শিরোনাম
রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

১.   বাংলাদেশে প্রথম আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হয়?

     উত্তর : ১৯৭৪   

২.   বাংলাদেশে White gold নামে পরিচিত কোনটি

     উত্তর : চিংড়ি

৩.   বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে?

     উত্তর : ১৭ নং ধারা 

৪.   বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার পদে প্রার্থী হওয়ার

     জন্য প্রার্থীর বয়স ন্যূনতম কত হওয়া দরকার?

     উত্তর : পঁচিশ বছর       

৫.   বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ‘সুপ্রিম কমান্ডার’ কে?

     উত্তর : রাষ্ট্রপতি          

৬.   বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক

     পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?

     উত্তর :  ফজলুর রহমান খান

৭.   ড. মুহম্মদ শহীদুল্লাহর জীবনকাল কত?

     উত্তর : ১৮৮৫-১৯৬৯

৮.   শাপলা চত্বরের স্থপতি কে?

     উত্তর : আজিজুল জলিল পাশা

৯.   স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য ‘অঙ্গীকার’ এর অবস্থান কোথায়?

     উত্তর :  চাঁদপুর   

১০. বর্তমান বাংলাদেশের উপজেলা/ পৌরসভা কতটি?

     উত্তর : ৪৮৯/৩১৯।

১১. দেশে তৈরি প্রথম যাত্রীবাহী জাহাজের নাম কী?

     উত্তর : এম ভি বাঙ্গালি    

১২. বর্তমানে দেশে পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

     উত্তর : ফরিদপুর   

১৩. ‘হাজী’ ও ‘দানেশ’ হলো উন্নত জাতের কী?

     উত্তর : মিষ্টি কুমড়া   

১৪. মধ্য এশিয়ায় অবস্থিত সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কী?

     উত্তর :  কাজাকিস্তান

১৫.  ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ চরণটি কার রচনা কে?

     উত্তর : রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

১৬.  ‘মোদের গরব, মোদের আশা/

     আ-মরি বাংলা ভাষা’র রচয়িতা—

     উত্তর : অতুলপ্রসাদ সেন।

১৭.  একটি পদার্থের নাম লিখ।

     উত্তর : বাতাস

১৮.  শেরপা আপ্পা প্রথম কবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন?

     উত্তর : ১৯৮৯ সালে।

১৯.  বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন গঠন করে কবে?

     উত্তর : ১৯৭২ সালে।

২০.  জিম্বাবুয়ের প্রেসিডেন্টের নাম রবার্ট মুগাবে। বিরোধীদলীয় নেতার নাম কী?

     উত্তর : মুর্গান সাঙ্গিরাই।

২১.  জিম্বাবুয়ের রাজধানীর নাম কী?

     উত্তর : হারারে।

২২.  জিম্বাবুয়ে ১৯৮০ সালে কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে?

     উত্তর : ব্রিটেনের।

২৩.  ‘নিমচাঁদ’ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?

     উত্তর : সধবার একাদশী

২৪.  নীল যে অম্বর = নীলাম্বর-কোন সমাস?

     উত্তর : কর্মধারয়

২৫.  ‘জঙ্গম’ শব্দটির বিপরীত শব্দ—

     উত্তর : স্থাবর

২৬.  বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কী?

     উত্তর : গীতি কবিতা

২৭.  ‘এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।’ কে লিখেছেন?

     উত্তর :  বিদ্যাপতি

২৮.  ‘জন্ডিস’ একটি—

     উত্তর : নাটক

২৯.  ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন কে?

     উত্তর : উইলিয়াম কেরি

৩০.  ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কী?

     উত্তর : আঙ্গুর

৩১.  ‘ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ’ কে রচনা করেন?

     উত্তর : সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৩২.‘আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো।’— বাক্যটিতে কোন দোষ আছে?

     উত্তর : উপমার ভুল প্রয়োগ

৩৩.  ‘আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা কে?

     উত্তর : সৈয়দ আলী আহসান

৩৪.‘পঙ্কজ’ শব্দের অর্থ কী?

     উত্তর : পদ্মফুল

৩৫.  রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি?

     উত্তর : গীতাঞ্জলি

৩৬.  শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?

     উত্তর : শ্রীকান্ত

৩৭.  ‘দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি

     তাই যাহা আসে কই মুখে।’ এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত?

     উত্তর : আমার কৈফিয়ৎ

৩৮.  ‘কালের যাত্রা’ নাটকটির রচয়িতা কে?

     উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুর।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর