রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এসএসসি বাংলা দ্বিতীয়পত্র

সুলতানা জামান

এসএসসি বাংলা দ্বিতীয়পত্র

কাল, পুরুষ ও কালের বিশিষ্ট প্রয়োগ

 

১.         কোনটি নিত্যবৃত্ত অতীতের উদাহরণ?

            ক. আমি রোজ সকালে বেড়াই

            খ. আমি রোজ বেড়াতে যাব

            গ. তোমাকে রোজ যেতে হবে

            ঘ. আমি রোজ স্কুলে যেতাম

২.         কোনটি নিত্যবৃত্ত অতীতকালের ঘটনা?

            ক. বেলা যে পড়ে এলো     

            খ. আকাশে চাঁদ ছিল

            গ. আমরা রোজ ফুল কুড়াতাম

            ঘ. ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়

৩. ‘সাতাশ হতো যদি একশ সাতাশ’—এখানে ‘হতো’ কোন কালের ক্রিয়া?

            ক. পুরাঘটিত অতীত        খ. পুরাঘটিত বর্তমান

            গ. সাধারণ অতীত           ঘ. নিত্যবৃত্ত অতীত

৪.         ‘সাতাশ হত যদি একশ সাতাশ’—এখানে কী বুঝাতে নিত্যবৃত্ত অতীত ব্যবহূত হয়েছে?

            ক. কামনা          খ. সম্ভাবনা

            গ. ইচ্ছা ঘ. অসম্ভব কল্পনায়

৫.         কোনটি পুরাঘটিত অতীতকালের উদাহরণ?

            ক. সেবার তাকে সুস্থই দেখেছিলাম

            খ. কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল

            গ. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি

            ঘ. কে জানত আমার ভাগ্য এমন হবে

৬.        আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে কোন কাল ব্যবহূত হয়?

            ক. বর্তমানকাল   খ. ভবিষ্যৎকাল

            গ. নিত্যবৃত্ত অতীতকাল   

            ঘ. পুরাঘটিত বর্তমানকাল

            সমাপিকা অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ

৭.         সমাপিকা ক্রিয়া গঠিত হয়—

            ক. ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎকালের বিভক্তি যুক্ত হয়ে

            খ. ধাতুর সঙ্গে কাল-নিরপেক্ষ হয়ে

            গ. ধাতুর সঙ্গে বর্তমানকালের বিভক্তি যুক্ত হয়ে

            ঘ. ধাতুর সঙ্গে অতীতকালের বিভক্তি যুক্ত হয়ে

৮.        অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কর্তা কত প্রকার?

            ক. বার প্রকার     খ. তিন প্রকার

            গ. দুই প্রকার       ঘ. ছয় প্রকার

৯.         সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথচলা শুরু করল— এখানে ‘সূর্য’ কোন ধরনের কর্তা?

            ক. অসমান কর্তা             খ. এক কর্তা

            গ. প্রযোজক কর্তা             ঘ. নিরপেক্ষ কর্তা

১০.       ‘সাপেক্ষতা’—অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি?

            ক. আজ গেলেও যা, কাল গেলেও তা

            খ. তিনি গেলে কাজ হবে

            গ. চারটা বাজলে স্কুলের ছুটি হবে

            ঘ. বৃষ্টিতে ভিজলে সর্দি হয়

১১.       কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ‘নিমিত্ত’ অর্থ প্রকাশ করছে?

            ক. এখন আমি যেতে চাই  

            খ. এখন ট্রেন ধরতে হবে

            গ. পদ্মফুল দেখতে সুন্দর

            ঘ. মেলা দেখতে ঢাকা যাব

১২.       ‘কাটিতে কাটিতে ধান এল বরষা’।—এই বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহূত হয়েছে?

            ক. সমকাল         খ. নিরন্তরতা

            গ. সমাপ্তি           ঘ. সূচনা

১৩. ‘কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল’—এ বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী রূপে ব্যবহূত হয়েছে?

            ক. উপসর্গ          খ. অনুসর্গ

            গ. ক্রিয়াবাচক বিশেষ্য      ঘ. প্রকৃতি ও প্রত্যয়

১৪. কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয়?

            ক. ইয়া>এ          খ. ইলে>লে

            গ. ইতে>তে        ঘ. ইনে>নে

১৫. ‘বৃষ্টি থেমে গেল’—যৌগিক ক্রিয়ার কোন অর্থ প্রকাশ করে?

            ক. অবিরাম অর্থ খ. ক্রমশ অর্থ

            গ. সমাপ্তি অর্থ     ঘ. সম্ভাবনা অর্থ

           

            উত্তরমালা : ১.খ ২.গ ৩.ঘ ৪.ঘ ৫.ক ৬.খ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.খ ১১.ঘ ১২.খ ১৩.খ ১৪.ঘ ১৫.গ।

সর্বশেষ খবর