রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন

১.         সূর্য চন্দ্র অপেক্ষা কতগুণ বড়?

            উত্তর : ২ কোটি ৩০ লক্ষ গুণ

২.         সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

            উত্তর : ৮.৩২ মিনিট।     

৩.        ২০১৫ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?

            উত্তর : অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।

৪.         মাড ফেস্টিভাল  (কাদা ছোড়াছুড়ি) কোন দেশের একটি ঐতিহ্যবাহী উৎসব?

            উত্তর : দক্ষিণ কোরিয়া। এ বছর ১৬তম আসর অনুষ্ঠিত হয়।

৫.         আন্তর্জাতিক বাঘ দিবস পালিত হয় কবে?

            উত্তর : ২৯ জুলাই। 

৬.        সার্কের এইচআইভি এইডস বিষয়ক শুভেচ্ছা দূত কারা?

            উত্তর : রুনা লায়লা, অজয় দেবগন ও পাকিস্তানি শারমিন ওবায়েদ চিনয়।

৭.         আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের রাজনৈতিক দলের নাম কী?

            উত্তর : উইকিলিকস পার্টি

৮.        বান কি মুন জাতিসংঘের কততম মহাসচিব?

            উত্তর : ৮ম

৯.         চীনের দ্বিতীয় নারী নভোচারী কে?

            উত্তর : ওয়াং ইয়াপিং

১০.       চীনের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কী?

            উত্তর: তিয়াংগং-১

১১.       ‘অ্যামিকাস কিউরি’ শব্দগুচ্ছের অর্থ কী?

            উত্তর : আদালতের আইনি সহায়তাকারী       - ক্যাম্পাস

১২.       বর্তমানে বন্ধ থাকা উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী যৌথ শিল্পাঞ্চলটির নাম কী?

            উত্তর : কায়েসং

১৩. মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি পদচ্যুত হন কখন?

            উত্তর : ৩ জুলাই, ২০১৩

১৪.       ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতিবিষয়ক দফতরের প্রধান কে?

            উত্তর : ক্যাথরিন অ্যাস্টন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর