রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এসএসসি পরীক্ষা প্রস্তুতি-২০১৭

মো. হাসানুল কায়সার

এসএসসি পরীক্ষা প্রস্তুতি-২০১৭

বাংলা প্রথমপত্র

বহু নির্বাচনী প্রশ্ন

 

কবিতাংশটুকু পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            গাহি সাম্যের গান

            মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান

১.         উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন প্রবন্ধের মিল খুঁজে পাও?

            ক. নিরীহ বাঙালি            খ. শিক্ষা ও মনুষ্যত্ব

            গ. উপেক্ষিত শক্তির উদ্বোধন

            ঘ. পয়লা বৈশাখ

২.         উদ্দীপক ও প্রবন্ধের মধ্যে ভাবগত ঐক্য হলো—

            i. সত্যবাদিতা      ii. সাম্যবাদিতা    

            iii. অসাম্প্রদায়িকতা

            নিচের কোনটি সঠিক?

            ক. i      খ. ii ও iii       গ. i ও ii      ঘ. i, ii ও iii

৩.        ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে ‘নিচের থেকে ঠেলা’ বলতে কী বোঝায়?

            ক. লোভের ফাঁদে পা না দেওয়া

            খ. সুশিক্ষার ব্যবস্থা করা

            গ. সুশৃঙ্খল সমাজব্যবস্থা নিশ্চিত করা

            ঘ. মনুষ্যত্ব অর্জনের পথ প্রশস্ত করা

উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

এককালে হাসান শেখের নিজের জমিজমা ছিল। সময়ের ব্যবধানে সব শেষ। এখন অন্যের জমি চাষ করে সংসার চালান। নিজের গ্রামের লোকজন তাঁর মূল্যায়ন না করলেও আগের প্রতিপত্তির কারণে অন্যত্র তাঁর কদর আছে।

৪.         উদ্দীপকের হাসান শেখের সঙ্গে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

            ক. সর্বজয়া         খ. ভুবন মুখুজ্যে

            গ. নীলমণি         ঘ. হরিহর

৫.         এই সাদৃশ্য মূলত—

            i. দারিদ্র্য   ii আভিজাত্যের সম্মানে   iii. প্রতিপত্তিতে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii   খ. ii ও iii    গ. i ও iii   ঘ. i, ii ও iii

৬.        ‘পালা মৌ’ ভ্রমণ কাহিনীতে ‘যেন মর্তে মেঘ করিয়াছে’ বলতে কী বোঝানো হয়েছে?

            ক. আকাশে মেঘ করেছে

            খ. প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা

            গ. পাহাড় ও চারপাশের পরিবেশের ঘনত্ব

            ঘ. পাহাড়ি ছেলেরা মেঘের মতো কৃষ্ণবর্ণের

৭.         ‘সীমার মাঝে অসীম’— কথাটি সাহিত্যের কোন রূপের সঙ্গে বেশি সংগতিপূর্ণ?

            ক. ছোট গল্প       খ. উপন্যাস

            গ. নাটক            ঘ. মহাকাব্য

৮.        বেগম রোকেয়ার মতে, বাঙালির গুণের কথা লিখতে হলে আবশ্যক—

            i. অনন্ত মসী        ii. কাগজ     iii. অসীম সময়

            নিচের কোনটি সঠিক?

            ক. i      খ. i ও ii       গ. ii ও iii    ঘ. iii

৯.         নিমগাছের ছাল, পাতা কোন রোগের অব্যর্থ মহৌষধ?

            ক. চর্ম রোগের    খ. যকৃতের

            গ. দাঁতের           ঘ. খোশ-দাদ

১০.       কোন লেখক রাজনৈতিক আন্দোলনে যোগ দিয়েছিলেন, কিন্তু পরে তা ত্যাগ করেন?

            ক. কাজী নজরুল ইসলাম         

            খ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়

            গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়      

            ঘ. কবীর চৌধুরী

১১.       ‘অভাগীর স্বর্গ’ গল্পে উপস্থাপিত হয়েছে অভাগীর—

            র. স্বপ্ন    ii. দুঃখ     iii. সন্তান বাৎসল্য

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            L. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

১২.       ‘একাত্তরের দিনগুলি’ কোন ধরনের গ্রন্থ?

            ক. মুক্তিযুদ্ধবিষয়ক          খ. স্মৃতিচারণামূলক

            গ. স্বাধীনতাবিষয়ক        

            ঘ. ব্যক্তিকথা জীবনাচরণমূলক

১৩.      ‘গুলি! মুখ থুবড়ে পড়ে গেল সালাম চাচা। গুলি! পড়ে গেল রবিদা।’

            উদ্দীপকে প্রকাশিত দিকটি ‘তোমাকে পাওয়ায় জন্য, হে স্বাধীনতা’—কবিতার কোন পঙক্তির সঙ্গে ভাবগত সাদৃশ্য রয়েছে?

            ক. মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে

            খ. থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে

            গ. একটানা আর্তনাদ করল একটা কুকুর

            ঘ. ছাত্রাবাস বস্তি উজাড় হলো

১৪.       ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান’-এর বিপরীত ভাব বহন করে—

            ক. প্রাণ     খ. অন্ধবধূ

            গ. সেই দিন এই মাঠ   ঘ. অভাগীর স্বর্গ

            নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশের উত্তর দাও :

            আমি আমার পূর্বপুরুষের কথা বলছি

            তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল

            কারণ তিনি ক্রীতদাস ছিলেন।

১৫.       উদ্দীপকটির সঙ্গে নিচের কোন উক্তির মিল খুঁজে পাওয়া যায়?

            ক. তারা জানে, আমি কোনো আত্মীয় নই

            খ. আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস

            গ. সামনে ধু ধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাঁথা

            ঘ. আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর

১৬.      উদ্দীপকে কী প্রকাশ পেয়েছে?

            ক. স্বদেশপ্রেম      খ. প্রকৃতিপ্রেম

            গ. বাঙালির শিকড়ের ইতিহাস     

            ঘ. এ দেশের মাটির গুণাগুণ

১৭.       অন্ধবধূকে নৈরাশ্যবাদী বলা যায় না— কোন কারণে?

            ক. স্বামীকে ভালোবাসে বলে

            খ. ননদের সঙ্গে সুসম্পর্কের কারণে

            গ. ঋতু পরিবর্তন অনুভব করতে পারার কারণে

            ঘ. জীবনের প্রতি ভালোবাসার কারণে

১৮.      ‘কবিতার হাতে রাইফেল’ কীসের প্রতীক?

            ক. সাহসের         খ. ঘৃণার

            গ. আক্রমণের      ঘ. হত্যার

১৯.       ভিখারির বয়স কত?

            ক. ষাট   খ. সত্তর  গ. আশি   ঘ. বাহাত্তর

২০.       বর্ষণের সুরে জেগে উঠেছে—

            i. তৃষিত বন       ii. তৃষাতপ্ত মন

            iii. তৃষ্ণার্ত মাঠ

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            L. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২১.       ‘ঝর্ণার গান’ কবিতায় চোখ পাকায় কে?

            ক. বন   খ. পথ

            গ. চকোর           ঘ. পাহাড়

২২.        ‘আমার পরিচয়’ কবিতার শেষ চরণে কবি কীসের ছবি আঁঁকবেন বলে প্রতিজ্ঞা করেছেন?

            ক. সাম্যের          খ. দেশমাতৃকার

            গ. শান্তির           ঘ. কল্যাণের

২৩.       ‘সেই দিন এই মাঠ’ কবিতায় কবি স্বপ্নকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

            ক. ভেজা গন্ধের সঙ্গে       

            খ. চালতা ফুলের সঙ্গে

            গ. সোনার সঙ্গে   ঘ. লক্ষ্মী পেঁচার সঙ্গে

২৪.       পাটুনী সেচের পাত্র কীসে নিয়ে চলল?

            ক. পিঠে             খ. বুকে

            গ. হাতে             ঘ. মাথায়

            কবিতাংশটুকু পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            মাগো, ভাবনা কেন

            আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে

            তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি

            তোমার ভয় নেই মা

            আমরা প্রতিবাদ করতে জানি।

২৫.       উদ্দীপকের বক্তব্যের সঙ্গে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের সাদৃশ্য কোথায়?

            ক. শহীদদের আত্মত্যাগ     খ. প্রতিশোধস্পৃহা

            গ. আপসহীন সংগ্রাম         ঘ. শত্রু হননের আহ্বান

২৬.       এরূপ স্বাধীনতাপূর্ণ ভাবের মধ্যে রয়েছে—

            i. স্বাধীনতার প্রতি অনুরাগ       

            ii. যুদ্ধে যাওয়ার অঙ্গীকার

            iii. দেশের জন্য আত্মবিসর্জন

            নিচের কোনটি সঠিক?

            ক. i, ii ও iii       খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i ও ii

২৭.        চোখ লাল হয়ে বুধার ভিতরে কী জাগে?

            ক. তীব্র ঘৃণার আবেগ          

            খ. কিছু করার ইচ্ছা

            গ. কষ্টের স্মৃতি    ঘ. তীব্র কান্নার আবেগ

২৮.      নাটকের প্রাণ হচ্ছে-

            ক. চরিত্র            খ. কাহিনী

            গ. পরিবেশ         ঘ. সংলাপ

২৯.       ‘চারিদিকে আমি আন্ধার দেখছি’—উক্তিটি কার?

            ক. বহিপীর         খ. তাহেরা

            গ. হাতেম           ঘ. হাশেম

৩০.      ‘না পীর সাহেব, টাকা আমাদের চাই না’— উক্তিটি কার?

            ক. হাশেম আলির খ. হাতেম আলির

            গ. খোদেজার       ঘ. পিতা-পুত্রের।

 

উত্তরমালা : ১.গ ২.ঘ ৩.গ ৪.ঘ ৫.ক ৬.গ ৭.ক ৮.খ ৯.ক ১০.ঘ ১১.ঘ ১২.খ ১৩.ঘ ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.ঘ ১৮.ক ১৯.গ ২০.ক ২১.ঘ ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.খ ২৬.ক ২৭.খ ২৮.ঘ ২৯.গ ৩০.ক।

সর্বশেষ খবর