শিরোনাম
বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

জেনে নিন

১.     ‘বড় গোয়ালিয়া’ মসজিদ কোথায় অবস্থিত?

     উত্তর : দাউদকান্দির নিকট বড় গোয়ালিয়ায় অবস্থিত।

২.    খানজাহান আলীর ষাটগম্বুজ মসজিদের কয়টি গম্বুজ আছে?

     উত্তর : ৮১টি।

৩.    আন্দরকিল্লা জামে মসজিদ কোথায় অবস্থিত?

     উত্তর : চট্টগ্রামে।

৪.    আন্দরকিল্লা মসজিদ কার আমলে নির্মিত?

     উত্তর : শায়েস্তা খাঁর আমলে।

৫.    কদম মোবারক মসজিদ কোথায় অবস্থিত?

     উত্তর : চট্টগ্রামে।

৬.    শাহসুজা বড় কাটরা নির্মাণ করেন কত খ্রিস্টাব্দে?

     উত্তর : ১৬৪৪ খ্রিস্টাব্দে।

৭.    ছোট কাটরা নির্মিত হয় কত খ্রিস্টাব্দে?

     উত্তর : শায়েস্তা খাঁর আমলে।

৮.    ছোট কাটরা নির্মিত হয় কত খ্রিস্টাব্দে?

     উত্তর : ১৬৬৩ খ্রিস্টাব্দে।

৯.    তারা মসজিদ কোথায় অবস্থিত?

     উত্তর : ঢাকার আর্মানিটোলায়।

১০.   ধানমণ্ডির ঈদগাহ স্থাপন করা হয় কোন খ্রিস্টাব্দে?

     উত্তর : ১৬৪০ খ্রিস্টাব্দে।

১১.   বিবি মরিয়মের মসজিদ কোথায় অবস্থিত?

     উত্তর : নারায়ণগঞ্জে।

১২.   ইবনে বতুতা কখন বাংলা পরিদর্শনে আসেন?

     উত্তর : ১৩৪৫ খ্রিস্টাব্দে।

১৩.   ইবনে বতুতা যখন বাংলা পরিদর্শনে আসেন তখন বাংলার শাসক কে ছিলেন?

     উত্তর : ফখরুদ্দিন মোবারক শাহ।

১৪.   সোনারগাঁও এর প্রাচীন নাম কী?

     উত্তর : সুবর্ণপুর গ্রাম।

১৫.   গিয়াস উদ্দিন আযম শাহের সমাধি কোথায় অবস্থিত?

     উত্তর : মোগড়া পাড়া গ্রামে।

১৬.   গাজী কালুর মাজার কোথায় অবস্থিত?

     উত্তর : বগুড়ার কাহালুতে।

১৭.    এগার সিন্ধুর দুর্গ কোথায় অবস্থিত?

     উত্তর : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।

১৮.   এগার সিন্ধুর কার দুর্গ ছিল?

     উত্তর : ঈশা খাঁর।

১৯.   আতিয়া জামে মসজিদ কোথায় অবস্থিত?

     উত্তর : টাঙ্গাইলে।

২০.   ছোট সোনা মসজিদ কে প্রতিষ্ঠা করেন?

     উত্তর : সুলতান হোসেন শাহ।

২১.   ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত?

     উত্তর  : চাঁপাইনবাবগঞ্জে।

২২.   আদিনা মসজিদ কোথায় অবস্থিত?

     উত্তর : সিলেটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর