শিরোনাম
শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নবম শ্রেণির সাধারণ বিজ্ঞান

কাজী ইস্কান্দার আলী

নবম শ্রেণির সাধারণ বিজ্ঞান

অম্ন, ক্ষারক ও লবণের ব্যবহার

 

১. কোনটি ক্ষার নয়?

        ক. KOH       খ. NaOH     গ. CuSO4     ঘ. KCl

        উত্তর : গ

২. কোনটি ক্ষারক?

        ক. K2O        খ. HCl  

        গ. Na2SO4    ঘ. KCl

        উত্তর : ক

৩. সালফিউরিক এসিডের অণুতে কয়টি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে?

        ক. ১     খ. ২       গ.৩   ঘ.৪

        উত্তর : খ

৪.  নিচের কোনটিতে এসিডিটি বাড়ায়?

        ক. চললেট      খ. সবুজ চা

        গ. সয়াদুধ       ঘ. বাদাম

        উত্তর : ক

৫. কার্বনিক এসিডের লবণকে কোন লবণ বলা হয়?

        ক. সালফেট লবণ

        খ. নাইট্রেড লবণ

        গ. কার্বনেট লবণ   

        ঘ. ফসফেট লবণ

        উত্তর : গ

৬. নিচের কোনটি হজমে সহায়তা করে?

        ক. দুধ           খ. তেল 

        গ. মিষ্টি          ঘ. রসুন

        উত্তর : ঘ

৭. বাজারে মুখ ধোয়ার জন্য যে সমস্ত প্রসাধনী পাওয়া যায় তাতে চঐ এর মান কত লেখা থাকে?

        ক. ৬.৫    খ. ৫.৬ গ. ৫.০       ঘ. ৫.৫

        উত্তর : ঘ

৮. এসিডিটির কারণে মাটির উর্বরতা নষ্ট হলে কীভাবে এসিডকে প্রশমিত করা যায়?

        ক. ক্যালাসাইন ব্যবহার করে

        খ. চুনা পাথর ব্যবহার করে

        গ. স্লাক লাইম ব্যবহার করে

        ঘ. খ ও গ উভয়ই

        উত্তর : ঘ

৯. Na2CO3 এর জলীয় দ্রবণে লাল লিটমাস যোগ করলে ফোন রং এ পরিবর্তিত হবে?

        ক. লাল          খ. নীল        

         গ. সাদা         ঘ. হলুদ

        উত্তর : খ

১০. চুনের পানির মধ্য দিয়ে ঈঙ২ চালনা করলে কোনটির অধঃক্ষেপ পড়বে?

        ক. CaHCO3    খ. CaCO3    গ. CO2     ঘ. C

        উত্তর : খ

১১. কোন প্রাণীর দুধ থেকে তৈরি করা মাখন ক্ষারধর্মী?

        ক. গরু        খ. ছাগল        গ. ভেড়া  ঘ. উট

        উত্তর : খ

১২. কোনটি এসিটিক এসিডের সংকেত?

        ক. HOOC-COOH       খ. CH3COOH

        গ. H2CO3         ঘ. H2SO4

        উত্তর : খ

১৩. [H+] অর্থ কী?

        ক. হাইড্রোজেন আয়ন    

        খ. হাইড্রোজেন ক্যাটায়ন

        গ. হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা       

        ঘ. হাইড্রোজেন আয়নের

        উত্তর : গ

১৪.নিচের কোন খাদ্যশস্য এসিডিটি কমায়?

        ক. ডাল           ক. কিচমিচ 

        গ. মাশরুম        ঘ. আলু

        উত্তর : ক

১৫. মার্বেল পাথরের সঙ্গে হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়?

        ক. NH3     খ. H2               গ. N2 ঘ. CO2

        উত্তর : ঘ

১৬.   কোনটি শক্তিশালী ক্ষার?

        ক. HCl  খ. NaOH  গ. Nacl   ঘ. Na2SO4

        উত্তর : খ

১৭.   কোনটি স্ল্যাক লাইস হিসাবে পরিচিত?

        ক. CaO      খ. Ca(OH)2  গ. CaCO3   ঘ. ZnCO3

        উত্তর : খ

১৮. কোনটি এসিডের বৈশিষ্ট্য নয়?

        ক. এসিডের অনুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে

        খ. টক স্বাদ যুক্ত

        গ. ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে

        ঘ. জলীয় দ্রবণে ঙঐ দেয়।

        উত্তর : ঘ

১৯.   মাটির OH ৯.৫ এর বেশি হলে নিচের কোন আয়নটি মাটি থেকে উদ্ভিদে যায়?

        ক. Al3+     খ. Mg2+      গ. Ca3+      ঘ. SO42-

        উত্তর : ক

২০. কোনটি ক্ষারের বৈশিষ্ট্য নয়?

        ক. পানিতে অদ্রবণীয়

        খ. লাল লিটমাসকে নীল করে

        গ. জলীয় দ্রবণে সাবানের মতো পিচ্ছেল

        ঘ. এসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে

        উত্তর : ক

২১. H2CO3 এসিড খনিজ এসিড কিন্তু তবুও এটাকে দুর্বল—

        i. জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়

        ii. এসিডের সবগুলো ঐ+ আয়ন তৈরি হয় না

        iii. পানিতে পুরোপুরি নিয়োজিত হয় না

        নিচের কেনটি সঠিক?

        ক. i     খ. ii   গ. ii ও iii      ঘ. i, ii ও iii

        উত্তর : ঘ

সর্বশেষ খবর