মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা
বাংলা প্রথমপত্র

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

সুলতান মাহমুদ

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

মিনু : বনফুল

বহু নির্বাচনী প্রশ্ন

১.   মিনুর পিসে মশাইয়ের নাম কী?

     ক. যোগেন ঘোষ     খ. যোগেন চন্দ্র

     গ. যোগেন বসাক    ঘ. যোগেন সেন

২.   মিনু কয়লা ভাঙার হাতুড়িটার কী নাম দিয়েছিল?

     ক. শানু     খ. গদাই

     গ. পুঁটি     ঘ. গোপাল

৩.   মিনুর কয়লা ভাঙার পাথরের নাম কী?

     ক. রানু     খ. মানু

     গ. শানু     ঘ. পানু

৪.   মিনুকে একবার কীসে কামড়ে ছিল?

     ক. মৌমাছি   খ. ভিমরুল

     গ. কুকুর     ঘ. সাপ

৫.   নিচের কোনটি মিনুর বন্ধু?

     ক. প্রজাপতি  খ. ঘাসফড়িং

     গ. পিঁপড়া    ঘ. মৌমাছি

৬.   মিনু কাকে রাক্ষসী বলে?

     ক. উনুনকে   খ. সূর্যকে

     গ. কয়লাকে   ঘ. কেরোসিনকে

৭.   শুকতারা মূলত কী?

     ক. বুধ গ্রহ  খ. শুক্র গ্রহ

     গ. মঙ্গল গ্রহ  ঘ. বৃহস্পতি গ্রহ

৮.   ‘মিনু’ গল্পে ঘুঁটেকে মিনুর কী মনে হয়?

     ক. দেবী     খ. ডাইনি

     গ. তরকারি   ঘ. লাঠি

৯.   মিনু কীসের মাধ্যমে সাধারণ বুদ্ধিতে অর্থহীন জিনিস সৃষ্টি করে?

     ক. সংগীতের  খ. ষষ্ঠ ইন্দ্রিয়ের

     গ. সাধারণ বুদ্ধিমত্তার

     ঘ. পঞ্চ ইন্দ্রিয়ের

১০.  ভিমরুল সহজে না মরলে মিনু কোন উপায় অবলম্বন করে?

     ক. ওষুধ ছিটিয়ে দেয়

     খ. লাঠি দিয়ে মারে

     গ. ঝাঁটাপেটা করে

     ঘ. উনুনে ছেড়ে দেয়

১১.  মিনুর কোন শক্তি প্রবল?

     ক. কল্পনাশক্তি    খ. দৃষ্টিশক্তি

     গ. বাকশক্তি  ঘ. শ্রবণশক্তি

১২.  মিনুর ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কী বোঝায়?

     ক. সহ্য করার ক্ষমতা

     খ. কাজ করার দক্ষতা

     গ. বেশি অনুধাবন ক্ষমতা              

     ঘ. মানিয়ে নেওয়ার ক্ষমতা

১৩.  মিনুর বয়স কত?

     ক. সাত বছর খ. আট বছর

     গ. নয় বছর  ঘ. দশ বছর

১৪.  ‘মিনু’ গল্পে হারু, বারু, তারু, কারু— এগুলো কীসের নাম?

     ক. গেলাসের  খ. পাতিলের

     গ. জগের    ঘ. গামলার

১৫.  প্রকৃতির সঙ্গে মিনুর—

     ক. মিতালি   খ. শত্রুতা

     গ. বৈরিতা   ঘ. অভিমান

১৬.  জ্বলন্ত কয়লাগুলোকে মিনুর কী মনে হয়?

     ক. রক্তাক্ত মাংস     খ. রক্তাক্ত মানুষ

     গ. রক্তাক্ত পশু ঘ. পিঁপড়ার দল

১৭.  ‘মিনু’ গল্পে মিনু পাথরটার নাম শানু রেখেছে কেন?

     ক. এটা তার বোনের নাম

     খ. শানের সঙ্গে মিল আছে বলে

     গ. শানু তার প্রিয় নাম                   

     ঘ. শানু তার সই

১৮.  মিনু খুব ভোরে ওঠে কেন?

     ক. কাজের জন্য     খ. প্রার্থনার জন্য

     গ. প্রাতঃভ্রমণের জন্য

     ঘ. সৌন্দর্য অবলোকনের জন্য

১৯.  কয়লা ভাঙতে ভাঙতে মিনু হিসহিস শব্দ করে কেন?

     ক. মনের কষ্টে খ. পিসিমার ওপর রাগে

     গ. শত্রু কয়লাকে মারছে ভেবে        

     ঘ. শ্বাসকষ্টের কারণে

২০.  মিনু ছিল—     

     ক. সম্পূর্ণ সুস্থ মানুষ

     খ. বিশেষ চাহিদাসম্পন্ন শিশু

     গ. দৃষ্টিপ্রতিবন্ধী    ঘ. পাগল

২১.  ‘মিনু’ গল্পটি পাঠকের—

     i) অনুভূতিকে স্পর্শ করে               

     ii) মনে আলোড়ন সৃষ্টি করে

     iii) মানবিক চেতনা জাগ্রত করে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii         

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২২.  শুকতারার সঙ্গে মিনুর সখ্য যে কারণে—

     i) মিনুর অনুভূতির জগতে বন্ধুশূন্য   

     ii) শুকতারাকে মিনু ভালোবাসে

     iii) একমাত্র শুকতারাই ভোর রাতে মিনুকে সঙ্গ দেয়

     নিচের কোনটি সঠিক?

     ক. i       খ. ii    

     গ. iii      ঘ. i, ii ও iii

২৩.  মিনুর কল্পনামতে শুকতারা ওঠে—

     i) ছাই পরিষ্কার করার জন্য                         ii) কয়লা ভাঙার জন্য

     iii) আলো ছড়ানোর জন্য

     নিচের কোনটি সঠিক?

     ক. i খ. i ও ii           

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২৪.  মিনু ছাদে উঠে—

     i) কাঁঠালগাছের সরু ডালের দিকে চেয়ে থাকে

     ii) হলদে পাখির অপেক্ষা করে        

     iii) খেলাধুলা করে

     নিচের কোনটি সঠিক?

     ক. i   খ. ii    গ. i ও ii   ঘ. ii ও iii

২৫.  জ্বর হওয়া সত্ত্বেও মিনু কাউকে কিছু বলেনি—

     i) জ্বর হওয়াকে অপরাধ মনে করে   

     ii) পিসিমা রাগ করবেন বলে

     iii) পিসে মশাইয়ের বকার ভয়ে

     নিচের কোনটি সঠিক?

     ক. i   খ. ii  গ. i ও iii   ঘ. ii ও iii

২৬.  যোগেন বসাক সুবিধা পেলেন—

     i) মিনুকে সার্বক্ষণিক চাকরানি হিসেবে পাওয়ায়

     ii) মিনু নীরবে কাজ করে বলে         

     iii) মিনু শান্ত হয়ে কাজ করে বলে

     নিচের কোনটি সঠিক?

     ক. i   খ. ii   গ. i ও ii   ঘ. i, ii ও iii

২৭.  মিনু শুনতে পায়—

     i) অনেক চেঁচিয়ে কথা বললে         

     ii) স্বাভাবিকভাবে বললে

     iii) জোরে কথা বললে

     নিচের কোনটি সঠিক?

     ক. i  খ. ii    

     গ. i ও iii   ঘ. i, ii ও iii

২৮.  মিনু তৃপ্ত হয়—

     i) শত্রুর ওপর প্রতিশোধ নিয়ে         

     ii) শত্রুর ওপর হাতুড়ি চালিয়ে

     iii) আপন মনে গান গেয়ে

     নিচের কোনটি সঠিক?

     ক. i খ. i ও ii          

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২৯.  উষার লাল আভা হলো—

     i) সূর্যকিরণ         ii) সূর্যরশ্মি        

     iii) উনুনের আঁচ মিনুর কল্পনা অনুযায়ী

     নিচের কোনটি সঠিক?

     ক. i  খ. ii    

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৩০.  মিনুর অসহায়ত্ব আমাদের—

     i) ব্যথিত করে                            

     ii) বিবেকবোধ জাগ্রত করে

     iii) সমাজের চিত্র তুলে ধরে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii         

      গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১.গ ২.খ ৩.গ ৪.খ ৫.গ ৬.ক ৭.খ ৮.গ ৯.খ ১০.গ ১১.ক ১২.গ ১৩.ঘ  ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.খ ১৮.ক ১৯.গ ২০.খ ২১.খ ২২.খ ২৩.খ ২৪.গ ২৫.ক ২৬.ঘ ২৭.গ ২৮.খ ২৯.ঘ ৩০.ঘ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর