বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এসএসসি পরীক্ষা : তথ্য ও প্রযুক্তি

মেহেরুন্নেসা খাতুন

কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

১.         ২০১৪ সালের শুরুতে বিশ্বের কত কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন?

            ক. প্রায় ২০১৪ কোটি       

            খ. প্রায় ১২০ কোটি

            গ. প্রায় ১২১ কোটি           ঘ. প্রায় ১২২ কোটি

২. টুইটার ব্যবহারকারীকে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশ ও আদান-প্রদান করতে হয়?

            ক. ১২০     খ. ১৪০    গ. ১৬০   ঘ. ১৮০

৩.        কোনটিকে মাইক্রোব্লগিংয়ের ওয়েসাইট বলা হয়?

            ক. টুইটার  খ. ফেসবুক গ. ই-মেইল ঘ. স্কাইপ

৪.         ১৪০ অক্ষরের মধ্যে বার্তাকে কী বলা হয়?

            ক. ফেসবুক   খ. টুইট   গ. ই-মেইল   ঘ. ব্লগিং

৫.         কোনটি মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট?

            K. www.facebook.com

            L. www. gmail.com

            M. www.twitter.com   

            N. www.yahoo.com

৬.        কোন সদস্যদের বার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায়?

            ক. ফেসবুক        খ. টুইটার

            গ. ই-মেইল         ঘ. ইয়া

৭. টুইটার সদস্যকে যারা অনুসরণ করে তাদের কী বলা হয়?

            ক. বন্ধু    খ. অনুসারী  গ. টুইট  ঘ. ব্লগার

৮.        নিচের কোন ওয়েবসাইটের মাধ্যমে বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং অডিও ভিডিও প্রকাশ করা যায়?

            ক. টুইটার  খ. ফেসবুক গ. ই-মেইল ঘ. ব্লগিং

৯.         তথ্য ও যোগাযোগের প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের নিমিত্ত যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান প্রদান করে তাকে কী বলে?

            ক. ইন্টারনেট      খ. সামাজিক যোগাযোগ

            গ. ই-কমার্স         ঘ. ই-লার্নিং

 

            উত্তরমালা : ১.ক ২.খ ৩.ক ৪.খ ৫.গ ৬.খ ৭.খ ৮.খ ৯.খ

সর্বশেষ খবর