শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ডিগ্রি (পাস ও অনার্স) আবশ্যিক ইংরেজি

এম এ হামিদ খান

ডিগ্রি (পাস ও অনার্স) আবশ্যিক ইংরেজি

শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের  দেশের ছাত্রছাত্রীরা ইংরেজিতে Basically খুবই দুর্বল। তারা ইংরেজি পড়ে ইংরেজি ভাষা শিখার জন্য নয়- তারা ইংরেজি ভাষার ৪টি Skill-Speaking, Listening, Reading , Writing সম্বন্ধে দক্ষ নয়। তারা কেবল চেষ্টা করে মুখস্থ করে ইংরেজি বিষয়ে কোনোভাবে পাস করতে। কিন্তু বর্তমান Communicative-এর যুগে ইংরেজি বিষয় মুখস্থ করার নয়- ইংরেজিতে Basic Knowledge তথা Grammar-এর ওপর পূর্ণ দখল না থাকলে কোনো ক্রমেই ইংরেজি বিষয়ে ভালো করা সম্ভব নয়। বিষয়টি সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক এবং অভিভাবক মহল সবাইকে উপলব্ধি করতে হবে। তোমাদের জন্য পর্যায়ক্রমে Grammar-এর নিয়মাবলি আলোচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত প্রশ্নপত্রের ধরন, উদাহরণ এবং তার উত্তর যথারীতি আলোচনা করব। আজ আমরা WH-Question কি এবং এর গঠন প্রক্রিয়া আলোচনা করছি।

WH-questions

ইংরেজি ভাষায় আমরা দুভাবে প্রশ্ন করতে পারি  : Auxiliary verb (Primary and Modal auxiliary) ব্যবহার করে এবং WH-Word ব্যবহার করে। Interrogative Sentence গঠন করা হলে তার উত্তরে  Yes বা No বলা বা লেখা যায়।

যেমন  : (i) Does he read a book? (সে কি একটি বই পড়ে?) এর উত্তর যদি হ্যাঁ হয় তবে  ‘Yes’ এবং না হলে ‘No’ লেখা যায়।

আবার (i) Can you do the work? (তুমি কি কাজটি করতে পার?) এর উত্তর যদি হ্যাঁ হয় তবে ‘Yeং’ এবং না হলে ‘No’ লেখা যায়। কিন্তু WH-Question দ্বারা কোনো তথ্য জানতে চাওয়া হলে এর উত্তরে সংক্ষেপে ‘Yes’ বা ‘No’ দেওয়া যায় না,  পুরো Sentence লিখতে হয়।

যেমন :

(i) When did he come?

Ans. He came yesterday. (এখানে ‘Yes’ বা ‘No’ ব্যবহার করে Answer দেওয়া যায় না।

WH-questions  কি?

WH বলতে আমরা বুঝি যে সব শব্দের শুরুতে W বা ঐ রয়েছে এবং এসব শব্দ দ্বারা যখন প্রশ্ন তৈরি করা হয়, তখন একে WH-questions  বলে। যেমন : Who, What, Whom, Whose, When, Where, Why, How ইত্যাদি।

Forms of WH Question

 

১. ব্যক্তির ক্ষেত্রে  :          

            i. ব্যক্তি যখন Subject  : Who (কে?)  

            ii.ব্যক্তি যখন Object :Whom (কাকে?)

            iii.ব্যক্তি যখন Possessive : Whose (কার?)

            Who এর ব্যবহার  : Who (কে?) সব সময় ব্যক্তিকে বোঝায় এবং Who যখন Subjecঃ হয়ে বসে তখন এর সঙ্গে সাহায্যকারী Verb  : do/does/did বসে না। যেমন  :     

            (i) Shakespeare wrote Hamlet. Question : Who wrote Hamlet?

            Note  : এখানে Shakespeare Subject এ জন্য WH Question তৈরির ক্ষেত্রে Auxiliary বসে নাই। তবে do/does/did ছাড়া অন্য সাহায্যকারী Verb বসে। যেমন :

            i. Rima has done the work.

            Question  : Who has done the work?

            ii. The boy is playing.

            Question  : Who is playing?

            Who অনেক সময় বাক্যের Object হিসেবে কাজ করে এবং তখন Who এর পরে Verb to be (am/is/are/was/were) বসে। যেমন :

            i.  The boy is my brother.

            Question : Who is your brother?

            Whom এর ব্যবহার  : কাকে বুঝালে Whom, কার সাথে বুঝালে To Whom/With Whom এবং কার দ্বারা বুঝালে By Whom দিয়ে হয়। যেমন :

            i. I am talking to my friend? (আমি আমার বন্ধুর সাথে কথা বলছি।)

            Question : Whom are you talking to? Or, To whom are you talking? (তুমি কার সাথে কথা বলছ?)

            ii.  He lives with his mother. (সে তার মার সাথে বাস করে।)

            Question : Whom does he live with?  (সে কার সাথে বাস করে?)

            iii. The book is written by Azad. (বইটি আজাদের লেখা।)

            Question : By whom is the book written? (বইটি কার লেখা?)

 

WH-questions-এর ব্যবহার

            ডhose এর ব্যবহার  : ‘Whose’ অধিকার (Possessive) সম্পর্কে প্রশ্ন করবে। ‘Whose’ কোনো Subjecঃ এর সাথে সংযুক্ত হয়ে Subject-এর অবস্থানে থাকতে পারে আবার Objecঃ এর সাথে সংযুক্তও হতে পারে। যেমন :

            i. Salim’s car broke down. (সেলিমের গাড়ি ভেঙে ছিল)

            Question : Whose car broke down?  (কার গাড়ি ভেঙে ছিল?)

            Note : এখানে Subject -এর Possession বুঝাইয়াছে এবং এ ক্ষেত্রে সাহায্যকারী do/does/did বসে না।

            ii.  I took Asad’s Pen. ( আমি আসাদের কলম নিয়েছিলাম।)

            Question : Whose pen did you take?  (তুমি কার কলম নিয়েছিলে?)

            Note : Object-এর Possession বুঝাইয়াছে এবং Tense অনুযায়ী (Past tense) সাহায্যকারী Verb did বসিয়াছে।

সর্বশেষ খবর