সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান

কাজী ইস্কান্দার আলী

[পূর্ব প্রকাশের পর]

বহুনির্বাচনী প্রশ্ন

 

১১.       সাধারণত ব্যাটারির কয়টি অংশ থাকে—

            ক. ১টি  খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি

১২.       তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে বলে—

            ক. তড়িৎ  প্রলেপন           খ. তড়িৎ মুদ্রণ

            গ. তড়িৎ বিশ্লেষ্য             ঘ. তড়িৎ বিশ্লেষণ

১৩.      ফ্যাক্স কত সালে আবিষ্কৃত হয়?

            ক. ১৯৪২     খ. ১৮৪২

            গ. ১৮৫২     ঘ. ১৯৫২

১৪.       অডিও সংকেতের উৎস নিচের কোনটি?

            ক. শব্দ    খ. তরঙ্গ  গ. বাতাস    ঘ. যন্ত্র

১৫.       কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে—

            ক. সংখ্যা    খ. গণনাকারী

            গ. ছবি       ঘ. চিহ্ন

১৬.      কম্পিউটারের প্রাণ বলা হয় কোনটিকে?

            ক. মনিটর    খ. সিপিইউ

            গ. হার্ডওয়্যার ঘ. সফটওয়্যার

১৭.       উদ্ভিজ আমিষ কোনটি?

            ক. মাছ    খ. মাংস গ. দুধ             ঘ. ডাল

১৮.      কোন খাদ্যে পর্যাপ্ত আমিষ নেই?

            ক. মসুর ডাল      খ. আনারস

            গ. দুধ    ঘ. মাংস

১৯.       স্টার্চ এর প্রধান উৎস—

            i. ধান      ii. গম       iii. ভুট্টা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. ii ও iii  

            গ. i ও iii            ঘ. i, ii ও iii

 

২০.       পানি নিষ্কাশনের সুবিধার জন্য কংক্রিটের বদলে নিচের কোন পদার্থটি ব্যবহার করা যায়?

            ক. গ্রাভেল (Gravel)

            খ. স্যান্ডস্টন (Sandstone)

            গ. লোহা          ঘ. কোয়ার্টজ (Quartz)

২১.       নিচের কোনটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সাথে সংশ্লিষ্ট নয়?

            ক. বৃষ্টিপাত        খ. প্রাকৃতিক দুর্যোগ

            গ. মিঠাপানিতে লবণাক্ততা           

            ঘ. এসিড বৃষ্টি

২২. নিচের কোন পানির উৎস হুমকি নয়?

            ক. পরিকল্পিত নগরায়ন খ. নদীভাঙন        

            গ. নদীর গতি পরিবর্তন   

            ঘ. বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

২৩.       কোন তন্তু দ্বারা তৈরিকৃত পোশাক গায়ে দিলে গরম বোধ হয়?

            ক. রেশম   খ. পশম   গ. সূতা   ঘ. রেয়ন

২৪.       প্লাস্টিক শব্দের অর্থ কী?

            ক. অনেক           খ. স্থিতিস্থাপক

            গ. সহজে ছাঁচযোগ্য           ঘ. তাপসংবেদী

২৫.       পাতা ছাড়ানো পাটগাছ কতদিন পানিতে পচানো হয়?

            ক. ৫-১০ দিন     খ. ১০-১২ দিন

            গ. ১০-১৫ দিন    ঘ. ১৫-২০ দিন

২৬. কিশমিশ, খেঁজুর পেঁপে—

            i. এক ধরনের ফলমূল  ii. অম্লধর্মী

            iii. এসিডিটি কমাতে সাহায্য করে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii   খ. ii  গ. ii ও iii    ঘ. i ও iii

২৭. পালং শাক, পুঁইশাক—

            i. ক্ষারীয় ধর্মীয়

            ii. এসিডিটি নিষ্ক্রিয় করতে পারে

            iii. এসিডিটি কমাতে সাহায্য করে

            নিচের কোনটি সঠিক?

            ক. i    খ. ii  গ. i ও ii  ঘ. i, ii ও iii

            নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮, ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও :

            অভিষেক ঢাকা হতে মানিকগঞ্জ যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে তার বন্ধুর মারাত্মক রক্তক্ষরণ হয়। ফলে রক্তের প্রয়োজন। বন্ধুর রক্ত পরীক্ষা ছাড়াই অভিষেক বলল  আমি রক্ত দিতে পারব।

২৮.      অভিষেকের রক্তের গ্রুপ কী ছিল?

            ক. A     খ. B     গ. AB    ঘ. O

২৯.       রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই?

            ক. O2  খ. CO2    গ. Cl2   ঘ. N2

৩০.      রক্তরসে কত ভাগ পানি থাকে?

            ক. প্রায় ৭০%      খ. প্রায় ৮০%

            গ. প্রায় ৯০%      ঘ. প্রায় ৬০%

৩১.      রক্ত কণিকাগুলো প্রধানত কত প্রকার?

            ক. দুই        খ. তিন     গ. চার   ঘ. পাঁচ

৩২. কি হলে মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়?

            ক. লিউকোসাইটোসিস

            খ. থ্রম্বোসাইটোসিস

            গ. পারপুরা     ঘ. থ্যালাসিমিয়া

৩৩.      কি হলে অনুচক্রিকার সংখ্যা কমে যায়?

            ক. লিউকোসাইটোসিস  খ. থ্রম্বোসাইটোসিস

            গ. পারপুরা            ঘ. থ্যালাসিমিয়া

৩৪.      শৈশবের পরের ধাপ কোনটি?

            ক. যৌবন  খ. কৈশোর   গ. তারুণ্য    ঘ. প্রৌঢ়

৩৫.      লিমিউলাস একটি—

            ক. জীবন্ত জীবাশ্ম খ. জীবাশ্ম

            গ. সাধারণ প্রাণী  ঘ. বৃক্ষরাজ

৩৬.      ডারউইন কী বিজ্ঞানী ছিলেন?

            ক. প্রাণী বিজ্ঞানী   খ. উদ্ভিদ বিজ্ঞানী

            গ. সামাজিক বিজ্ঞানী         ঘ. প্রকৃতি বিজ্ঞানী

৩৭.       পাখি জাতীয় প্রাণীর উৎপত্তি ঘটেছে—

            ক. জীবাশ্ম থেকে খ. সরীসৃপ থেকে

            গ. মিসিং লিংক থেকে ঘ. স্তন্যপায়ী থেকে

৩৮.     তড়িৎ হচ্ছে—

            ক. পরিবাহী দণ্ড  খ. অপরিবাহী দণ্ড

            গ. বিগলিত পদার্থ            ঘ. আয়নিক বস্তু

 

্উত্তরমালা : ১১.গ ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.ঘ ১৭.ঘ ১৮.খ ১৯.ঘ ২০.ঘ ২১.ক ২২.ক ২৩.খ ২৪.গ ২৫.গ ২৬.ঘ ২৭.ঘ ২৮.ঘ ২৯.ঘ ৩০.গ ৩১.খ ৩২.গ ৩৩.গ ৩৪.খ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.খ ৩৮.ক।

সিনিয়র শিক্ষক।

সর্বশেষ খবর