শিরোনাম
বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এইচএসসি : সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র

সুকুমার মণ্ডল

প্রিয় পরীক্ষার্থীরা, আজ সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

 

১.    কোচ নৃগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?

     ক. বগুড়া   খ. নোয়াখালী   গ. বরিশাল   ঘ. চট্টগ্রাম

#    উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

     মৌসুমির পূর্বপুরুষেরা ঐতিহ্যবাহী সংসারেক ধর্মে বিশ্বাসী হলেও তার পরিবারের সবাই এখন খ্রিস্টান ধর্মে বিশ্বাসী।

২.    মৌসুমি কোন নৃগোষ্ঠীর সদস্য?

     ক. চাকমা খ. মারমা গ. রাখাইন ঘ. গারো

৩    মৌসুমিদের বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—

     i. ক্রস কাজিন বিবাহ নিষিদ্ধ

     ii. সালিসের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়

     iii. বিয়ের পর নবদম্পতি স্ত্রীর মায়ের বাড়িতে থাকে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  খ. ii ও iii   গ. i ও iii ঘ. i, ii ও iii

৪.    চাকমা রাজার ক্ষেত্রে প্রযোজ্য তথ্য—

     i. তিনি উত্তরাধিকার সূত্রে নির্বাচিত

     ii. তিনি সার্কেল প্রধান

     iii. তিনি সমাজের ঐক্য ও সংহতির প্রতীক

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  খ. ii ও iii   গ. i ও iii   ঘ. i, ii ও iii

৫.    মারুফের ফেসবুক বন্ধু সাকালা আফ্রিকার নাইজেরিয়ায় বাস করে. সাকালা হলো—

     ক. ককেশয়েড  খ. নিগ্রোয়েড গ. মঙ্গোলয়েড ঘ. অস্ট্রালয়েড

৬.    চাকমা সমাজে সর্বনিম্ন সামাজিক প্রতিষ্ঠান কোনটি?

     ক. গোত্তি   খ. আদাম    গ. পরিবার   ঘ. মৌজা

৭.    সাঁওতালদের গ্রাম দেবতার নাম হলো—

     ক. মজি    খ. মারাং বুরো  গ. পরগনায়েত  ঘ. নোকনা

৮.    শারীরিক দিক থেকে খসিয়াদের সঙ্গে মিল রয়েছে—

     ক. গারোদের  খ. মারমাদের গ. রাখাইনদের ঘ. কোচদের

৯.    History of Burma গ্রন্থের লেখক কে?

     ক. নাজমুল করিম     খ. জন মার্শাল

     গ. কর্নেল ফায়ার     ঘ. আবুল ফজল

১০.   জুমচাষের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—

     i. পর্যায়ক্রমিক চাষপদ্ধতি

     ii. পাহাড়ি ঢালু ভূমিতে করা হয়

     iii. একসঙ্গে নানা বীজ বপন করা হয়

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. ii ও iii   গ. i ও iii  ঘ. i, ii ও iii

১১.   গারো সমাজে কয়টি গোত্র রয়েছে?

     ক. তিনটি    খ. চারটি    গ. পাঁচটি    ঘ. ছয়টি

১২.   গারো সমাজে পরিবারের ছোট মেয়েকে কী বলা হয়?

     ক. নোকনা   খ. এগেট    গ. সাংমা    ঘ. মারাক

১৩.   সোহরাই উৎসব পালন করে কারা?

     ক. গারোরা   খ. চাকমারা

     গ. সাঁওতালরা ঘ. মণিপুরিরা

১৪.   রাখাইনরা কোন ধর্মে বিশ্বাসী?

     ক. হিন্দু     খ. খ্রিস্টান

     গ. বৌদ্ধ     ঘ. ধর্মান্তরিত খ্রিস্টান

১৫.   অতুল এ বছর তাদের বাহা উৎসব বেশ আনন্দের সঙ্গে উদ্যাপন করে। অতুল হলো—

     ক. গারো    খ. রাখাইন

     গ. মণিপুরি   ঘ. সাঁওতাল

১৬.   মগরা নিজেদের কী বলে পরিচয় দেয়?

     ক. পাহাড়ি   খ. মারমা

     গ. মঙ্গোলীয় ঘ. রাখাইন

১৭.   মণিপুরিদের সবচেয়ে জনপ্রিয় নৃত্য কোনটি?

     ক. লাই হারাউবা     খ. লাইলা

     গ. মৈথেয়ী   ঘ. সিনতেং

১৮.   সিমন হেডম্যানের ছেলে। সে বাস করে—

     ক. টাঙ্গাইলে খ. সিলেটে

     গ. দিনাজপুরে ঘ. রাঙামাটিতে।

 

উত্তরমালা : ১.ক ২.ঘ ৩.খ ৪.ঘ ৫.খ ৬.গ ৭.খ ৮.ক ৯.গ ১০.ঘ ১১.ঘ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. ঘ

সর্বশেষ খবর