রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্র

এম এ হামিদ খান

[পূর্ব প্রকাশের পর]

 

8. Unless:- Unless অর্থ যদি না। তাই Unless দ্বারা যে clause শুরু হয় সে clause (বাক্যাংশ)- এ not বসে না বা Negative হয় না। Unless বাক্যের শুরুতে বসতে পারে আবার মাঝখানে বসতে পারে। যেমনঃ-

1. Unless you read attentively you will fail. (যদি তুমি মনযোগ সহকারে পড়াশোনা না কর, তা হলে তুমি ফেল করবে)

2. You will miss the train unless you walk fast. (যদি তুমি দ্রুত না হাট, তা হলে ট্রেনটি মিস করবে)

9. Until/ till:- Till or until এর পরের অংশ সাধারণত affirmative হয়।

1.         Wait for me until I come back. (যতক্ষণ না আমি ফিরে আসি ততক্ষণ আমার জন্য অপেক্ষা কর)

2.         I will nurse my mother till she comes round. (আমি আমার মাকে সেবা করব যতক্ষণ না সে সুস্থ হয়) 

10.  Even, not even, even though:- Even অর্থ এমন কি, not বাবহ অর্থ এমনকি তাও নয় এবং Even though অর্থ হল এমনকি যদিও। ঝবহঃবহপব এর  সাথে অর্থের সামঞ্জস্য করে এদের ব্যবহার করা হয়। যেমনঃ-

1.         Nobody would lend him the money not even his best friend. (কেও তাকে টাকা ধার দিবে না, এমনকি তার ঘনিষ্ট বন্ধুরাও না)

2.         Not even his best friend would help him now. (এমনকি তার ঘনিষ্ট বন্ধুরাও তাকে সাহায্য করবে না)

3.         Even though he can not drive he has bought a car. (এমনকি যদিও সে গাড়ি চালাতে পারে না, সে একটি গাড়ি কিনিয়াছে)।

(চলবে)

সর্বশেষ খবর