রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

নবম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র

আতাউর রহমান সায়েম

[পূর্ব প্রকাশের পর]

৩৯.  Vowel Harmony-র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেছেন কে?

     উত্তর : ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

৪০.  শব্দের ক্ষুদ্রতম একক কী?

     উত্তর : ধ্বনি।

৪১.  ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

     উত্তর : ফলা।

৪২.  বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?

     উত্তর : ১০টি।

৪৩.  শ, ষ, স, হ— এ চারটি বর্ণ উষ্ম বর্ণ হয়েও শিষ ধ্বনি নয় কোন বর্ণ?

     উত্তর : ‘হ’।

৪৪.  ঘোষ মহাপ্রাণ কণ্ঠ ধ্বনি কোনটি?

     উত্তর : ‘ঘ’।

৪৫.  য, র, ল, ব- এ চারটি বর্ণকে কী বলে?

     উত্তর : অন্তঃস্থ বর্ণ।

৪৬.  কম্পনজাত ধ্বনি কোন বর্ণটিকে বলা হয়?

     উত্তর : র।

৪৭.  ‘ঞ্চ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত?

     উত্তর : ঞ্+চ।

৪৮.  কোন তিনটি বর্ণকে অযোগবাহ বর্ণ বলে?

     উত্তর : ং, ঃ এবং  ঁ।

৪৯.  কোন চারটি বর্ণে দ্যোদিত ধ্বনি কখনো শব্দের প্রথমে আসে না?

     উত্তর : ঙ, ং, ঞ, ণ।

৫০.  শব্দের ‘অ’ ধ্বনির কয় রকম উচ্চারণ পাওয়া যায়?

     উত্তর : দুই।

৫১.  সংযুক্ত বর্ণের উচ্চারণ কী হয়?

     উত্তর : বর্ণক্রমিক।

৫২.  অভিধা কী?

     উত্তর : শব্দের শেষ বর্ণের আগের ধ্বনিটিকে

৫৩.  ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে কী বলা হয়?

     উত্তর : বর্ণ

৫৪.  বর্গীয় বর্ণকে কয় ভাগে ভাগ করা যায়?

     উত্তর : পাঁচ

৫৫.  ক থেকে ম পর্যন্ত ২৫টি বর্ণকে কী বলে?

     উত্তর : র্স্পশ বর্ণ/ স্পৃষ্ট বর্ণ

৫৬.  বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?

     উত্তর : পাঁচটি

৫৭.  অন্তঃস্থ ‘য’ ও  অন্তঃস্থ ‘ব’-কে কী বলা হয়?

     উত্তর : অর্ধস্বর।

৫৮.  প্রত্যেক বর্গের ২য় ও ৪র্থ বর্ণকে কী বলে?

     উত্তর : মহাপ্রাণ বর্ণ

৫৯.  বিসর্গকে কয় ভাগে ভাগ করা যায়?  

     উত্তর : দুই                            

৬০.  ক ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে তার সাথে কী যোগ  করতে হয়? 

     উত্তর : ‘অ’ ধ্বনি

৬১.  ‘ং’-এর উচ্চারণ কীসের মতো হয়?

     উত্তর : ঙ

৬২.  বাংলায় ণ এবং ন বর্ণে দ্যোতিত ধ্বনি দুটিতে কী আছে?

     উত্তর : নাসিক্য।

৬৩. বাংলা ভাষায় হ্রস্ব স্বরবর্ণের সংখ্যা কয়টি?

     উত্তর : চারটি

৬৪. ‘হ্ন’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত?

     উত্তর : হ্+ন।

৬৫. ‘অ’ ব্যঞ্জনবর্ণের সাথে সংযুক্ত না হলে এরূপ ব্যঞ্জনবর্ণকে কী বলে?

     উত্তর : হলন্ত বর্ণ

সর্বশেষ খবর