রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ডিগ্রি (পাস ও অনার্স) আবশ্যিক ইংরেজি

এম এ হামিদ খান

ডিগ্রি (পাস ও অনার্স) আবশ্যিক ইংরেজি

       What এর ব্যবহার : What as Subject (Subject wnGmGe What এর ব্যবহার)  : কি দ্বারা প্রশ্ন করে কোন কিছু সম্পর্কে জানতে চাওয়ার ক্ষেত্রে What Subject হিসেবে Sentence এর শুরুতে বসে। এক্ষেত্রে What এর পর Tense অনুযায়ী সাহায্যকারী ঠবত্ন : do/does/did  ব্যবহূত হয় না। যেমন :

i. The news of his illness made me sad. (তার অসুস্থতার সংবাদ আমাকে ব্যথিত করেছিল।)

Question : What made you sad?  (কি তোমাকে ব্যথিত করেছিল?)

Note : এখানে The news of his illness (Subject)  এর পরিবর্তে ডযধঃ বসেছে।

ii.  I am looking for a pen. (আমি একটি কলম খুঁজিতেছি।)

Question : What are you looking for?  (তুমি কি খুঁজিতেছ?)

iii.  His aim is to shine in life. (তার লক্ষ্য হলো জীবনে উন্নতি লাভ করা।)

Question : What is his aim in life?  (তার জীবনের লক্ষ্য কি?)

Note : (ii)   নং I (iii) bs বাক্যে What এর পর Verb to be বসেছে।

What as Object : (Object হিসেবে What এর ব্যবহার) : What hLb Object হিসেবে বসে, তখন Interrogative Sentence-এ সাহায্যকারী Verb বসে। যেমন :

a.  He needs a book.

Question : What does he need?

(b)  I bought a dictionary.

Question : What did you buy?

Note : উপরের দুটি বাক্যে What  object কে নির্দেশ করেছে এবং উভয় ক্ষেত্রে Tense অনুযায়ী does এবং ফরফ বসেছে।

What for/For What : কেন বা কোন কারণ জানার জন্য অনেক সময় What for, Why এর অর্থে ব্যবহূত হয়। যেমন :

i. He reads the book for pleasure.  (সে আনন্দের জন্য বই পড়ে।)

Question : What does he read the book for?

Or, For what does he read the book? (সে কি জন্য বই পড়ে?)

Note : বাক্যটি ডযু দ্বারাও করা যায়। যেমন : Why does he read the book? (সে কেন বই পড়ে?)

অনেক সময় পেশা (Profession) জানার জন্য What দিয়ে প্রশ্ন করা হয়। যেমন :

i.  My brother is a doctor.  (আমার ভাই একজন ডাক্তার)

Question : What is your brother? (তোমার ভাই কি করে?)

কোন ব্যক্তি বা বস্তু কেমন তা জানার জন্য What দ্বারা প্রশ্ন করা হয়। যেমন :

i. Her face looks like the moon.  (তার মুখ চাঁদের মতো।)           

Question : What does her face look like? (তার মুখ কেমন?)

(i)  They are friendly and helpful. 

Question : What are they like?

Which-এর ব্যবহার  : Which as subject : ‘কোনিট’-এ প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ‘Which’ দ্বারা WH-question করা হয়। বস্তু বা প্রাণীবাচক Subject এর ক্ষেত্রে Which Sentence এর শুরুতে বসে। Which যখন Subject হিসেবে কোন Sentence – এ বসে তখন সে Sentence – এ কোন Personal (ব্যক্তিবাচক) Subject বসে না। এ ক্ষেত্রে Which এর পর একটি বস্তুবাচক বা প্রাণীবাচক Noun এর উল্লেখ থাকে। Which দিয়ে কোন কিছু পছন্দ করা বা আলাদা করার জন্য প্রশ্ন করা হয়। যেমন :

(i) Green mangoes taste sourtten by Azad. (বইটি আজাদের লেখা।)

Question : By whom is the book written? (বইটি কার লেখা?)

WH-questions-এর ব্যবহার

Whose এর ব্যবহার : ‘Whose’ অধিকার (Possessive) সম্পর্কে প্রশ্ন করবে। ‘Whose’ কোনো Subject এর সাথে সংযুক্ত হয়ে Subject-এর অবস্থানে থাকতে পারে আবার Object এর সাথে সংযুক্তও হতে পারে। যেমন :

i. Salim’s car broke down. (সেলিমের গাড়ি ভেঙে ছিল)

Question : Whose car broke down?  (কার গাড়ি ভেঙে ছিল?)

Note : এখানে Subject -এর Possession বুঝাইয়াছে এবং এ ক্ষেত্রে সাহায্যকারী do/does/did বসে না।

ii.  I took Asad’s Pen. (আমি আসাদের কলম নিয়েছিলাম।)

Question : Whose pen did you take?  (তুমি কার কলম নিয়েছিলে?)

Note : Object-এর Possession বুঝাইয়াছে এবং Tense অনুযায়ী (Past tense) সাহায্যকারী Verb did বসিয়াছে।

What এর ব্যবহার : What as Subject (Subject wnGmGe What এর ব্যবহার) : কি দ্বারা প্রশ্ন করে কোন কিছু সম্পর্কে জানতে চাওয়ার ক্ষেত্রে What Subject হিসেবে Sentence এর শুরুতে বসে। এক্ষেত্রে What এর পর Tense অনুযায়ী সাহায্যকারী Verb : do/does/did  ব্যবহূত হয় না। যেমন :

i. The news of his illness made me sad. (তার অসুস্থতার সংবাদ আমাকে ব্যথিত করেছিল।)

Question : What made you sad? (কি তোমাকে ব্যথিত করেছিল?)

Note : এখানে The news of his illness (Subject)  এর পরিবর্তে What বসেছে।

ii.  I am looking for a pen. (আমি একটি কলম খুঁজিতেছি।)

Question : What are you looking for?  (তুমি কি খুঁজিতেছ?)

iii.  His aim is to shine in life. (তার লক্ষ্য হলো জীবনে উন্নতি লাভ করা।)

Question : What is his aim in life?  (তার জীবনের লক্ষ্য কি?)

Note : (ii)   bs I (iii) নং বাক্যে What এর ci Verb to be বসেছে।

What as Object : (Object হিসেবে What এর ব্যবহার) : What যখন Object হিসেবে বসে, তখন Interrogative Sentence-এ সাহায্যকারী Verb eGm। যেমন :

a.  He needs a book.

Question : What does he need?

(b)  I bought a dictionary.

Question : What did you buy?

Note : উপরের দুটি বাক্যে What  object কে নির্দেশ করেছে এবং উভয় ক্ষেত্রে Tense অনুযায়ী does এবং ফরফ বসেছে।

What for/For What : কেন বা কোন কারণ জানার জন্য অনেক সময় What for, Why এর অর্থে ব্যবহূত হয়। যেমন : i. He reads the book for pleasure.  (সে আনন্দের জন্য বই পড়ে।)

Question : What does he read the book for?

Or, For what does he read the book? (সে কি জন্য বই পড়ে?)

Note : বাক্যটি Why দ্বারাও করা যায়। যেমন : Why does he read the book? (সে কেন বই পড়ে?)

অনেক সময় পেশা (Profession) জানার জন্য What দিয়ে প্রশ্ন করা হয়। যেমন :

i.  My brother is a doctor.  (আমার ভাই একজন ডাক্তার)

Question : What is your brother? (তোমার ভাই কি করে?)

কোন ব্যক্তি বা বস্তু কেমন তা জানার জন্য What দ্বারা প্রশ্ন করা হয়। যেমন :

i. Her face looks like the moon.  (তার মুখ চাঁদের মতো।)           

Question : What does her face look like? (তার মুখ কেমন?)

(i)  They are friendly and helpful. 

Question : What are they like?

Which-এর ব্যবহার : Which as subject : ‘কোনিট’-এ প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ‘Which’ দ্বারা WH-question করা হয়। বস্তু বা প্রাণীবাচক Subject এর ক্ষেত্রে Which Sentence এর শুরুতে বসে। Which যখন Subject হিসেবে কোন Sentence – এ বসে তখন সে Sentence – এ কোন Personal (ব্যক্তিবাচক) Subject বসে না। এ ক্ষেত্রে Which এর পর একটি বস্তুবাচক বা প্রাণীবাচক Noun এর উল্লেখ থাকে। Which দিয়ে কোন কিছু পছন্দ করা বা আলাদা করার জন্য প্রশ্ন করা হয়। যেমন :

Green mangoes taste sour.

সর্বশেষ খবর