শিরোনাম
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

কৃষি শিক্ষা

শিক্ষা ডেস্ক

চতুর্থ অধ্যায়

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

 

কৃষিশিক্ষা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

১. প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান—

            ক. ২টি        খ. ৩টি

            গ. ৪টি         ঘ. ৫টি

২. বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে কোন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে?

            ক. পরিবেশগত

            খ. সামাজিক

            গ. পারিবারিক

            ঘ. আবহাওয়াজনিত

৩. আমাদের দেশে প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান হলো—

            i. জলাবদ্ধতা      ii. খরা

            iii. লবণাক্ততা

৪. এ দেশে প্রতিবছর কী হারে আবাদি জমি কমে যাচ্ছে?

            ক.১%        খ.২%

            গ.৩%         ঘ. ৪%

৫. মাটি ও পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কত লাখ হেক্টর আমন আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে?

            ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ১৪

৬.        খরাসহিষ্ণু ফসল কোনটি?

            ক. ছোলা        খ. গম

            গ. পাট          ঘ. ভুট্টা

৭. বন্যাপীড়িত এলাকায় ব্রয়লার মুরগি পালন করা ভালো, কারণ—

            i. ব্রয়লার দ্রুত বাড়ে

            ii. এক মাস বয়সে বাজারজাত করা যায়

            iii. রোগবালাই কম হয়

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii.   খ. i ও iii

            গ. i ও iii    ঘ. i, ii ও iii

৮.        খরার কারণে শতকরা কত ভাগ ফসল উৎপাদন হ্রাস পেতে পারে?

            ক. ৫-৬০    খ. ১০-৭০

            গ. ১৫-৯০   ঘ. ২০-১০০

৯. স্বল্পায়ু জাতের ধান কত দিন খরা সহ্য করতে পারে?

            ক. ১১-২০  খ. ২১-৩০

            গ. ৩১-৪০  ঘ. ৪১-৫০

১০.       বিজয়, প্রতীপ, সুফী কোন ফসলের জাত?

            ক. ধান      খ. গম

            গ. পাট      ঘ. সরিষা

১১. কোন এলাকায় কুলবাগান করা যেতে পারে?

ক. লবণাক্ত    খ. খরাপ্রবণ

গ. বন্যাপ্রবণ   ঘ. নিম্নভূমি

১২.       খরা সহনশীল জাতের ধান হচ্ছে—

            ক. ব্রি ধান ৫৬  খ. ব্রি ধান ৫৭ গ. ব্রি ধান ২২

১৩.      বাংলাদেশের কোন অঞ্চলের জমি সমুদ্রের পানি দ্বারা প্লাবিত হয়?

            ক. পূর্ব      খ. পশ্চিম

            গ. দক্ষিণ     ঘ. উত্তর।

 

উত্তরমালা : ১.গ ২.ক ৩.ক ৪.খ ৫.ক ৬.ক ৭.ক ৮.ঘ ৯.খ ১০.খ ১১.খ ১২.ক ১৩.গ।

সর্বশেষ খবর