মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান

কাজী ইস্কান্দার আলী

দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান

১.         উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

            মিনু সাহেব দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছেন। এ সমস্যার জন্য ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে অ্যান্ডোস্কোপি করতে বললেন। অন্যদিকে মিনু সাহেবের ছেলে সুমন সিঁড়িতে পড়ে গিয়ে হাতে আঘাত পায় এবং হাত ভেঙে যায়। পরবর্তীতে ডাক্তারের কাছে গেলে ডাক্তার এক্স-রে করার পরামর্শ দেন।

            ক. MRI এর পূর্ণরূপ লিখ।             ১

            খ. রেডিও থেরাপি বলতে কী বুঝ?  ২

            গ. ডাক্তার সুমনকে এক্স-রে করার পরামর্শ দিলেন কেন?                     ৩

            ঘ. মিনু সাহেবের রোগ নির্ণয়ে অ্যান্ডোস্কোপি কতটুকু কার্যকর? মতামত দাও।     ৪

২.         কামরান স্যার বিজ্ঞান পড়াতে গিয়ে বললেন— যেখানে একটি বল ক্রিয়া করে সেখানেই একটি প্রতিক্রিয়া বল পাওয়া যায়। আমরা মাটিতে হাঁটি, নৌকা চলে, এমনকি রকেট চলে যা এই ক্রিয়া-প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে। এছাড়া তিনি বোর্ডে কিছু প্রয়োজনীয় তথ্য লিখলেন— ধরি একটি 1000 kg ভরের রকেট 98–103N বল প্রয়োগ করে উপরের দিকে উঠল। ৫ সেকেন্ড পর রকেটটি একটি নির্দিষ্ট বেগপ্রাপ্ত হলো।

            ক. বেগের সংজ্ঞা দাও।                  ১

            খ. নিউটনের দ্বিতীয় সূত্র হতে কীভাবে বলের পরিমাপ করা যায়?                     ২

            গ. উদ্দীপকের রকেটটির ওই নির্দিষ্ট বেগের মান কত ছিল?                  ৩

            ঘ. উদ্দীপকের ক্ষেত্রগুলোকে ক্রিয়া-প্রতিক্রিয়ার বল কীভাবে কাজ করে? আলোচনা কর।   ৪

৩.        করিম সাহেব একজন সচেতন নাগরিক। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তিনি প্রতিদিন অফিসে যাওয়ার আগে নিজেই বাজার করেন। একদিন দোকানদার তাকে এনার্জি বাল্বের সুবিধার কথা বললেন। এতে তিনি তার বাসায় ব্যবহূত ৫টি ১০০ ওয়াটের বাল্ব পরিবর্তন করে ৫টি ২০ ওয়াটের এনার্জি সেভিং বাল্ব লাগালেন।

            ক. IPS কী?                    ১

            খ. একটি বাল্বের গায়ে লিখা আছে 2000v-100w এর অর্থ কী? ২

গ.  প্রতি ইউনিট ৮ টাকা হিসাবে করিম সাহেবের সংসারে পূর্বে দৈনিক ৫ ঘণ্টা করে হিসাবে মাসে কত বিল আসত?   ৩

            ঘ. বর্তমানে এনার্জি সেভিং বাল্ব বসানোর ফলে তার কি পরিমাণ সাশ্রয় হচ্ছে? তোমার মতামতের পক্ষে যুক্তি দেখাও। ৪

৪.         জিসান ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে হঠাৎ করে হাতের আঙ্গুল কেটে ফেলে। ফলে আঙ্গুল হতে রক্ত বের হয়। তখন তার বন্ধুরা রক্তকে স্লাইডে নিয়ে পরীক্ষা করে। তারা দেখতে পায় এতে বেশ কিছু তরল অংশ রয়েছে। এর মধ্যে রয়েছে কয়েক ধরনের কণিকা।

            ক. প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের রক্তে বিলুরুবিনের পরিমাণ কত?              ১

            খ. রক্তের তরল অংশ সম্পর্কে ব্যাখ্যা দাও।   ২

            গ. রক্তের কাজ উল্লেখ কর।                       ৩

            ঘ. রক্তের মধ্যে তরল অংশ ছাড়া অন্যান্য কণিকা রয়েছে বিশ্লেষণ কর।             ৪

৫.         ঝুমুর কুমোরপাড়াতে বেড়াতে গেল। সেখানে সে দেখল এক বিশেষ ধরনের বিশেষ মাটি দিয়ে কুমোররা হাঁড়িপাতিলসহ নানা রকম জিনিস তৈরি করেছে। সেগুলো দেখতে খুবই সুন্দর। মাটির প্রতি কুমোরদের মমত্ব তার নজর কেড়েছে।

            ক. আদর্শ মাটি কী?                      ১

            খ. দো-আঁশ মাটি কেন ফসলের চাষের জন্য উপযোগী?                       ২

            গ. সিটি মাটি ও খড়ি মাটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।                    ৩

            ঘ. মাটি শ্রমজীবী মানুষের জন্য আশীর্বাদ— বিশ্লেষণ কর।                     ৪

৬.        মেলামাইনের থালাবাসন, বৈদ্যুতিক সুইচ বোর্ড, পিভিসি পাইপ, পলিথিনের ব্যাগ এসব জিনিস আমাদের খুবই পরিচিত ও বহুল ব্যবহূত হয়।       

            ক. পিভিসির পূর্ণ রূপ কি?             ১

            খ. প্লাস্টিক ও রাবাবের মধ্যে পার্থক্য কী?     ২

            গ. উদ্দীপকের জিনিসগুলো কী ধরনের পলিমার দ্বারা গঠিত, এগুলোর মনোরমাসহ চিহ্নিত কর।                 ৩

            ঘ. আমাদের বহুল ব্যবহূত উল্লিখিত জিনিসগুলো তৈরির সাধারণ প্রক্রিয়াটি বিশ্লেষণ কর।             ৪

৭.         রক্ত সংবহনতন্ত্র, হৃদযন্ত্র, ধমনী, শিরা ও কৈশিক জালিকার সমন্বয়ে গঠিত। এদের মধ্যে হৃৎপিণ্ড হলো প্রধান অঙ্গ। এটি একটি পাম্প যন্ত্র বিশেষ। রজ্জু এই যন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যার লোহিত কণিকা অ্যান্টিজেন ও এন্টিবডি বহন করে। মানুষের রক্তের গ্রুপ জেনে রাখার প্রয়োজনীয়তা অপরিসীম।

            ক. হার্ট অ্যাটাক কী?                     ১

            খ. কী কারণে উচ্চরক্তচাপ হতে পারে?         ২

            গ. উদ্দীপকে বর্ণিত প্রধান অঙ্গের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁক।             ৩

            ঘ. উদ্দীপকে যে বিষয়টি জেনে রাখার কথা বলা হয়েছে তা আলোচনা কর।         ৪

৮.        চিত্রটি লক্ষ্য কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।   

 

            ক. আয়ন কী?                 ১

            খ. ক্যাথোড বলতে কী বুঝ?                      ২

            গ. তুতের দ্রবণের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যাখ্যা কর।                 ৩

            ঘ. প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের ভূমিকা মূল্যায়ন কর।               ৪

৯.         মা রান্নাঘরে রান্না করছিলেন। রনি রান্না ঘরে গিয়ে মাকে জিজ্ঞাস করল, রান্না করার গ্যাস কোথা থেকে আসে? মা বললেন, এ গ্যাস প্রাকৃতিক গ্যাস যা নির্দিষ্ট উৎস হতে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয়।

            ক. ক্যালসাইট কী?                       ১

            খ. প্রাকৃতিক গ্যাস কেন প্রক্রিয়াকরণ করা হয়?         ২

            গ. প্রাকৃতিক গ্যাসের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ কর।               ৩

            ঘ. আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাস আছে তা কি অফুরন্ত? আলোচনা কর।                    ৪

 

সাবেক শিক্ষক,

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

সর্বশেষ খবর