রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দশম শ্রেণির বাংলা প্রথমপত্র

মো. হাসানুল কায়সার

দশম শ্রেণির বাংলা প্রথমপত্র

মডেল টেস্ট

 

১.         ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’ এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত কার কথা ভাবেন?

            ক. কপোতাক্ষ নদ            খ. বাংলাদেশ

            গ. সাগরদাড়ি     ঘ. বাঙালি

২.         ‘মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না’, ‘বই পড়া’ প্রবন্ধে ‘মনের দাবি’ বলতে কী বোঝানো হয়েছে?

            ক. সাহিত্যচর্চা     খ. শিক্ষা

            গ. জ্ঞান             ঘ. অর্থোপার্জন

৩.        ‘পল্লিজননী’ কবিতার ‘সম্মুখে তার ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা’ চরণটিতে প্রকাশ পেয়েছে—

            i. সন্তানের মৃত্যু আশঙ্কা

            ii. মায়ের মনের শঙ্কা

            iii. ছেলের চঞ্চলতা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. iiও iii            ঘ. i, ii ও iii

৪.         শিক্ষার আসল কাজ কী?

            ক. জ্ঞান পরিবেশন           খ. সংস্কৃতিচর্চা

            গ. মূল্যবোধ সৃষ্টি             ঘ. জীবসত্তা লালন

৫.         ‘যে বলিবে হজরত মুহাম্মদ (সা.) মরিয়াছেন, তাহার মাথা যাইবে’—হজরত ওমর (রা.)-এর এ রকম উক্তির কারণ কী?

            ক. হজরত (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা

            খ. গভীর ক্রোধ   গ. ভীষণ মানসিক কষ্ট

            ঘ. তার মতে হজরত (সা.) অমর

৬.        হরিহর কার বাড়িতে গোমস্তার কাজ করে?

            ক. অন্নপূর্ণা রায়   খ. অধর রায়

            গ. অন্নদা রায়     ঘ. অমিয় রায়

৭.         বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ বলার কারণ কী?

            ক. তিনি কবিতার ভাষায় রাজনীতি করতেন

            খ. তিনি কাব্যিক ঢঙের রাজনীতি করতেন

            গ. তিনি জনগণের আবেগ-অনুভূতিকে প্রাধান্য দিতেন

            ঘ. তিনি মানুষকে ভালোবাসতেন

            সৃজয় এমএসসি পাস করে বেকার অবস্থায় দিন কাটাত। কিন্তু তার বিদ্যার প্রভাবে এক ধনীর দুলালির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর সৃজয় তার শ্বশুরের ব্যবসা দেখাশোনা করতে থাকে।

৮.        উদ্দীপকে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে?

            ক. আলস্য          খ. পাস-বিক্রয়

            গ. কর্মবিমুখতা   ঘ. রূপচর্চা

৯.         ‘সাহসী জননী’ কাকে বলা হয়েছে?

            ক. জাহানারা ইমামকে       খ বাংলাদেশকে

            গ. বাঙালিকে      ঘ বাংলার প্রকৃতিকে

            জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা,

            জাগো কালবোশেখিরা

            শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা

১০.       উদ্দীপকে ‘আমার পরিচয়’ কবিতার কোন দিকটি বিদ্যমান?

            ক. প্রতিবাদ   খ. সাম্য   গ. ত্যাগ  ঘ. দেশপ্রেম

১১.       উক্ত ভাবটি ‘আমার পরিচয়’ কবিতার কোন চরণে ফুটেছে?

            ক. ‘আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি

            খ. এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে

            গ. এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে

            ঘ. এসেছি আমার পেছনে হাজার চরণচিহ্ন ফেলে

১২.       কাষ্ঠঘণ্টার শব্দ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় আগে কোথায় শুনেছিলেন?

            ক. মেদিনীপুরে    খ. নদীয়ায়

            গ. বর্ধমানে         ঘ. আসানসোলে

১৩.      ‘একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে’—নক্ষত্র বলতে কী বোঝানো হয়েছে?

            ক. নিমের ফুল     খ. নিমের পাতা

            গ. নিমের ছাল     ঘ. নিমের ডাল

১৪.       ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

            ক. বিধ্বস্ত নীলিমা          

            খ. দুঃসময়ের মুখোমুখি

            গ. আমি অনাহারী

            ঘ. বন্দিশিবির থেকে

১৫.       কাঙালির বয়স কত?

            ক. ১২  থেকে ১৩             খ. ১৩ থেকে ১৪

            গ. ১৪ থেকে ১৫ ঘ. ১৫ থেকে ১৬

            বনের পর বন চলেছে বনের নাহি শেষ

            ফুলের-ফলের সুবাসভরা এ কোন পরির দেশ?

১৬.      উদ্দীপকে ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কোন দিকটি বিদ্যমান?

            ক. প্রাকৃতিক সৌন্দর্য        খ. আত্মীয়তা

            গ. দরিদ্রতা         ঘ. একাত্মতা

১৭.       উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?

            ক. আমি কোনো অভ্যাগত নই

            খ. সাক্ষী তার চিরোল পাতার টলমল শিশির

            গ. অকালবার্ধক্যে নত কদম আলী

            ঘ. আর তার চিরচেনা স্বজন একজন

১৮.      ‘যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন’—চরণটিতে কবি কী বুঝিয়েছেন?

            ক. বৃষ্টির পরবর্তী অবস্থা  

            খ. স্মৃতিকাতরতা

            গ. বৃষ্টির সময়কাল

            ঘ. বৃষ্টিহীন অবস্থা

            ‘কে তোমায় বলে বারাঙ্গনা মা,

            কে দেয় থুতু ওই গায়ে,

            হয়তো তোমায় স্তন্য দিয়েছে

            সীতা সম সতী মায়ে।’

১৯.       উদ্দীপকটি ‘মানুষ’ কবিতার যে ভাবের সঙ্গে সংগতিপূর্ণ তা হলো—

            i. মানুষের শ্রেষ্ঠত্ব রর. শ্রেণি-বৈষম্যহীনতা

            iii. অভেদ মানবজাতি সত্তা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২০.       পাঠক সমাজে জনপ্রিয়তার শীর্ষে সাহিত্যের কোন ধরন?

            ক. কবিতা   খ. উপন্যাস  গ. নাটক  ঘ. প্রবন্ধ

২১.       সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে মৃত্যুবরণ করেন?

            ক. ১৯১৮   খ. ১৯১৯   গ. ১৯২০  ঘ. ১৯২২

২২.        ‘প্রাণ’ কবিতায় ‘জীবন্ত হূদয়’ বলতে নিচের কোনটি বোঝানো হয়েছে?

            ক. পৃথিবী খ. মানুষ গ. প্রকৃতি ঘ. অমর মানুষ

২৩.       ‘মহিমা’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?

            ক. সন্ধি    খ. প্রত্যয়   গ. সমাস  ঘ. উপসর্গ

২৪.       ‘আমার সন্তান’ কবিতায় লক্ষণীয় দিক হলো—

            i. স্বার্থপরতা       in. পরার্থপরতা

            iii. নিঃস্বার্থপরতা

            নিচের কোনটি সঠিক?

            ক. i   খ. ii    গ. i ও iii    ঘ. ii ও iii

২৫.       ‘কিছু শব্দ বেশ রুগ্নভাবে এসেছে বাঙলায়।’ —কোন শব্দগুলো?

            ক. তৎসম খ. তদ্ভব গ. অর্ধতৎসম ঘ. বিদেশি

২৬.       রুমীকে বাঁচানোর জন্য হানাদার বাহিনীর কাছে কোনো ক্ষমা প্রার্থনা না করায় কী প্রকাশ ঘটেছে?

            i. মুক্তিযোদ্ধার আত্মমর্যাদা

            ii. স্বাধিকার চেতনা

            iii. পাক হানাদারদের প্রতি ঘৃণা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

            তর্করত্ন ব্রাহ্মণ। তাই মুসলমান গফুর মিঞা যখন তর্করত্নের কাছে দয়া প্রার্থনা করতে যায়, তখন সে দুই পা পিছিয়ে বলে, ‘আ মর, ছুঁয়ে  ফলবি নাকি?’

২৭.        উদ্দীপকে ‘পয়লা বেশাখ’ প্রবন্ধের কোন বক্তব্য ফুটে উঠেছে?

            ক. পাকিস্তানের ধর্মান্ধতা

            খ. উচ্চবিত্তদের ফ্যাশন

            গ. ধর্মনিরপেক্ষতা

            ঘ. ব্রিটিশদের শোষণ

২৮.      ‘অন্ধবধূ’ কবিতায় ‘চোখ গেল’ দ্বারা কী বোঝানো হয়েছে—

            ক. চোখ অন্ধ হওয়াকে

            খ. অন্ধ চোখের যন্ত্রণাকে

            গ. পারিবারিক নির্যাতনকে

            ঘ. একধরনের পাখিকে

২৯.       ‘কারও কাছে যা পাই না, তুমি তা দেবে কেন?’—উক্তিটিতে মমতাদির যে জিনিসটি না পাওয়ার আক্ষেপ তা হলো—

            i. সম্মান    ii. আদর    iii. ভালোবাসা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

৩০.      জীবনানন্দ দাশের কবিতার মূল প্রেরণা কী?

            ক. প্রকৃতির রহস্যময় সৌন্দর্য

            খ. রহস্যময়ী মানুষ

            গ. রহস্যময় প্রাণিজগৎ

            ঘ. নগরের বাস্তবতা।

সর্বশেষ খবর