সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

জেএসসি পরীক্ষা প্রস্তুতি : বাংলা দ্বিতীয় পত্র

মেহেরুন্নেসা খাতুন

জেএসসি পরীক্ষা প্রস্তুতি : বাংলা দ্বিতীয় পত্র

বহুনির্বাচনী প্রশ্ন

শব্দ ও পদ

১.   শব্দের প্রাণ কী?

     ক. অর্থ     খ. অর্থপূর্ণ ধ্বনি 

     গ. অর্থপূর্ণ বর্ণ      ঘ. অর্থপূর্ণ বাক্য

২.   শব্দে বিভক্তি যুক্ত হলে তাকে কী বলে?

     ক. বর্ণ     খ. ধ্বনি    গ. পদ    ঘ. কারক

৩.   অর্থপূর্ণ শব্দ একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করলে তাকে কী বলে?

     ক. ভাব    খ. ভাষা    গ. ধ্বনি     ঘ. বাক্য

৪.   লিঙ্গ শব্দের অর্থ কোনটি?

     ক. প্রতীক   খ. চিহ্ন   গ. প্রমাণ    ঘ. নির্দেশক

৫.   কখনো ভিন্ন শব্দযোগে পুংলিঙ্গবাচক শব্দ স্ত্রী লিঙ্গবাচক শব্দে পরিবর্তন হয়। এর উদাহরণ হচ্ছে—

     ক. ছাত্র-ছাত্রী       খ. স্বামী-স্ত্রী

     গ. পুরুষ মানুষ-মেয়ে মানুষ

     ঘ. বোন পো > বোন ঝি

৬.   শব্দের শেষে ‘ইনী’ প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোনটি?

     ক. গোয়ালিনী   খ. শূদ্রাণী    গ. ধোপানি    ঘ. মেথরানি

৭.   বংলা ভাষায় এক বচন প্রকাশের কয়টি উপায় আছে?

     ক. ১টি    খ. ২টি      গ. ৩টি     ঘ. ৪টি

৮.   শব্দের শেষে ‘রা’ বিভক্তিযোগে কোন বহুবচন বোধক বাক্যটি হয়েছে?

     ক. ভাইয়েরা আমার, ‘রক্ত যখন দিয়েছি, আরো দেব।’

     খ. শ্রমিকেরা ধর্মঘট ডেকেছে

     গ. মায়েরা কথা বলছে ঘ. ছেলেরা বল খেলেছে

৯.   কখনো এক বচনের রূপ দিয়ে বহুবচন সাধিত হয়। এর উদাহরণ কোনটি?

     ক. বাজারে লোক জমেছে            

     খ. যে যে যাবে, তারা লঞ্চে ওঠো

     গ. বৃষ্টি আসতে এখনো ঢের বাকি   

     ঘ. আজ ঘরে বিজয়ের আনন্দ

১০.  কোন শব্দের বচনভেদ হয়?

     ক. বিশেষ্য-বিশেষণ   খ. বিশেষ্য-সর্বনাম

     গ. সর্বনাম-ক্রিয়া        ঘ. বিশেষ্য-ক্রিয়া

১১.  কোন বিশেষ্য পদ অনির্দিষ্ট নাম প্রকাশ করে?

     ক. সংজ্ঞাবাচক খ. শ্রেণিবাচক 

     গ. সমষ্টিবাচক       ঘ. ভাববাচক

১২.  ভাববাচক বিশেষ্য পদের উদাহরণ কোনটি?

     ক. শহর     খ. সারি    গ. গমন  ঘ. গীতাঞ্জলি

১৩.  বাংলা ভাষার সর্বনাম পদ কয় প্রকার?

     ক. পাঁচ প্রকার খ. ছয় প্রকার  

     গ. সাত প্রকার      ঘ. আট প্রকার

১৪.  আত্মবাচক সর্বনামের উদাহরণ কোনটি?

     ক. কিছু   খ. আপনি   গ. তুমি   ঘ. আমি

১৫.  যে সর্বনাম পদ সাধারণত বিশেষ্যকে নির্দিষ্ট করে দেয়— তাকে কী বলে?

     ক. সাকল্যবাচক সর্বনাম খ. অনির্দেশক সর্বনাম

     গ. নির্দেশক সর্বনাম   ঘ. আত্মবাচক সর্বনাম

১৬. ক্রিয়াপদ কয় রকম হয়?

     ক. ৪      খ. ৫      গ. ৬      ঘ. ৭

১৭.  একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে কী বলে?

     ক. সমাপিকা ক্রিয়া    খ. অসমাপিকা ক্রিয়া

     গ. প্রযোজক ক্রিয়া    ঘ. যৌগিক ক্রিয়া

১৮.  ‘কাঞ্চন বই পড়ছে’— কোন ক্রিয়ার উদাহরণ?

     ক. সকর্মক   খ. অকর্মক

     গ. দ্বিকর্মক        ঘ. প্রযোজক

১৯. কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ?

 ক. সাপুড়ে সাপ খেলায়     খ. আমি বাড়ি গিয়েছি

     গ. সে পাস করে গেল     

     ঘ. সেলিনা বাড়ি যায় 

২০.  ‘সে পাস করে গেল’—কিসের উদাহরণ?      

     ক. প্রযোজক ক্রিয়া    খ. যৌগিক ক্রিয়া

     গ. অকর্মক ক্রিয়া     ঘ. দ্বিকর্মক ক্রিয়া

২১.  সংযোগমূলক ধাতুর উদাহরণ কোনটি?

     ক. হ্    খ. করা   গ. ভয় কর     ঘ. চল্

২২.  ধাতু কয় প্রকার?

     ক. দুই    খ. তিন    গ. চার     ঘ. পাঁচ

২৩.  মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আ প্রত্যয়যোগে কোন ধাতু গঠিত হয়?

     ক. মৌলিক  খ. সাধিত গ. যৌগিক  ঘ. সংযোগমূলক

২৪.  বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে মৌলিক ধাতু মিলিত হয়ে যে নতুন ধাতু গঠিত হয়—তাকে কোন ধাতু বলে?

     ক. মৌলিক    খ. যৌগিক   গ. সাধিত  ঘ. নাম

২৫. মৌলিক ধাতু কয় প্রকার?

     ক. দুই     খ. তিন    গ. চার      ঘ. পাঁচ

২৬.  বিদেশাগত ধাতুর উদাহরণ কোনটি?

     ক. জম্   খ. হাস্   গ. হস্       ঘ. আঁক

২৭.  বিদেশাগত ধাতুযোগে কোন বাক্যটি গঠিত হয়েছে?

     ক. জাদুঘর আমার কয়েকবার দেখা

     খ. ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিথু প্রথম হয়েছে

     গ. যত বেশি খাটবে, ততই সুফল পাবে

     ঘ. তোমার হাসিটি সুন্দর

২৮.  সংস্কৃত ধাতুর উদাহরণ কোনটি?

     ক. অকারণ হাস্য-পরিহাস ত্যাগ করো

     খ. কিসব আঁকাআঁকি করছ?

     গ. আমাকে নিয়ে টানাটানি করো না, আমি যাব না।

     ঘ. অন্ধকার বেশ জমাট বেঁধেছে। 

২৯. বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ-প্রত্যয়যোগে গঠিত ধাতুকে কী বলে?

     ক. প্রযোজক ধাতু    খ. নিজন্ত ধাতু

     গ. নাম ধাতু  ঘ. কর্মবাচ্যের ধাতু

৩০.  বাক্যে কর্তার চেয়ে কর্মের সঙ্গে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে তখন সে ক্রিয়াকে কী বলে?

     ক. কর্তৃবাচ্যের ক্রিয়া   খ. কর্মবাচ্যের ক্রিয়া

     গ. ভাববাচ্যের ক্রিয়া   ঘ. প্রযোজক ক্রিয়া

৩১.  কর্মবাচ্যের ধাতু কীভাবে গঠিত হয়?

     ক. মৌলিক ধাতুর পরে আ-প্রত্যয়যোগে

     খ. বিশেষ্যের পরে আ-প্রত্যয়যোগে

     গ. বিশেষণের পরে আ-প্রত্যয়যোগে

     ঘ. মৌলিক ধাতুর পরে অপরকে নিয়োজিত করা অর্থে. আ-প্রত্যয়যোগে

৩২.  পদ কাকে বলে?

     ক. বর্ণ সমষ্টিকে     খ. বিভক্তিযুক্ত শব্দকে

     গ. অক্ষর সমষ্টিকে    ঘ. ধ্বনি সমষ্টিকে

৩৩.  কতগুলো অর্থপূর্ণ শব্দ যখন একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে, তখন তাকে কী বলে?

     ক. প্রত্যয়    খ. শব্দ       গ. পদ     ঘ. বাক্য

৩৪. নিচের কোনগুলো ক্লীবলিঙ্গের উদাহরণ?

     ক. আকাশ, পানি, মানুষ    খ. শিশু, সন্তান, ডাক্তার

     গ. বই, খাতা, চেয়ার      ঘ. ডাক্তার, বাছুর, ঘর

৩৫.  আনি প্রত্যয় যোগ করে কোনটিকে স্ত্রীলিঙ্গে পরিণত করা যায়?

     ক. মজুর   খ. ঠাকুর    গ. ধোপা           ঘ. কপোত

৩৬. নিচের কোন বাক্যটি নিত্য পুরুষবাচক?

     ক. বাবা   খ. বিদ্বান    গ. কবিরাজ     ঘ. সুন্দর

৩৭.  নিচের কোন শব্দটি নিত্য স্ত্রীবাচক?

     ক. স্ত্রৈণ   খ. ঢাকী গ. সতীন     ঘ. প্রভু

৩৮. কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ?

     ক. বালিকা  খ. গায়িকা   গ. নায়িকা     ঘ. পুস্তিকা

৩৯. ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কী?

     ক. কুলিনী    খ. মেয়ে কুলি

     গ. মজুরনি   ঘ. কামিন

৪০. কোন শব্দটি লিঙ্গান্তর হয় না?

     ক. মানী   খ. নেতা   গ. কৃতদার ঘ. পতি।

 

উত্তরমালা : ১.ক ২.গ ৩.ঘ ৪.খ ৫.খ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.ক ১০.খ ১১.খ ১২.গ ১৩.ঘ ১৪.খ  ১৫.গ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ক  ১৯.ক ২০.খ ২১.গ ২২.খ  ২৩.খ ২৪.খ ২৫.খ ২৬.ক ২৭.গ ২৮.ক ২৯.গ ৩০.খ  ৩১.ক ৩২.খ ৩৩.ঘ ৩৪.গ ৩৫.খ ৩৬.গ ৩৭.গ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.গ।

সর্বশেষ খবর