রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা
বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

জান্নাতুল ফেরদৌস স্বর্ণা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

নৈর্ব্যক্তিক প্রশ্ন

১.         সর্বোচ্চ বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি কী?

            ক. বীরশ্রেষ্ঠ        খ. বীর উত্তম

            গ. বীর বিক্রম     ঘ. বীর প্রতীক

২.         কবে বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার ঘোষিত হয়।

            ক. ১৯৭১ সালের ২৯ মার্চ

            খ. ১৯৭১ সালের ১০ এপ্রিল

            গ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল

            ঘ. ১৯৭১ সালের ১০ মে

৩.        মুক্তিযুদ্ধের প্রধান যুদ্ধ কৌশল ছিল কোনটি?

            ক. আত্মঘাতী হামলা   খ. বিমান যুদ্ধ

            গ. গেরিলা আক্রমণ    ঘ. ডিনামাইন বিস্ফোরণ

৪.         পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণকে কত বছর শাসন ও শোষণ করে?

            ক. ২০     খ. ২৩      গ. ২৪               ঘ. ২৫

৫.         বৈদ্যনাথতলা গ্রামের বর্তমান নাম কী?

            ক. রামনগর       খ. শহিদনগর

            গ. মুজিবনগর     ঘ. মির্জানগর

৬.        B.L.F এর পূর্ণরূপ কী?

            K. Bangladesh Labour Force

            L. Bangladesh Labour Front

            M. Bangladesh Liberation Force

            N. Bangladesh Labour Fourdation

৭.         মুক্তিযোদ্ধারা যুদ্ধক্ষেত্রে কীভাবে বিজয় উল্লাস প্রকাশ করত?

            ক. “শাবাশ বাংলাদেশ’ বলে

            খ. ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে

            গ. ‘ভয় করি না পাকিস্তানি’ বলে

            ঘ. ‘জয় বাংলা’ বলে

৮.        মুক্তিযুদ্ধে কত মানুষ ঘরহারা হয়?

            ক. ৩০ লাখ        খ. ১ কোটি

            গ. ৭০ লাখ         ঘ. ১ কোটির অধিক

৯.         ইংরেজ ছাড়া কোন ইউরোপীয় বণিকরা এদেশে বাণিজ্য করতে এসেছিল?

            ক. সুইডিশ         খ. জার্মান 

            গ. পর্তুগিজ         খ রোমান

১০.       ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর এদেশ শাসন করে?

            ক. পঞ্চাশ           খ. একশো 

            গ. সত্তর ঘ. একশো দশ বছর

১১.       সিপাহি বিদ্রোহ কত সালে হয়েছিল?

            ক. ১৭৫৭            খ. ১৮৫৭    

            গ. ১৭৫৮           ঘ. ১৮৫৮

১২.       ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়?

            ক. ১৭৬৫           খ. ১৮৫৮

            গ. ১৮০৮          ঘ. ১৮৮৫

১৩.      ইংরেজ শাসনের ভিত্তি এদেশে কত সালে স্থাপিত হয়?

            ক. ১৬০১          খ. ১৭০৯               

            গ. ১৬৬৭           ঘ. ১৭৫৭

১৪.       বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

            ক. ১৬৬৪          খ. ১৭৬৪  

            গ. ১৬৯৮          ঘ. ১৮৬৪

১৫.       ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি কত সালে হয়?

            ক. ১৭৫৫           খ. ১৭৭৬               

            গ. ১৭৭০            ঘ. ১৮৭৬

১৬. ইংরেজরা কত থেকে কত খ্রিঃ পর্যন্ত বাংলায় রাজত্ব করেন?

            ক. ১৭৫৭-১৯৩৯ গ. ১৭৫৬-১৯৪২

            খ. ১৭৫৭-১৯৪৫  ঘ. ১৭৫৭-১৯৪৭

১৭.       কোনটি ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত?

            ক. ১৭৫৬-১৮৫৬           গ. ১৭৫৭-১৮৫৭

            খ. ১৭৫৭-১৮৫৭  ঘ. ১৭৫৭-১৮৫৫

১৮.      কোম্পানির শাসনের সময় বাংলায় কত সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল?

            ক. ১৭৭০   খ. ১৭৭৬   গ. ১১৭৬ ঘ. ১১৭০

১৯.       ইংরেজরা কত সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়?

            ক. ১৯০৪   খ. ১৯১১  গ. ১৯০৫  ঘ. ১৯২১

২০.       কত সালে ভারতীয় মুসলিম লীগ আত্মপ্রকাশ করে?

            ক. ১৯০৪ খ. ১৯০৬  গ. ১৯০৫   ঘ. ১৯১১

২১.       কত সালে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্র হয়?

            ক. ১৯৪০           খ. ১৯৪৭      

            গ. ১৯৪৫           ঘ. ১৯৫২

২২. পাহাড়পুর মহাবিহারটিতে কয়টি কুঠরি অবস্থিত হয়েছে?

            ক. ৮৯   খ. ১১৫     গ. ১০২      ঘ. ১৭৭

২৩.       লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয় কবে?

            ক. ১৯৭২            খ. ১৯৭৪   

            গ. ১৯৭৩           ঘ. ১৯৭৫

২৪. পাহাড়পুরে প্রাপ্ত প্রত্নস্থলটির আয়তন কত?

            ক. ৮ হেক্টর       খ. ৯ হেক্টর        

            গ. ১০ হেক্টর       ঘ. ১১ হেক্টর

২৫.       ‘খোদার পাথর’ টুকরাটি প্রায় কত মিটার?

            ক. ৩.২১ মিটার  খ. ৩.২৯ মিটার

             গ. ৩.৩৩ মিটার            ঘ. ৩.৩৫ মিটার

২৬. পাহাড়পুরের প্রত্নস্থলটি প্রায় কত মিটার উঁচু?

            ক. ১৬      খ. ২০       গ. ২২      ঘ. ২৪

২৭.        পাহাড়পুরের প্রত্নস্থলটি কত বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত?

            ক. ০.১০  খ. ০.১৫   গ. ০.০৯    ঘ. ০.০৫

২৮. কত সালে শিল্পাচার্য জয়নুল আবেদীন লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন?

            ক. ১৯৪৫           খ. ১৯৫৫  

            গ. ১৯৬৫           ঘ. ১৯৭৫

২৯. কত সালে লালবাগ দুর্গ নির্মাণের কাজ শুরু হয়?

            ক. ১৬৭০           খ. ১৬৭৫  

            গ. ১৬৭৮          ঘ. ১৬৮৫

৩০.      বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান শতকরা কতভাগ?

            ক. ২০%            খ. ৩০% 

            গ. ২৫%             ঘ. ৩৫%

৩১. বাংলাদেশে প্রতিবছর গম উৎপাদন হয়—

            ক. ২ লাখ মেট্রিকটন

            গ. ১০ লাখ মেট্রিকটন

            খ. ২০ লাখ মেট্রিকটন      

            ঘ. ৪০ লাখ মেট্রিকটন

৩২.       বাংলাদেশে প্রতিবছর প্রায় কত লাখ মেট্রিকটন চিনি উৎপাদিত হয়?

            ক. ১      খ. ২     গ.৩         ঘ. ৪

৩৩.      মানব মূলধন বলতে কী বুঝ?

            ক. অদক্ষ জনসম্পদ          গ. দক্ষ জনসম্পদ

            খ. বিত্তবান         ঘ. মূলধন

৩৪.      জনগণ কীভাবে পরিবেশ দূষণ করে?

            ক. ফসল কেটে    গ. বন কেটে

            খ. ফসল বুনে      ঘ. আগাছা কেটে

৩৫.      কত সালের মধ্যে বাংলাদেশের প্রায় ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে?

            ক. ২০২০ খ. ২০৪০ গ. ২০৩০ ঘ. ২০৫০

৩৬.      প্রতিবছর কত হেক্টর জমি নদী ভাঙনের শিকার হয়?

            ক. ৭০০০           খ. ৯০০০   

            গ. ৮০০০          ঘ. ১০০০০

৩৭.       কোনটি পানিবাহিত রোগ?

            ক. জ্বর               খ. ডায়রিয়া    

            গ. যক্ষ্মা             ঘ. হুপিংকাশি

৩৮. খরার সময় হাঁস-মুরগির কী দেখা যায়?

            ক. মড়ক            খ. অস্থিরতা   

            গ. অসারতা        ঘ. ঝিমুনি

৩৯.      ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’ কত তারিখে অনুমোদন দেওয়া হয়?

            ক. ৮ নভেম্বর     খ. ১ ডিসেম্বর  

            গ. ১০ ডিসেম্ব     ঘ. ২১ নভেম্বর

৪০.       ‘সম্পত্তি অধিকার’ কোন ধরনের অধিকার?

            ক. সামাজিক       খ. অর্থনৈতিক

            গ. মৌলিক         ঘ. রাজনৈতিক।

সর্বশেষ খবর