সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা

নৈর্ব্যক্তিক মডেল টেস্ট

     নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও

     সমাজসেবক ইলিয়াছ সাহেব ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে এলাকার কিছু নিঃস্ব ও অসহায় মানুষকে অর্থ সাহায্য করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন।

১.    ইলিয়াছ সাহেবের কাজটি কিসের অন্তর্ভুক্ত?

     ক. হাক্কুল্লাহ  খ. হাক্কুল ইবাদ গ. হাক্কুল ওয়ালেদাইন ঘ. হাক্কুল মুয়াল্লেক

 

২.    তার এ কাজের ফলে

     i. জান্নাতে যাওয়ার পথ সুগম হবে

     ii. মানুষের প্রতি হক আদায় হবে

     iii. সমাজে মান-সম্মান বৃদ্ধি হবে

     নিচের কোনটি সঠিক

     ক. i ও ii      খ. i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii

৩.    মূলত জিহাদ প্রণয়ন করা হয়েছে কেন?

     ক. ইসলামের বিস্তারের জন্য    খ. ইসলাম প্রতিষ্ঠার জন্য

     গ. শান্তি প্রতিষ্ঠার জন্য  ঘ. শত্রু দমন করার জন্য

৪.    ইলম কয় প্রকার?

     ক. ২ প্রকার  খ. ৩ প্রকার   গ. ৪ প্রকার   ঘ. ৫ প্রকার

৫.    হজের ফরজ কয়টি?

     ক. ২টি       খ. ৩টি      গ. ৪টি      ঘ. ৫টি

৬.    সকল পাপ কাজের জননী কোনটি?

     ক. ধোঁকাবাজি         খ. ভণ্ডামী      গ. মিথ্যা    ঘ. গীবত

৭. পরিচ্ছন্নতার আরবি প্রতিশব্দ কী?

     ক. নাজাসাত       খ. নাজাফাত       গ. রিয়া      ঘ. হাসাদ

     নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও

     সিদ্দিক ও শাহিন একই প্রতিষ্ঠানে চাকরি নেয়। কিছু দিনের মধ্যে শাহিনের কাজের সুনাম ছড়িয়ে পড়লে সিদ্দিক তা সহ্য করতে পারে না। সে শাহিনের নামে নানা ধরনের কুৎসা রটায়।

৮.    সিদ্দিকের চরিত্রে কোনটি প্রকাশিত হয়েছে?

     ক. অহংকার  খ. হিংসা  গ. ক্রোধ  ঘ. লোভ

৯.    সিদ্দিকের এ কাজের পরিণতি হবে—

     i. তার সত্কর্মগুলো নষ্ট হয়ে যাবে

     ii. আল্লাহ তাকে ক্ষমা করবেন না

     iii. প্রতিষ্ঠানে সুনাম অর্জন করবে

 

নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii      খ. i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii

১০.   ওয়াদার আরবি প্রতিশব্দ কী?

     ক. আল আহদু খ. আস্ সিদক

     গ. আল কিয্ব ঘ. আল ইহসান

১১.   ‘মায়ের পদতলে সন্তানের বেহেশত’ উক্তিটি কার?

     ক. মহান আল্লাহর     খ. মহানবী (সা.)-এর

     গ. হজরত উমর (রা.)-এর   ঘ. হজরত আলি (রা.)-এর

১২.   হজরত উমর (রা.) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

     ক. ৫৮০     খ. ৫৮১       গ. ৫৮২      ঘ. ৫৮৩

১৩. ইমাম আবু হানিফা (র.)-এর আদর্শ অনুযায়ী চলতে গেলে আমাদের কর্তব্য হলো—

     ক. নৈতিক মূল্যবোধ সংরক্ষণ করা খ. সামাজিক কাজে সহযোগিতা করা

     গ. সরকারি কাজে পরামর্শ করা ঘ. দীনহীনভাবে জীবনযাপন করা

১৪. হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে বিচার কার্যে রসুল (সা.) কিসের পরিচয় দিয়েছিলেন?

     ক. সাহসিকতার খ. বিচক্ষণতার  গ. শক্তির ঘ. সহমর্মিতার

১৫.   ন্যায়বিচার বলতে বোঝায়—

     i. আইন অনুযায়ী বিচার করা   ii. গণ্যমান্যদের সম্মান প্রদর্শন করা

     iii. সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii      খ. i ও iii     গ. ii ও iii      ঘ. i, ii ও iii

১৬.   খলিফা আল-মানসুর কাকে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছিলেন?

     ক. ইমাম গাজ্জালি (র.)     খ. ইমাম শাফি (র.)

     গ. ইমাম বুখারি (র.) ঘ. ইমাম আবু হানিফা (র)

১৭.   নাসির উদ্দিন তুসি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

     ক. ১২০১    খ. ১০৫৮   গ. ১১১০  ঘ. ১১১১   —শিক্ষা ডেস্ক

 

উত্তরমালা : ১ খ, ২ গ, ৩ ঘ, ৪ ক, ৫ ক, ৬ খ, ৭ গ, ৮ খ, ৯ ঘ, ১০ গ, ১১ ক, ১২ ঘ, ১৩ গ, ১৪ খ, ১৫ ঘ, ১৬ গ, ১৭ ক।

 

সর্বশেষ খবর