বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বাংলা প্রথমপত্র

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

শিক্ষা ডেস্ক

অধ্যায় : আবার আসিব ফিরে

জ্ঞানমূলক প্রশ্ন

 

১.   কবি আবার কোথায় ফিরে আসবেন?

     উত্তর : কবি আবার এ দেশে ফিরে আসবেন।

২.   কবি এদেশকে কীসের তীর বলেছেন?

     উত্তর : কবি এদেশকে ধানসিঁড়িটির তীর বলেছেন।

৩.   কবি এ দেশে কীসের বেশে আসবেন?

     উত্তর : কবি এ দেশে শঙ্খচিল শালিকের বেশে আসবেন।

৪.   কবি নবান্নের দেশে কোন বেশে আসবেন?

     উত্তর : কবি নবান্নের দেশে ভোরের কাক হয়ে আসবেন।

৫.   কাঁঠাল-ছায়া দ্বারা কবি কী বুঝিয়েছেন?

     উত্তর : কাঁঠাল-ছায়া দ্বারা কবি এদেশকে বুঝিয়েছেন।

৬.   কাঁঠাল-ছায়ায় এ দেশে কবি কীভাবে আসবেন?

     উত্তর : কাঁঠাল ছায়ায় এ দেশে কবি কুয়াশার বুকে ভেসে আসবেন।

৭.   কে হাঁস হতে চেয়েছেন?

     উত্তর : কবি হাঁস হতে চেয়েছেন।

৮.   কবি হাঁস হলে সারাদিন কীভাবে কাটাবেন?

     উত্তর : কবি হাঁস হলে সারাদিন কলমির জলে ভেসে ভেসে কাটাবেন।

৯.   কবি কী ভালোবেসে এ দেশে আবার ফিরে আসবেন?

     উত্তর : কবি বাংলার নদী-মাঠ-খেত ভালোবেসে আবার এ দেশে ফিরে আসবেন।

১০.  কবি এদেশকে কীসে ভেজা বলেছেন?

     উত্তর : কবি এদেশকে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বলেছেন।

১১.  কবি এ দেশের সবুজকে কী বলেছেন?

     উত্তর : কবি এ দেশের সবুজকে করুণডাঙা বলেছেন।

১২   একদিন হয়তো এ দেশের বাতাসে কী উড়বে?

     উত্তর : একদিন হয়তো এ দেশের বাতাসে সুদর্শন উড়বে।

১৩.  লক্ষ্মীপেঁচার ডাক কোথায় শোনা যাবে?

     উত্তর : লক্ষ্মীপেঁচার ডাক শিমুলের ডালে শোনা যাবে।

১৪.  শিশু কোথায় খইয়ের ধান ছড়াবে?

     উত্তর : শিশু খইয়ের ধান উঠানের ঘাসে ছড়াবে।

১৫.  কিশোর কোথায় সাদা ছেঁড়া পালের ডিঙা বায়?

     উত্তর : কিশোর রূপসার ঘোলাজলে সাদা ছেঁড়া পালের ডিঙা বায়।

১৬.  ধবল বক কীভাবে নীড়ে ফিরে আসে?

     উত্তর : ধবল বক অন্ধকারে রাঙা মেঘ সাঁতরায়ে নীড়ে ফিরে আসে।

১৭.  এ দেশের কী ভালোবেসে কবি বারবার ফিরে আসতে চেয়েছেন?

     উত্তর : এ দেশের প্রকৃতিকে ভালোবেসে কবি বারবার ফিরে আসতে চেয়েছেন।

১৮.  ‘আবার আসিব ফিরে’ কবিতার কবির নাম কী?

     উত্তর : ‘আবার আসিব ফিরে’ কবিতার কবির নাম জীবনানন্দ দাশ।

১৯.  লক্ষ্মীপেঁচা বলতে কী বোঝানো হয়েছে?

     উত্তর : লক্ষ্মীপেঁচা বলতে সুলক্ষণযুক্ত পেঁচাকে বুঝানো হয়েছে।

 

সর্বশেষ খবর