বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এসএসসির বাংলা প্রথমপত্র

মো. হাসানুল কায়সার

বহু নির্বাচনী প্রশ্ন

 

কবিতাংশটুকু পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     গাহি সাম্যের গান

     মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান

১.   উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন প্রবন্ধের মিল খুঁজে পাও?

     ক. নিরীহ বাঙালি     খ. শিক্ষা ও মনুষ্যত্ব

     গ. উপেক্ষিত শক্তির উদ্বোধন   ঘ. পয়লা বৈশাখ

২.   উদ্দীপক ও প্রবন্ধের মধ্যে ভাবগত ঐক্য হলো—

     i. সত্যবাদিতা      ii. সাম্যবাদিতা     iii. অসাম্প্রদায়িকতা

     নিচের কোনটি সঠিক?

     ক. i      খ. ii ও iii      গ. i ও ii      ঘ. i, ii ও iii

৩.   ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে ‘নিচের থেকে ঠেলা’ বলতে কী বোঝায়?

     ক. লোভের ফাঁদে পা না দেওয়া

     খ. সুশিক্ষার ব্যবস্থা করা

     গ. সুশৃঙ্খল সমাজব্যবস্থা নিশ্চিত করা

     ঘ. মনুষ্যত্ব অর্জনের পথ প্রশস্ত করা

উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

এককালে হাসান শেখের নিজের জমিজমা ছিল। সময়ের ব্যবধানে সব শেষ। এখন অন্যের জমি চাষ করে সংসার চালান। নিজের গ্রামের লোকজন তাঁর মূল্যায়ন না করলেও আগের প্রতিপত্তির কারণে অন্যত্র তাঁর কদর আছে।

৪.   উদ্দীপকের হাসান শেখের সঙ্গে ‘আম-আঁঁটির ভেঁপু’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

     ক. সর্বজয়া    খ. ভুবন মুখুজ্যে      গ. নীলমণি ঘ. হরিহর

৫.   এই সাদৃশ্য মূলত—

     i. দারিদ্র্য    ii আভিজাত্যের সম্মানে

     iii. প্রতিপত্তিতে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii       খ. ii ও iii      গ. i ও iii       ঘ. i, ii ও iii

৬.   ‘পালা মৌ’ ভ্রমণ কাহিনীতে ‘যেন মর্তে মেঘ করিয়াছে’ বলতে কী বোঝানো হয়েছে?

     ক. আকাশে মেঘ করেছে     খ. প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা

     গ. পাহাড় ও চারপাশের পরিবেশের ঘনত্ব

     ঘ. পাহাড়ি ছেলেরা মেঘের মতো কৃষ্ণবর্ণের

৭.   ‘সীমার মাঝে অসীম’— কথাটি সাহিত্যের কোন রূপের সঙ্গে বেশি সংগতিপূর্ণ?

     ক. ছোট গল্প      খ. উপন্যাস          গ. নাটক   ঘ. মহাকাব্য

উত্তরমালা : ১.গ ২.ঘ ৩.গ ৪.ঘ ৫.ক ৬.গ ৭.ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর