বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দশম শ্রেণির পড়াশোনা : সাধারণ বিজ্ঞান

কাজী ইস্কান্দার আলী

দশম শ্রেণির পড়াশোনা : সাধারণ বিজ্ঞান

অম্ন, ক্ষারক ও লবণের ব্যবহার

১.         কোনটি এসিড?

            ক. NaHCO3     খ. Nacl

            গ. NaoH           ঘ. H2CO3

            উত্তর : N

২.         দই এ কোন এসিড থাকে?

            ক. ল্যাকটেক এসিড         খ. এসিটিক এসিড

            গ. অক্সালিক এসিড          ঘ. সাইট্রিক এসিড

            উত্তর : ক

৩. কোনটি দুর্বল এসিড?

            ক. নাইট্রিক এসিড           খ. এসিটিক এসিড

            গ. হাইড্রোক্লোরিক এসিড  

            ঘ. সারফেউরিক এসিড

            উত্তর : খ

৪.         পাকস্থলীতে কোন এসিড আছে?

            ক. H2SO4        খ. HNO3

            গ. Hcl  ঘ. H2CO3

            উত্তর : M

৫. হিস্টামিন কি?

            ক. এসিড   খ. ক্ষারক  গ. ওষুধ        ঘ. লবণ

            উত্তর : ক

৬.        বেকিং পাউডারের সংকেত হলো—

            ক. NaOH         খ. Ca(OH)2

            গ. NaHCO3     ঘ. CaCO3

            উত্তর : M

৭.         বোলতা বা বিচ্ছুর হুলের জন্য সৃষ্ট জ্বালা নিবারণের মলমে কী থাকে?

            ক. ভিনেগার       খ. সাইট্রিক এসিড

            গ. নাইট্রিক এসিড            ঘ. অক্সালিক এসিড

            উত্তর : ক

৮.        টুথপেস্ট কি?

            ক. অম্ন    খ. লবণ            গ. ক্ষার  ঘ. নির্দেশক

            উত্তর : গ

৯.         কোন এসিডের অভাবে স্কার্ভি রোগ হয়?

            ক. এসকরবিক    খ. ফরমিক এসিড

            গ. সাইট্রিক এসিড            ঘ. ল্যাকটিক এসিড

            উত্তর : ক

১০. কপার সালফেটকে কি বলে?

            ক. ফিটকিরি       খ. তুতে

            ক. খাদ্যলবণ       ঘ. খাবার সোডা

            উত্তর : খ

১১.       আচার সংরক্ষণে কোন এসিড ব্যবহার করা হয়?

            ক. CH3COOH খ. HCOOH

            গ. Hcl  ঘ. HOOC-COOH

            উত্তর : ক

১২.       অ্যামোনিয়াম নাইট্রেড হলো—

            ক. এসিড   খ. ক্ষার             গ. সার             ঘ. সোডা

            উত্তর : গ

১৩.      নিচের কোন এসিড সার তৈরিতে ব্যবহূত হয় না?

            ক. H2SO4        খ. HNO3

            গ. Hcl  ঘ. H3PO4

            উত্তর : গ

১৪.       নরম সাবানে থাকে—

            ক. KOH           খ. NaOH

            গ. Cacl2           ঘ. NH4OH

            উত্তর : ক

১৫. পিঁপড়ায় কামড়ালে কোন এসিড নিঃসৃত হয়?

            ক. ফরমিক        খ. হিস্টামিন      

            গ. মোলটিন        ঘ. এসিটিক

            উত্তর : ক

১৬.      চুনা পাথরের সংকেত হলো—

            ক. CaO            খ. CaCO3

            গ. Na2CO3      ঘ. NaHCO3

            উত্তর : খ

১৭.       টুথপেস্টের চঐ এর মান কত?

            ক. ৩-৭   খ. ৯-১১           গ. ১০-১৪           ঘ. ৭-৯

            উত্তর : খ

১৮.      আমাদের জীবনে প্রয়োজনীয় বিক্রিয়া কোনটি?

            ক. সংযোজন       খ. প্রশমন          

            গ. বিয়োজন        ঘ. সমানুকরণ

            উত্তর: খ

১৯. কোন গ্যাস চুনের পানিকে ঘোলা করে?

            ক. CO2   খ. H2  গ. O2 ঘ. NH3

            উত্তর : ক

২০. ক্যালামিন মূলত কি?

            ক. ZnCO3        খ. MgCO3

            গ. Na2CO3      ঘ. CaCO3

            উত্তর : ক

২১. চুনের সংকেত হলো—

            ক. CaO            খ. Ca(OH)2

            গ. NaOH          ঘ. Nacl

            উত্তর : খ

২২. স্ল্যাক লাইম হলো—

            ক. Ca(OH)2     খ. CaO

            গ. NaOH          ঘ. KOH

            উত্তর : ক

২৩.       মাটির চঐ সাধারণত কত থাকে?

            ক. ৪-৮    খ. ৩-৭           গ. ৯-১১           ঘ. ৭-৯

            উত্তর : ক

২৪. আমাদের জিহ্বার লালার চঐ কত থাকলে বেশি কার্যকর ভূমিকা রাখে?

            ক. ৭.৬    খ. ৬.৬             গ. ৫.৬              ঘ. ৭.০

            উত্তর : খ

২৫.       সাবানের সঠিক সংকেত হলো—

            ক. C17H35 CooNa    খ. G7H33CooNa

            গ. C17H37CooNa      ঘ. 48 H35CooNa

            উত্তর : ক

২৬.       ক্ষারের জলীয় দ্রবণে লাল লিটমাস কোন বর্ণ ধারণ করে।

            ক. হলুদ     খ. নীল                 গ. গোলাপি   ঘ. বেগুনী

            উত্তর : ক

২৭.        লিটমাস পেপার এসিডের মধ্যে কোন রং উৎপন্ন করে?

            ক. লাল  খ. নীল  গ. গোলাপি            ঘ. হলুদ

            উত্তর : ক

২৮. এসিডের মধ্যে মিক্ষাইল অরেঞ্জ কোন রং উৎপন্ন করে?

            ক. লাল খ. হলুদ   গ. নীল  ঘ. গোলাপি

            উত্তর : ক

২৯.       জবা ফুলের রস ক্ষারকের মধ্যে কোন রং উৎপন্ন করে?

            ক. বেগুনী   খ. হলুদ   গ. নীল          ঘ. লাল

            উত্তর : গ

৩০.      জবা ফুলের রস এসিডের মধ্যে কোন রং ধারণ করে?

            ক. লাল    ক. নীল            গ. গোলাপি   ঘ. হলুদ

            উত্তর : ক

৩১. খাবার সোডার সংকেত হলো—

            ক. Na2CO3      খ. NaHCO3

            গ. CaCO3        ঘ. Ca(OH)2

            উত্তর : খ

৩২. কার্বোনিক এসিড কী?

            ক. দুর্বল এসিড    খ. শক্তিশালী এসিড         

            গ. বিষাক্ত এসিড ঘ. উত্তপ্ত এসিড।

            উত্তর : ক

৩৩. ফেনোফথ্যালিন এসিডের মধ্যে কোন রং ধারণ করে।

            ক. বর্ণহীন   খ. হলুদ   গ. নীল        ঘ. লাল

            উত্তর : ক

৩৪.      ফেনোফথ্যালিন ক্ষারকের মধ্যে কোন রং ধারণ করে?

            ক. গোলাপি  খ. নীল           গ. হলুদ              ঘ. লাল

            উত্তর : ক

৩৫. ক্ষার জলীয় দ্রবনে কোন আয়ন দেয়?

            ক. H+   খ. OH—

            গ. SO42—         ঘ. CO32—

            উত্তর : খ

৩৬. তুঁতের সংকেত হলো—

            ক. CuSO4.5H2O

            খ. CuSO4.10H2O

            গ. Na2CO3.10H2O 

            ঘ. Na2CO3.2H2O

            উত্তর : ক

৩৭.       একটি বর্ণহীন দ্রবণে ঘধঙঐ মিশালে দ্রবণটি গোলাপি হয়ে গেল। দ্রবণটি কী?

            ক. মিথাইল রেড  খ. মিথাইল অরেঞ্জ

            গ. ফেনোফথ্যালিন           ঘ. লিটমাস দ্রবণ

            উত্তর : গ

৩৮. একটি অজানা দ্রবণের ধর্ম কী দ্বারা নির্ণয় করা যায়?

            ক. নির্দেশক  খ. এসিড        গ. ক্ষার              ঘ. লবণ

            উত্তর : ক

৩৯. সালফিউরিক এসিডের সংকেত নিচের কোনটি?

            ক. H3PO4   খ. H2SO3 গ. H2SO4          ঘ. HSO4

            উত্তর : গ

৪০. সোডিয়াম গ্লুটামেট কি নামে ব্যবহূত হয়?

            ক. টেবিল সল্ট    খ. টেস্টিং সল্ট

            গ. খাবার সোডা  ঘ. তুঁতে

            উত্তর : খ

৪১.       সাইটিক এসিডকে দুর্বল এসিড বলা হয় কেন?

            ক. পানিতে সম্পূর্ণ আয়নিত হয় বলে

            খ. পানিতে আংশিক আয়নিত হয় বলে

            গ. পানিতে লবণ উৎপন্ন করে বলে

            ঘ. পানিতে কঠিন অবস্থায় থাকে বলে

            উত্তর : খ

৪২. নিচের কোনটি ক্ষারধর্মী?

            ক. স্ট্রবেরি  খ.  আমলকী গ. লেবু      ঘ. কফি

            উত্তর : ক

৪৩. কোন ধাতুটি এসিডের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে?

            ক. Na   খ. Cঁ   গ. Al    ঘ. Zn

            উত্তর : ক

৪৪. কাপড় কাচার রাসায়নিক সংকেত হলো—

            ক. Na2SO4 .10H2O     খ. Na2CO3 .10H2O

            গ. Na2CO3 .5H2O       ঘ. NaCO3 .7H2O

            উত্তর : খ

৪৫. পাকস্থলীতে কিসের বৃদ্ধিতে হজমের অসুবিধা হয়?

            ক. এসিড    খ. ক্ষার   গ. পানি   খ. লবণ

            উত্তর : ক

৪৬. PH এর মান ২ প্রয়োজন কোনটিতে?

            ক. ধমনীতে   খ. রক্তে    গ. পাকস্থলীতে    ঘ. রক্তে

            উত্তর : গ

৪৭. ফিলার হিসাবে কী তৈরিতে লবণ অত্যাবশ্যক?

            ক. সাবান   খ. রাবার গ. ডিটারজেন্ট  ঘ. সিমেন্ট

            উত্তর : গ

৪৮. ক্ষার ও এসিডের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?

            ক. লবণ ও পানি খ. লবণ ও ক্ষার

            গ. এসিড ও পানি  ঘ. ক্ষার ও ক্ষারক

            উত্তর : ক           [চলবে]

সর্বশেষ খবর