস্টারি রাখা হয়?

            উত্তর : দেহের মৃত্যুর

৩৩.      যারা পাস করতে পারেনি বা পাশ করতে চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে— উক্তিটি কার?

            উত্তর : ফরাসি শাস্ত্রী

৩৪.      কোথায় লোকেরা স্বেচ্ছায় স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়?

            উত্তর : লাইব্রেরিতে

৩৫.      স্বেচ্ছায় কেউ বই পড়লে তাকে কোন দলে ফেলি?

            উত্তর : নিষ্কর্মার দলে

৩৬.      কিসে মানুষের সম্পূর্ণ মনোতুষ্টি হয় না?

            উত্তর : উদর পূর্তিতে

৩৭.       মনের দাবি রক্ষা না করলে মানুষের কী বাঁচে না?     

            উত্তর : আত্মা

৩৮.     যে জাতি যত নিরানন্দ সে জাতি তত—

            উত্তর : নির্জীব

৩৯.      সর্বাঙ্গ ডুবিয়ে গোসল করাকে কী বলে?

            উত্তর : অবগাহন

৪০.       ‘বই পড়া’ প্রবন্ধে লেখক কেন এত বাক্য ব্যয় করেছেন?

            উত্তর : সাহিত্যচর্চার জন্য

 

 

সাধারণ বিজ্ঞান

কাজী ইস্কান্দার আলী

সাবেক শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

 

অধ্যায়-১৩ : সবাই কাছাকাছি

১.         সকল নেটওয়ার্কের জননী কোনটি?

            ক. ই-মেইল   খ. ইন্টারনেট     গ. মোবাইল               ঘ. টেলিফোন

২.         কম্পিউটারের দেহ বলা হয় কোনটিকে?

            ক. সফটওয়্যার     খ. হার্ডওয়্যার     গ. মনিটর         ঘ. সিপিইউ

৩.        টেলিভিশনে প্রেরক যন্ত্র কী রূপে শব্দ ও ছবি প্রেরণ করে?

            ক. আলোক রশ্মি  খ. আলোক তরঙ্গ

            গ. বেতার তরঙ্গ  ঘ. তড়িৎ চুম্বক তরঙ্গ

৪.         টেলিভিশন কত সালে আবিষ্কার হয়?

            ক. ১৯২৬      খ. ১৮৭৫     গ. ১৯৬৯           খ. ১৯৬২

৫.         যোগাযোগ ব্যবস্থায় কয়টি অংশ থাকে?

            ক. এক          খ. দুই        গ. তিন          ঘ. চার

৬. ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহারের মূল উপাদান বা ধাপ নয় কোনটি?

            ক. প্রেরক যন্ত্র     খ. গ্রাহক যন্ত্র

            গ. যোগাযোগ মাধ্যম        ঘ. উত্তরদান

৭.         যে যন্ত্র তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তর করে তাকে কী বলা হয়?

            ক. স্পিকার    খ. জেনারেটর   গ. রেকটিফায়ার    ঘ. মাইক্রোফোন

৮.        বাইনারি কোর্ড কোনগুলো?

            ক. 031  খ. 033 গ. 132 ঘ. 032

৯.         টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনে কী কী মৌলিক রং ব্যবহূত হয়?

            ক. লাল, আসমানি ও সবুজ            খ. লাল, বেগুনি ও সবুজ

            গ. লাল, নীল ও হলুদ         ঘ. লাল, নীল ও কমলা

১০.       কত সালে ইন্টারনেট চালু হয়?

            ক. ১৯৬৯         খ. ১৯২৬     গ. ১৮৬৯         ঘ. ১৯৫৬

১১. ফ্যাক্স আবিষ্কার করেন কে?

            ক. নিউটন         খ. আলেকজান্ডার বেইন

            গ. গ্রাহাম বেল     ঘ. মার্কোনি

১২.       সংবাদ বা তথ্য জমা রাখা যায় কোনটিতে?

            ক. ফ্যাক্সে     খ. ই-মেইলে      গ. কম্পিটটারে            ঘ. বেতারে

১৩.      কম্পিউটারের মনিটর চোখ থেকে কত দূরে থাকতে হবে?

            ক. ৪০-৫০ সেঃমিঃ           খ. ৫০-৪০ সেঃ মিঃ         

            গ. ৫০-৭৫ সেঃ মি            ঘ. ৫০-৬০ সেঃ মিঃ           

১৪. ই-মেইলের কাজ কোনটি?

            ক. মডুলেশন       খ. ডি মডুলেশন

            গ. মাইক্রোওয়েভ থেকে তথ্য পৃথকীকরণ     

            ঘ. তথ্য আদান-প্রদান

১৫. বর্তমানে বহুল ব্যবহূত ডাক মাধ্যম—

            ক. ই-মেইল       খ. ইন্টারনেট           গ. ফ্যাক্স             ঘ. রেডিও

১৬. টেলিভিশন কে আবিষ্কার করেন?

            ক. রজি বেয়ার্ড   খ. গ্রাহাম বেল    

            গ. মার্কোনি         ঘ. স্যামুয়েল মোর্স

১৭. টেলিফোনে ডায়াফ্রাম কোথায় থাকে?

            ক. গ্রাহক যন্ত্রে     খ. প্রেরক যন্ত্রে

            গ. রিসিভারে      ঘ. রিলেতে

১৮. দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করলে চোখে নানা রকম সমস্যার সৃষ্টি হয় যাকে বলা হয়—

            ক. ভিশন সিনড্রোম    খ. ভিশন ২০২০    গ. চালশে     ঘ. দীর্ঘদৃষ্টি

১৯. টেলিভিশনের পর্দা কীসের প্রলেপ দেওয়া হয়?

            ক. সিলভার হ্যালাইড       খ. হাইপো

            গ. ফসফর          ঘ. সিজিয়াম

২০. কোনটি ব্যবহারে শিশুদের মস্তিষ্ক কোষ বিকাশে সমস্যার সৃষ্টি হয়?

            ক. রেডিও   খ. টেলিভিশন    গ. ফ্যাক্স          ঘ. মোবাইল ফোন

২১. কোনটিকে কম্পিউটারের প্রাণ বলা হয়?

            ক. সফটওয়্যার     খ. হার্ডওয়ার      গ. মনিটর            ঘ. কি বোর্ড

২২. কম্পিউটারের যেখানে তথ্য প্রক্রিয়াজাত হয় তাকে কী বলে?

            ক. মনিটর          খ. অন্তর্গামী মুখ

            গ. বহির্গামী মুখ   ঘ. সিপিইউ

২৩. স্পিকারে কী থাকে?

            ক. স্থায়ী চুম্বক     খ. অস্থায়ী চুম্বক

            গ. টেপরেকর্ডার  ঘ. ভিসিআর

২৪. কম্পিউটরের ক্ষেত্রে প্রযোজ্য—

            i. কম্পিউটার ভুল করে না ভুল শনাক্ত করে

            ii. কম্পিউটার নিজে ভুল শনাক্ত করতে পারে

            iii. কম্পিউটার নির্ভুলভাবে কাজ করতে পারে।

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii    খ. i ও iii   গ. ii ও iii   ঘ. i, ii ও iii

উত্তরমালা : ১. খ. ২. খ  ৩. ঘ  ৪. ক  ৫. গ ৬ .ঘ  ৭. ক  ৮. ক  ৯. ক  ১০.ক  ১১. খ ১২.গ  ১৩.গ  ১৪.গ  ১৫.ক ১৬.ক  ১৭.খ  ১৮. ক ১৯ .গ  ২০.ঘ ২১.ক ২২.ঘ ২৩.ক ২৪.গ

সর্বশেষ খবর