রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এসএসসি পরীক্ষা প্রস্তুতি

কাজী ইস্কান্দার আলী

এসএসসি পরীক্ষা প্রস্তুতি

সাধারণ বিজ্ঞান

নৈর্ব্যক্তিক

 

১.         ভূপৃষ্ঠ  শতকরা কত ভাগ পানি দ্বারা গঠিত হয়?

            ক. ৭৫ ভাগ        খ. ৭০ ভাগ

            গ. ৬০ ভাগ        ঘ. ৬৫ ভাগ

            উত্তর : ৭৫ ভাগ

২.         বরফের গলনাঙ্ক কত?

            ক. 10°c            খ. 0°c     

            গ. 100°c           ঘ. 80°c

            উত্তর : . 0°c     

৩. পানি কোন ধরনের পদার্থ?

            ক. উভধর্মী        খ. ক্ষার ধর্মী

            গ. এসিড ধর্মী     ঘ. নিরপেক্ষ

            উত্তর : উভধর্মী

৪.         ব্লিচিং পাউডারের সংকেত হলো—

            ক. Naocl          খ. ca(ocl)cl   

            গ. cacl2            ঘ. ca o   

            উত্তর : ca(ocl)cl  

৫. আচার সংরক্ষণে কোন এসিড ব্যবহূত হয়?

            ক. HCOO H     খ. CH3COO H

            গ. Hcl  ঘ. HOOC -COOH

            উত্তর : CH3COO H

৬.        পাকস্থলিতে কোন এসিড থাকে?

            ক. Hcl              খ. HNO3   

            গ. H2SO4        ঘ. H3PO4

            উত্তর :  Hcl

৭          এসিড সন্ত্রাসের শাস্তি —

            i. মৃত্যুদণ্ড           ii. তিন বছর কারাদণ্ড   

            iii. যাবজ্জীবন

            নিচের কোনটি সঠিক?

            ক. i, ii              খ. ii, iii   

            গ. i, iii              ঘ. i, ii. ও iii       

            উত্তর :  র, ররর 

৮.        টেলিভিশন কত সালে আবিষ্কৃত হয়?

            ক. ১৯২৬           খ. ১৮৭৫       

            গ. ১৯৬৯           ঘ. ১৯৬২

            উত্তর : ১৯২৬ 

৯.         বর্তমানে বহুল ব্যবহূত ডাক মাধ্যম—

            ক. ই-মেইল         খ. ইন্টারনেট   

            গ. ফ্যাক্স            ঘ. রেডিও

            উত্তর : ই-মেইল

১০.       এক গ্রাম স্নেহ পদার্থ থেকে কত কিলো ক্যালরি তাপশক্তি উৎপন্ন হয়?

            ক. ৯.৩    খ. ১০    গ. ৮.৫    ঘ. ৩.৯

            উত্তর : ৯.৩

১১.       কোন ভিটামিনের অভাবে হাড় বাঁকা হয়ে যায়?

            ক. ভিটামিন-কে  খ. ভিটামিন-এ     

            গ. ভিটামিন-ডি               ঘ. ভিটামিন-বি

            উত্তর : ভিটামিন-ডি

১২.       রক্ত শূন্যতা দেখা যায় কোন খনিজ উপাদানের  অভাবে?

            ক. Ca    খ. Fe   গ. P    ঘ. Mg

            উত্তর : Fe  

১৩. আমিষে কত ভাগ নাইট্রোজেন থাকে?

            ক. ১২%  খ. ১৪%    গ.১৬%   ঘ. ২০%

            উত্তর : ১৬%   

১৪.       পাতার কোন অংশের সাহায্যে গাছ পানি শোষণ করে?

            ক. ক্লোরোকিন     খ. শিরা    

            গ. স্টোমা           ঘ. উপশিরা

            উত্তর : স্টোমা   

১৫.       ফসল উৎপাদনে মাটির গুরুত্বপূর্ণ মানদণ্ড—

            র. PH     রর. খনিজ পদার্থের উপস্থিতি  

            iii. তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i  ও iii   

            গ. ii ও iii           ঘ i, ii ও iii

            উত্তর : i ও ii

১৬. কলকারখানা থেকে কোন গ্যাস নির্গত হয় না?

            ক.  SO2            খ.  CO2   

            গ. NH3            ঘ. NO2

            উত্তর : NH3     

১৭. ‘ক্যাটরিনা’ কোন ধরনের দুর্যোগ?

            ক. ঘূর্ণিঝড়         খ. সুনামি

            গ. টর্নেডো          ঘ. হ্যারিকেন

            উত্তর : হ্যারিকেন

১৮. পানির তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হলে মাছ মারা যায়?

            ক. ২০ সে.       খ. ২৫সে:  

            গ. ৩০সে:       ঘ. ৩২ সে:

            উত্তর : ৩২ সে:

১৯.       বাংলাদেশে অধিক খরাপ্রবণ অঞ্চল হলো—

            ক. উত্তরাঞ্চল      খ. পশ্চিমাঞ্চল

            গ. পূর্বাঞ্চল          ঘ. দক্ষিণাঞ্চল

            উত্তর : উত্তরাঞ্চল

২০.কন্যা সন্তান জন্মের জন্য দায়ী কে?

            ক.  পিতা           খ. মা    

            গ. শুক্রাণু           ঘ. ডিম্বাণু

            উত্তর : পিতা

২১.       অটোজোম কতটি?

            ক. ২২টি             খ. ২৩টি

            গ. ৪৪টি             ঘ. ৪৬টি

            উত্তর : ৪৪টি

২২. ডারউইনের মতে একটি সরিষা গাছ থেকে বছরে প্রায় কত বীজ জন্মায়?

            ক. ৬,৩০০০০    খ. ৬,৭০০০০

            গ. ৭,১০০০০      ঘ. ৭,৩০০০০

            উত্তর : ৭,৩০০০০

২৩. ব্যান্ডের হূদপিণ্ডে প্রকোষ্ট কয়টি?

            ক. ৩   খ. ৪    গ. ৫     ঘ ২

            উত্তর : ৪

২৪. পিডিসি পাইপের মনোমার কোনটি?

            ক. ইথিলিন         খ. ভিনাইল ক্লোরাইড   

            গ. ফেনল           ঘ. ফরমাল ডিহাইড

            উত্তর : ভিনাইল ক্লোরাইড

২৫. পাটতন্তুর প্রক্রিয়াকরণকে বলা হয়—

            ক. ব্যাচিং           খ. মিক্সিং

            গ. সিল্ক ঘ. ডেক্সন

            উত্তর : ব্যাচিং

২৬.স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?

            ক. ১৫ সে: মি:    খ. ২০ সে: মি:   

            গ. ২৫ সে:মি:      ঘ. ১০ সে:মি:

            উত্তর : ২৫ সে:মি:

২৭.        কোন বর্ণের আলোর  প্রতিসরণ সবচেয়ে বেশি?

            ক. লাল              খ. বেগুনি   

            গ. নীল              ঘ. সবুজ

            উত্তর :   বেগুনি  

২৮. তেজস্ক্রিয়তা এড়াতে কীসের দেওয়াল ব্যবহূত হয়?

            ক. দস্তা   খ. তামা    গ. টিন      ঘ. সীসা

            উত্তর : সীসা

২৯.শ্রবণোত্তর শব্দ তরঙ্গ হলো—

            ক. ২০ হার্জ         খ. ২০,০০০ হার্জের কম

            গ. ২০,০০০ হার্জের বেশি              

            ঘ. ২০,০০০ হার্জ

            উত্তর : ২০,০০০ হার্জের বেশি

৩০. এমআরআই (MRI) হলো—

            ক. Mark Recovery Imaging

            খ. Magnetic Recovery Imaging

            গ. Mark Reader  Imaging

            ঘ. Magnetic Resonance Imaging

            উত্তর : Magnetic Resonance Imaging

সর্বশেষ খবর